Jump to ratings and reviews
Rate this book

মানব #1

সবুজ মানব

Rate this book
অনুসন্ধানী স্পেসশীপা ইনটিনার অভিযাত্রীরা নিপটীন গ্রহে অবতরণের পর সাক্ষাৎ পায় সবুজ মানবদের। সবুজ চোখ,সবুজ চুল আর সবুজ পোষাকের প্রতিটি সবুজ মানব যেন সৌন্দর্যেরর এক একটি অপূর্ব প্রতিমা। অথচ এই সবুজ মানবদের গিনিপিগ বানিয়ে ওদের শরীরের উপর ভয়ংকর সব পরীক্ষা চালানোর গোপন ষড়যন্ত্র শুরু করে জীববিজ্ঞানী লিভান। উদ্দেশ্য পূরণে সে তার গবেষণাগারে আটকে ফেলে সবুজ মানব অপুর্ব সুন্দরী নিরিকে। নিরির আর্তচিৎকারে কেঁপে উঠে তরুণ কম্পিউটার প্রোগ্রামার তিলিনার বুকটা। জীবনরে ঝুঁকি নিয়ে নিরিকে সাহায্য করতে এগিয়ে যায় সে। ঘটনাক্রমে সেও বন্দি হয় গবেষণাগারে।
জীববিজ্ঞানী লিভান তখন তার ভয়ংকর আর লোমহর্ষক পরীক্ষা শুরু করে দুজনের উপর। লিভানের বিজয়ের হাসি যন্ত্রনা হয়ে ফুটে উঠতে থাকে নিরি আর তিলিনার শরীরে।মুক্তির জন্য পাগল হয়ে উঠে দুজনই । কিন্তু কে সাহয্য করবে তাদের? সাহায্য করার মতো তো কেউ নেই। পিশাচ লিভান যে একে একে বন্দি করছে সবাইকে। আর এখন এগিয়ে আসছে এক ব্যাগ তাজা রক্ত নিয়ে। রক্ত দেখে চিৎকার করে উঠে তিলিনা। কিন্তু এবারও সে পেরে উঠে না। লিভারের চেতনানাশক ওষুধ তাকে নিস্তেজ করে ফেলে। তারপর এক সময় ধীরে ধীরে চোখ খুলে তিলিনা। নিজের শরীরে চোখ পড়তেই আঁতকে উঠে সে । লিভান তার শরীরের এ কি করেছে! নিজের অজান্তেই চোখ দিয়ে গলগল করে পানি বেরিয়ে আসে । এক সময় ডুকরে কেঁদে উঠ্যে তিলিনা।
তিলিনা কি আর ফিরে পেয়েছিল তার পূর্বের জীব্ন? ফিরে আসতে পেরেছিলো সবুজ মানবের গ্রহ ছেড়ে প্রিয় পৃথিবীতে? আর কি ঘটেছিল অপূর্ব সুন্দর সবুজ মানবদের ভাগ্যে?
(সূত্র: বইয়ের ফ্ল্যাপ থেকে)

176 pages, Hardcover

First published February 8, 2010

4 people are currently reading
106 people want to read

About the author

মোশতাক আহমেদ (English: Mustak Ahmed) ৩০ ডিসেম্বর ১৯৭৫ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিপার্টমেন্ট হতে এম ফার্ম ডিগ্রী অর্জন করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলোজিতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। কর্ম জীবনে তিনি একজন চাকুরীজীবি। তাঁর লেখালেখির শুরু ছাত্রজীবন থেকে। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে তিনি অধিক আগ্রহী হলেও গোয়েন্দা এবং ভৌতিক ক্ষেত্রেও যথেষ্ট পারদর্শীতার পরিচয় দিয়েছেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালভাসা,অতৃপ্ত আত্না, নীল মৃত্যু, লাল শৈবাল, জকি, মীম, প্রেতাত্মা, রোবো, পাইথিন, শিশিলিন ইত্যাদি। সায়েন্স ফিকশন সিরিজ- রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট। প্যারাসাইকোলজি- মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতরে জোনাকি ইত্যাদি। ভ্রমণ উপন্যাস- বসন্ত বর্ষার দিগন্ত, লাল ডায়েরি, জকি। স্মৃতিকথা- এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। মুক্তিযুদ্ধ- নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন। তিনি কালি কলম সাহিত্য পুরস্কার ২০১৩, ছোটদের মেলা সাহিত্য পুরস্কার ২০১৪, কৃষ্ণকলি সাহিত্য পুরস্কার ২০১৪ পুরস্কার পেয়েছেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
12 (30%)
4 stars
8 (20%)
3 stars
11 (27%)
2 stars
5 (12%)
1 star
4 (10%)
Displaying 1 of 1 review
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.