সঞ্জীব মানে কি ?
সুন্দর সবুজ সতেজ স্বপ্নেঘেরা মায়ায় ফেলা ছোটবেলায় ফিরিয়ে অম্লমধুর বেদনাবিধুর সব স্মৃতির ঝাঁপি খুলে এক পশলা বৃষ্টি ,শরতের শিশির বা শীতের সোনা ঝরা রোদ্দুরের নরম সিগ্ধ অনুভূতি সাদা পাতায় হাতের লেখায় খোদাই করে দেওয়া সেই লোকটাই হলো আমার কাছে
"সঞ্জীব"
শৈশব হলো সুর তোলা গানের সেই অন্তরা যেখানে কারণে অকারণে হুমড়ে পড়ে কোকিলকন্ঠী না হলেও হেড়ে গলায় হাঁক ছেড়ে হাঁকডাকের লোভ ত্রিভুবনে কোনো ত্রিকালজ্ঞ বা ত্রিদেব ছাড়া অনায়াসে অবহেলায় হারিয়ে দেওয়ার মতো মস্তবড় মতিভ্রম এই চরাচরে কেউ করে না।
সঞ্জীব প্রতিবার সেই স্বপ্নে আরেকটু করে রঙ্গিন পালকে রাঙ্গিয়ে দিয়ে বলে যান আছি তো আমি,ভয় কি?এই হাঁফ ধরানো ঘাম ছোটানো জটিল জীবনে নিখোঁজ হলেও আমার এই শব্দকল্পদ্রুম ফিরিয়ে আনার দায়িত্ব ফেলে যাবো না কোনোদিন।
পরিবার পরিজন যে কতটা প্রিয় কতটা প্রাণের বাঁধনে বাঁধা তার যেন এক স্বচ্ছ স্বর্গীয় সুমধুর ছায়াছবি সঞ্জীবের প্রতি লেখায়,এই নিত্য দেখার সংসারে যে মায়ের কোলে মাথা রেখে,বুকে মুখ লুকিয়ে মেঘের পালকে চড়ে তেপান্তরের মাঠ ঘুরে আবার আটপৌরের জীবনে ফিরে আসার স্বাচ্ছন্দ্যের শান্তি পাওয়া,কিংবা বাবার বকুনি ,দাদুর স্নেহ,জ্যাঠা জেঠিমার আদরে সে অদ্ভুতুড়ে বাঁশির মতো কাশি হোক বা শাসনের রাশি ঠিক ভোলবাজির মতো পালিয়ে যাবে
কিন্তু শেষটা যে বড় কাঁদায়,একরাশ হাসির পর কান্নাগুলো চুন্নীপান্নার মত টুপ করে গড়িয়ে পড়ে অজান্তে এই কাঠপাথরের জীবনে অবেলায় অবহেলায় কেউ কি তার খোঁজ রাখে?
রেটিং:🌠🌠🌠🌠