Jump to ratings and reviews
Rate this book

অশ্লীলতার দায়ে

Rate this book

159 pages, Hardcover

First published April 1, 1975

10 people are currently reading
120 people want to read

About the author

Narayan Sanyal

153 books202 followers
Narayan Sanyal (bn: নারায়ণ সান্যাল) was a well-known & versatile writer of modern Bengali literature. He received several awards for literature including Rabindra Puraskar for Aporupa Ajanta (Bangla: অপরূপা অজন্তা) in 1969, Bankim Puraskar for Rupmonjori (Bangla: রূপমঞ্জরী) in 2000, and Narasingha Dutta Award. Many of his books were filmed and he won the Best Film Story Writer Award for Shotyokam (Bangla: সত্যকাম) by Bengal Film Journalists.

Sanyal wrote numerous books that dealt with many topics, such as children, science, art and architecture, travels, psychiatry, technology, refugee problems, history, biographical pieces, encyclopedia of animals, social novel and Devadasi-related. He also wrote a series of detective fiction called the Kanta (Thorn) series, the framework of which was borrowed from the Perry Mason series of novels by Erle Stanley Gardner. Some of the stories were inspired from popular Agatha Christie novels like Mousetrap, ABC Murders, etc.

Interestingly, this talented author also preferred writing books on deep shadow of many world famous works. One of the most popular Sci-Fictions Nakshatraloker Debatatma (Bangla: নক্ষত্রলোকের দেবাত্মা) is based on the transformation of human race from primitive creature to civilized intelligent species controlling the whole earth. Then it deals with Jupiter exploration and a super intelligent Computer HAL. The three parted book is a clear shadow of 2001: A Space Odyssey by Arthur C. Clarke. In his book, NS renamed HAL as 'Jantra-Na.' In his mother tongue Bangla, it means 'Not a Machine'.

His most popular work is Biswasghatak (Bangla: বিশ্বাসঘাতক) written about the Manhattan project that developed the first US Atom Bomb. This book is based on the shadow of Brighter than a Thousand Suns: A Personal History of the Atomic Scientists (1970), by Austrian Robert Jungk. Not a shadow, but almost translation in some parts. Few of the illustrations in this book have been taken from few Russian school level books.

Another book Timi Timingil (Bangla: তিমি তিমিঙ্গিল) is on Whales. This stands on an article published in Readers Digest. But while NS accepted this for Timi Timingil, he never mentioned or thanked authors of 2001 or Brighter.

Most of the "Kanta" series stories were copied or heavily inspired from Perry Mason novels. For example, "Ristedar-er Kanta" was copied from The case of the beautiful beggar, "Abhipurbak Ni-Dhatu Au-er Kanta" was inspired from The case of the restless redhead. Some of the stories were inspired from Agatha Christie stories. For example, "Dress Rehearsal-er Kanta" was inspired from Three Act Tragedy. NS acknowledged his inspirations in his first few "Kanta" series books, but forgot to do so for the latter ones.

Thousands of NS fans feel sorry of this as a man of his talent could have developed something even better instead of just 'Copying' and retouching others works while he had indeed produced some excellent works himself.

But it is undoubtedly accepted by all that NS was one of the finest authors in Bengali and he was a class apart from the flock of contemporary Bengali writers those who too dependent on sentiment and emotional overdose in their writings and too dependent on monopolist Bengali media/publication groups in commercial front.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
45 (33%)
4 stars
71 (52%)
3 stars
13 (9%)
2 stars
5 (3%)
1 star
0 (0%)
Displaying 1 - 18 of 18 reviews
Profile Image for Shotabdi.
818 reviews193 followers
April 1, 2022
এমন একটা বিষয় নিয়ে এমন তাৎপর্যপূর্ণ উপন্যাস লেখা বোধহয় কেবল নারায়ণ সান্যালের পক্ষেই সম্ভব ছিল। কত বিচিত্র লেখা লিখে গিয়েছেন তিনি৷ আর এই উপন্যাসটি তাঁর সৃষ্টির একটা অভূতপূর্ব নিদর্শন আমার মতে।
প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক, এই দুইটি শব্দের মধ্যে মিল থাকলেও পাঠকদের মধ্যে দুর্ভাগ্যজনক পার্থক্য রয়েছে। অনেক প্রাপ্তবয়স্ক পাঠকই প্রাপ্তমনস্ক হয়ে উঠতে পারেন না, যার কারণে জীবনকে চিরে চিরে দেখা লেখাগুলোই হয়ে ওঠে বিতর্কিত সাহিত্য। যেমন হয়েছে লরেন্সের লেডি চ্যাটার্লিজ লাভার, সমরেশ বসুর প্রজাপতি, বিবর, বুদ্ধদেব বসুর রাত ভ'রে বৃষ্টি, এমন আরো অসংখ্য কালজয়ী রসোত্তীর্ণ সাহিত্য।
আদালত পর্যন্ত গড়িয়েছে সেসব সাহিত্য, বিচারক কিংবা সাধারণ পাঠকদের চোখে হয়ে উঠেছে সমাজের জন্য অমঙ্গলজনক। তেমনই একটি বই সাগর-সঙ্গমে, এক রূপোপজীবিনীর আত্মকথা, যাতে ব্যবহৃত হয়েছে তাদের নিজস্ব শব্দ, ভাষা। আর তাতেই সাধারণ পাঠকদের কাছে তা হয়ে উঠেছে অপাঠ্য, দাবি উঠেছে বাজেয়াপ্তের।
এই নিয়েই কোর্টরুম ড্রামা এবং রহস্যকাহিনীর এক আশ্চর্যজনক সংমিশ্রম এই অশ্লীলতার দায়ে উপন্যাসটি৷
আনন্দময় রায়, একজন আইনবিশেষজ্ঞ, ল কলেজের প্রাক্তন শিক্ষক এবং দার্শনিক। এই উপন্যাসে গুরুত্ব এবং ব্যক্তিত্ব দুই ক্ষেত্রেই তাঁর চরিত্রটি জ্যোতির্ময়।
এছাড়াও বইটি অশ্লীল নয়, এই পক্ষের লড়াইয়ের উকিল ভাস্কর এবং একটি অন্যতম নারী চরিত্র অন্তরা এই উপন্যাসটির গুরুত্বপূর্ণ চরিত্র।
সাওয়াল-জবাব, অনুসন্ধান এর মাধ্যমে মোটামুটি এক রূদ্ধশ্বাস সাসপেন্সে এগিয়েছে বইটি। শেষমেশ উন্মোচিত হয় এক আশ্চর্য সত্য, যা পাঠক এর হৃদয়কে সিক্ত করে এক অনির্বচনীয় মুগ্ধতায়।
এই বই অবলম্বনে ছবিও হয়েছিল, ভাস্কর চরিত্রে ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী।
বিষয়বস্তুর গভীরতা এবং অভিনবত্বের দিক দিয়ে বইটি বাংলা সাহিত্যে বেশ উঁচু স্থানই দখল করে রাখবে।
Profile Image for Aishu Rehman.
1,093 reviews1,079 followers
November 9, 2025
বছর আষ্টেক আগে অশ্লীলতার দায়ে একখানা বইকে এক তারকা দিয়েছিলুম, সাথে করেছিলুম তেব্র সমালোচনা। তখনকার সময়ে ঐ সমালোচনাটুকু করেই নিজেকে ভাবতাম হনুলুলুর মহা পন্ডিত। সেসব ভাবলে এখন নিজের উপর শ্রদ্ধা বেড়ে যায় এই ভেবে যে, তখন বই নিয়ে কত সব উদ্ভট অলৌকিক চিন্তা ভাবনা অনুশোচনা মাথার মধ্যে গিজগিজ করতো। এখন বড্ড পানসে হয়ে গেছি। দিতে পারলুম না একতারকা।
Profile Image for Israt Sharmin.
276 reviews1 follower
December 18, 2025
অপ্রকাশ গুপ্তের লেখা একটি উপন্যাস 'সাগর সঙ্গমে' যা চল্লিশ বছর ধরে অশ্লীলতার দায়ে ব্যান হয়ে আছে। সেই ব্যান ওঠার আগেই আবারো সেই অশ্লীলতার দায়ে পড়ে যায় সাগর সঙ্গমে। তরুণ আইনজীবী ভাস্কর প্রমাণ করার চেষ্টা করে যে আসলেই বইটি অশ্লীল নয়। কিন্তু ভাস্কর কি সফল হবে? আর অপ্রকাশ গুপ্তই বা আসলে কে?

▪️নারায়ণ সান্যালের লেখা 1975 সালের উপন্যাস অশ্লীলতার দায়ে। যা তিনি আরভিং ওয়ালেস এর সেভেন মিনিটস থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। উপন্যাস শুরু করার পর থেকে পড়ার সময় এতটাই ভালো লাগছিল কখন শেষ হয়ে যায় সে ভয়ে স্লো পড়েছি। কিছুটা পড়ে রেখে দিয়েছি পরে আবার কদিন গেলে পড়েছি। কিন্তু প্রতিবার পড়ার সময় দূর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। রোলারকোস্টার রাইডের মতো গল্পটা একদম টেনে নিয়ে গিয়েছে। শুরু থেকে শেষ অবধি একটা মুহূর্তও খারাপ লাগে নি। গল্পপ্রেমীদের অবশ্য পাঠ্য।
Profile Image for Ësrât .
515 reviews85 followers
May 23, 2022
ধারা ২৯২ ল অফ অবসিনিটি

প্রচলিত সমাজে সুদূর অতীতের ধোঁয়াটে পুরানো মান্ধাতার আবরনে মোড়ানো শ্লীলতার সংজ্ঞায় ঝামা ঘষে অপ্রকাশ গুপ্তের সাগর সঙ্গমে বা নারায়নের অশ্লীলতার দায়ে র মতো নৈবেদ্য প্রাপ্তির সম্ভবনার সুধায় এই ক্ষুদ্র পাঠক পুনরায় প্রসন্নচিত্তে সিক্ত হবার বাসনায় তৃপ্ত মনে শেষ করলো এই অগন‍্য পাঠ প্রতিক্রিয়া।

রেটিং:⭐🌟🌠☀.৭০
২৩/০৫/২২
Profile Image for Mrinmoy.
29 reviews
November 7, 2025
এই বইটা নিঃসন্দেহে নারায়ণ সান্যালের এক অসাধারণ সৃষ্টি
Profile Image for Not Nahid.
3 reviews2 followers
August 19, 2024
কিছু না লিখলে বইটির প্রতি অন্যায় করা হতো। এমন রচনা দ্বিতীয়টি পড়িনি (যদিও আমার জানার পরিধি খুবই সামান্য)। অসাধারণ এক সৃষ্টি!
18 reviews1 follower
September 20, 2023
গ্রন্থঃ - অশ্লীলতার দায়ে
লেখক - নারায়ণ সান্যাল
রেটিং - 8.5/10
আলোচনায় - রাহুল

একটি বই। তার বিষয়বস্তু বারবনিতার জীবন। শুনেই অশ্লীল মনে হচ্ছে তাই না। সমস্যাটা এখানেই। শ্লীল বলতে কি বোঝায়, আর অশ্লীলই বা কি। কোন আচরণকে বলবেন শ্লীলতা, আর কোন আচরণকেই বা রাখবেন অশ্লীলতার করিডোরে। এই শ্লীলতা বা অশ্লীলতার কোনও সংজ্ঞা নেই। আর এখানেই এই উপন্যাসের বিষয়বস্তুর আবির্ভাব। এ উপন্যাস পাঠককে ভাবাবে শ্লীলতা ও অশ্লীলতার বিষয়ে।

ঘটনাটা অনেকটা এরকম -
একটি বই প্রকাশিত হলো ৫০০ টি প্রতিলিপ সহ কিন্ত হঠাৎই অশ্লীলতার দায়ে তাকে ৪০ বছরের জন্য নির্বাসিত করা হলো। এখান পর্যন্ত কোনও আপত্তি নেই কিন্ত ৪০ বছর পরে যখন পুনঃপ্রকাশের সময় এলো সমস্ত বিপদের সম্ভাবনা সমাধান মাথায় রেখে প্রকাশক বই বিক্রি করতে গেলেন, ঠিক তখনই সরকারপক্ষ থেকে আক্রমণ হলো। বইয়ের ওপর অভিযোগ দায়ের করা হলো, বইয়ের জন্য় কেউ খুন হলো। সরকার পক্ষ থেকে বলা হলো এই খুনের জন্য দায়ী ওই অশ্লীল বইটিই। সরকার পক্ষ কেন বাজেয়াপ্ত করতে চায়, প্রকাশক পক্ষ বইটি কেন প্রকাশ করতে চায়। কোর্ট-ড্রামা, যুক্তি তর্ক পক্ষ বিপক্ষ সাক্ষী , প্রতিসাক্ষী, বাদী বিবাদী এই সমস্ত নিয়েই এই উপন্যাস।

বইটা শুধুমাত্র নিরস উপন্যাস হয়ে থেম থাকলে হয়তো ভালো হতো, কিন্ত এ উপন্যাস তার থেকেও বেশি কিছু, এ উপন্যাস আমাদের সমাজের ওপর প্রশ্ন তুলতে শেখায়। আমাদের চিরাচরিত ধারণার বাইরে বেরতো সাহায্য করে। তাই এই উপন্যাস আমার কাছে এক অসম্ভব উচ্চদরের বলে প্রতীত হয়েছে। সকলকে রেকমেন্ড করবো এ উপন্যাস পড়ার জন্য।

উপন্যাসের ভাষা সাবলীল। কাহিনী টানটান। অত্যাধিক জ্ঞানবানী শুনিয়ে পাঠককে জর্জরিত করা হয়নি। কোথাও কোথাও বিদেশী ঘটনার, বিদেশী মনীষিদের বাণী উদ্ধৃত হয়েছে ইংরেজি ভাষায়, তার বাংলা তর্জমাও করেছেন অত্যন্ত নিপুনতার সাথে। কোনও কোনও ঘটনা এতটাই অকস্মাৎ এসেছে যে রিলেট করতে সময় লেগেছে, কোনও কোনও বর্ণনা পড়ার সময় অবান্তর মনে হয়েছে, কিন্ত দুপাতা যাওয়ার পরই মনে হয়েছে, সেই বর্ণনার যৌক্তিকতা। কি অসাধারণ লেখনী।

অশ্লীলতা নিয়ে দু চার কথা আমি বলতে চাই,
কি এই অশ্লীলতা, কাকে বলে অশ্লীলতা। তার কি কোনও সীমানা আছে, পরিমাপ করারা প্যারামিটার আছে ।

অশ্লীলতা তাই যা আমাদের সমাজকে বিপথগামী করে তোলে, এই অশ্লীলতা দেশ-কাল-ব্যাক্তি ভেদে পরিবর্তিত হয়েছে। যা উনিশ শতকে দাঁড়িয়ে অশ্লীল তা এই একবিংশশতকে শ্লীল। যা প্রত্যন্ত গ্রামে অশ্লীল তা শহরের বুকে শ্লীল। তাই এর নির্দিষ্ট কোনও প্যারামিটার নেই। যা কিছুই আমাদের চিত্তচাঞ্চল্য ঘটায় তাই কি অশ্লীল , তাও না। একটি রেস্টুরেন্টে ২৪ বছরের প্রেমিক প্রেমিকা চুম্বনরত তা অশ্লীল হতে পারে, নাও পারে সেটা নির্ভর করছে সেখানে স্থিত মানুষগুলোর কাছে। এবং অবশ্যই সেই প্রেমিক যুগলের কাছে। না তো এর কোনও সীমানা আছে না কোনও সংজ্ঞা আছে। তবে আমার মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মানস্তাত্ত্বিক চিন্তাভাবনাই তার শ্লীলতা অশ্লীলতার পার্থক্য তৈরি করে, সেটা ম্যান টু ম্যান ভেরি করে। তবে সকল দিক থেকে বিচার করলে আমাদের এও মাথায় রাখতে হবে সমাজের কথা। শ্লীলতা বা অশ্লীলতা সম্পর্কে সে দেশের সে সমাজের কি ধারণা, কারণ আমরা সমাজের বাইরে নই। ব্যাক্তিস্বাধীনতার দোহাই দিয়ে আমরা যত্র তত্র যে কোনওরকম আচরণ করতে পারিনা। এমন যে কোনও আচরণই অশ্লীল যা সমাজের উন্নতিতে সহয়তা করেনা। কিংবা সমাজকে বিপথগামী করতে পারে। (মতের অমিল হতেই পারে আপনার সাথে)

(ঠিক গুছিয়ে হয়তো লিখতে পারলাম না, দেখা যাক পরে কখনো এই নিয়ে ভেবে লিখব)
Profile Image for Debonil Sarkar.
10 reviews1 follower
March 10, 2024
#পাঠ_প্রতিক্রিয়া
#বুক_রিভিউ
#অশ্লীলতার_দায়ে

🍁বই - অশ্লীলতার দায়ে
🍁কলমে - নারায়ণ সান্যাল
🍁প্রকাশনী - নাথ পাবলিশিং
🍁মুদ্রিত মূল্য - ২০০
🍁পৃষ্ঠা - ১৫৮
🍁ব্যক্তিগত রেটিং - ৪/৫

নারায়ণ সান্যাল নামটির সাথে আমার প্রথম পরিচয় স্বনামধন্য ব্যারিস্টার প্রসন্নকুমার বসুর হাত ধরে। কাঁটায় কাঁটায় সিরিজের পর নারায়ণবাবুর লেখা 'অশ্লীলতার দায়ে' আমার পড়া দ্বিতীয় বই। এক কথায় বলতে গেলে এই ১৫০ পৃষ্ঠার বইটি আমায় নাড়িয়ে দিয়েছে।
'অশ্লীলতার দায়ে' বইটির পাঠ প্রতিক্রিয়া লিখতে বসে, আমার ধারণায়, যেটা সর্বপ্রথম প্রয়াস হওয়া উচিৎ তা হল 'শ্লীল' ও 'অশ্লীল'-এর সংজ্ঞা বোঝা। এবং সেই সংজ্ঞা খুঁজতে গিয়েই বোঝা যায় এই দুটি শব্দের সংজ্ঞা বলুন বা অর্থ তা কখনোই ধ্রুব নয়। আইনস্টাইনের রিলেটিভিটির থিয়োরির মতো এই দুটি শব্দও বড় আপেক্ষিক, দেশ-কাল-ব্যক্তি নির্ভর। যেকোনো বিষয়ে "ভাল-মন্দ ধারণাটা রুচিগত ও ব্যক্তি নির্ভর। সুনীতি-দুর্নীতির বিচার ব্যক্তিমানসের মধ্যে সীমিত নয় - সেটার সামাজিক বিচার দরকার; তেমনি সুরুচি-কুরুচির ধারণাটাও কিছুতা ব্যক্তিগত, কিছুটা সামাজিক"
এই কাহিনীর মূল বিষয়বস্তু একটি বই, যা এক সময় অশ্লীলতার দায়ে নিষিদ্ধ ঘোষিত হয়। সেই বইটি আদৌ অশ্লীল কিনা তা বিচারসাপেক্ষ হয়ে আদালতের দ্বারস্থ হওয়া, বইটিকে অশ্লীল দেখানোর পিছনে সাহিত্যবোধ ছাড়াও ব্যক্তিগত স্বার্থ, কাহিনীর ভিতর দিয়ে এক প্রকার মানসিকভাবে ভেঙে পড়া মানুষের জন্য পথনির্দেশ, প্রেম, বিরহ, প্রতিশোধস্পৃহা, সব কিছু মিলিয়ে এই কাহিনীকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছে।
নারায়ণবাবুর গল্পে যে বস্তুটি আমার সবচেয়ে উপভোগ্য বলে মনে হয় তা হল আদালত ও মোকদ্দমার চিত্রায়ণ, যা এই কাহিনীতে খুবই সুন্দর সাবলীলভাবে সাজানো হয়েছে। তবে শুধু সেটি একটিমাত্র 'রিডিমিং ফিচার' নয়। কাহিনীতে এমন অনেক মনস্তত্ত্বের বিশ্লেষণ করা হয়েছে যা আজকের সমাজের জন্যও প্রযোজ্য।

#bookstagram #book #bookstore #bengali #bengalibooks #বই #booklovers #নারায়ণ_সান্যাল
Profile Image for Klinton Saha.
357 reviews6 followers
August 14, 2023
ঢাকা থেকে ৪০ বছর আগে প্রকাশিত হয় অপ্রকাশ গুপ্তের "সাগর সঙ্গমে" বই। বইটি প্রকাশ হওয়ার পর ৪০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে আদালত।৪০ বছর পর ভারতী প্রকাশনার প্রদীপ সত্ত্ব কিনে প্রকাশের কাজ শুরু করে। কিন্তু বাজারে বের হওয়ার পূর্বেই আইনি জটিলতায় পড়তে হয় তাকে। বন্ধু ভাস্করকে এই মামলার দায়িত্ব দেয় প্রদীপ।অন্যদিকে অল্পবয়সী সুখেন এক হত্যা মামলায় জড়িয়ে যায়, তার কাছে পাওয়া যায় সাগর সঙ্গমে বইটি। মামলা আরো জটিল হয়ে পড়ে। এসময় রঙ্গমঞ্চে হাজির হন বিশিষ্ট আইনবিদ আনন্দময়।
শ্লীল ও অশ্লীলের মধ্যকার পার্থক্য খুঁজতে রীতিমত ধাঁধায় পড়ে যায় ভাস্কর।

কোন বইগুলো নিষিদ্ধ, কোনগুলো অশ্লীল কিংবা রসত্তীর্ণ -- এই প্রশ্নগুলোর উত্তর বইতে লুকিয়ে আছে।
Profile Image for Partha Goswami.
130 reviews2 followers
December 25, 2023
প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মনস্ক, এই দুই ধরনের পাঠকদের মধ্যে যে পার্থক্য রয়েছে তা নিয়ে নারায়ণ সান্যালের লেখা এক তাৎপর্যপূর্ণ উপন্যাস। অনেক প্রাপ্তবয়স্ক পাঠকই প্রাপ্তমনস্ক নন, যে কারণে জীবনকে গভীর ভাবে দেখা লেখা হয়ে ওঠে বিতর্কিত সাহিত্য। যেমন লরেন্সের লেডি চ্যাটার্লিজ লাভার, সমরেশ বসুর প্রজাপতি, বিবর, বুদ্ধদেব বসুর রাত ভ'রে বৃষ্টি, এমন অসংখ্য কালজয়ী রসোত্তীর্ণ সাহিত্য; সে গুলির উল্লেখও করা আছে এই উপন্যাসে। একটি বই সাগর-সঙ্গমে নামে একটি বই এবং তার নিষিদ্ধ হওয়ার পক্ষে এবং বিপক্ষের আলোচনা; যথা রীতি নারায়ণ বাবুর গল্পের একটা অংশ জুড়ে আছে আদালতের প্রশ্নোত্তর পর্ব। সমাজ কোনও সৃষ্টিকে অশ্লীল আখ্যায়িত করলেই যে তা নিষিদ্ধ হওয়ার মতো না বা অপ্রয়োজনীয় না তা উনি তুলে ধরতে পেরেছেন।
Profile Image for Gain Manik.
335 reviews4 followers
January 6, 2025
খুবই সুন্দর একটা ব‌ই। ব‌ইয়ে অশ্লীলতার অভিযোগে একটি ব‌ইকে নিষিদ্ধ করা হয় ৪০ বছরের জন্য। ইতোমধ্যে ভারত স্বাধীন হয় কিন্তু ব্রিটিশ আইন বলবৎ থাকে। তাই ৪০ বছর যখন শেষ হয় তখন আবার এটা আলোচনায় আসে, পুনরায় নিষিদ্ধ করার ডাক আসে। এই নিয়েই মজাদার টুইস্ট নিয়ে উপন্যাসটি লিখেছেন শ্রদ্ধেয় নারায়ণ সান্যাল মহাশয়।
Profile Image for Falguni Roy.
28 reviews5 followers
October 30, 2021
আইনের ছাত্রী হিসেবে উপভোগ্য।
Profile Image for Rsd Islam.
1 review
December 3, 2021
প্রথম ১০০ পৃষ্ঠা অনেকটা বোরিং, কিন্তু এর পর থেকে ইনজয় করেছি। বইয়ের প্লট নিঃসন্দেহে ইউনিক এবং চমৎকার।
Profile Image for Mishuk Rahman.
86 reviews2 followers
October 10, 2025
এতোভালো যুক্তি, রেফ্রারেন্স খুব কম বইতে পেয়েছি। এতো বড় বই হলেও নীরবে শেষ করছি৷
Displaying 1 - 18 of 18 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.