পাঁচটি তারা নয় এই বইটিকে যত তারা রেটিং দি সেটি কম হবে। একটি পত্রিকা যখন স্বামী বিবেকানন্দের মত শ্রেষ্ঠ মানব সন্তানের হাত দিয়ে চলা শুরু হয়ে হয়েছে এবং ক্রমাগত ১২৫ বছর ধরে চলছে সেটি অবশ্যই সেই পত্রিকায় প্রকাশিত লেখার মান আর মানুষের ওপর ফেলা শুভ প্রভাবের কথা বীর বিক্রমে প্রকাশ করে। বইটিতে ১০০ বছরে পত্রিকায় প্রকাশিত শ্রেষ্ঠ লেখা গুলি আছে। বিষয়বৈচিত্র এ ভরপুর এই বইটি থেকে যে কোন লেখা পড়লে মনে একটি শুভ বোধের উদ্বোধন হবে।