একদিন এ শহরের এক তরুন চিঠি লিখেছিল এক তরুণীকে। চিঠি বিনিময়ের ছলে ধীরে ধীরে ঘটে গিয়েছিল হৃদয়-বিনিময়। কী অপেক্ষাকাতর দিনরাত তাদের, একেকটা চিঠির জন্য, ডাকপিয়নের দেখা পাওয়ার জন্য! কিন্তু একদিন জানা গেল, তরুণটি এতদিন দিয়ে এসেছে ছদ্মপরিচয়। কী করবে মেয়েটি! না, সম্পর্ক কি এতই ঠুনকো যে ভেঙে যাবে সামান্য আঘাতে! দিন যায়, হৃদয়ের কথা-বিনিময় চলতেই থাকে। তবু কেন ছেলেটা দাঁড়াতে পারে না মেয়েটার সামনে? ৪০ বছর পর আজ আবার দেখা দুই মানব-মানবীর! আজ আবার নতুন করে আবিষ্কার করা পরস্পরের প্রতি পরস্পরের বিনি-সুতোর টান! সম্পর্ক মরে যায়, কিন্তু ভালোবাসা কি মরে যেতে পারে? প্রিয় পাঠক, হৃদয়ের এ কূল ও কূল দুকূল ভাসানো মানব-মানবীর চিরকালীন সম্পর্কের এই চিরন্তন গল্পে আপনাদের স্বাগতম।