মাসুদ রানা তখন পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের স্পাই।
যুদ্ধ চলছে পাকিস্তান আর ভারতের। ভারতের অভ্যন্তরের এক দুর্গম দুর্গের ৪ টা বিরাট বিরাট কামান ধ্বংস করা জরুরী হয়ে পড়েছে। কারণ ঐ কামানগুলোই মূলত শত্রুদের আক্রমণ প্রতিহত করে দেয়। এগুলো ধ্বংস করতে পাঠানো হল রানাকে, সাথে মিশ্রী খান, মাহবুব আর আলতাফ..শুরু দুর্ধর্ষ চার ব্যক্তির বিপদসংকুল অভিযান। তাঁদের নেতা মাসুদ রানা।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
যেই যৎসামান্য মাসুদ রানা পড়েছি, তার মধ্যে দূর্গম দূর্গ উপরের দিকেই থাকবে। একটা পারফেক্ট স্পাই থ্রিলারের সব উপাদানই আছে এখানে।
কোমলে কঠিনে মেশানো মাসুদ রানার যেই পোট্রেট আমরা কল্পনা করি, সেটা এখানে পূর্ণমাত্রায় বিদ্যমান।
একটা এসপিওনাজ মিশনকে ঘিরে এখানে কাহিনি আবর্তিত হয়েছে। মিশনের লিডার মাসুদ রানা বলাই বাহুল্য। সাথে কয়েকজন পুরনো সহযোগী। এদের মধ্যে ক্যাপ্টেন মিশ্রি খানকে খুব পছন্দ হয়েছে। যেকোনো উপন্যাস দাঁড়িয়ে যায় পার্শ্বচরিত্রের গুণে। এখানে মিশ্রি খান হতাশ করেননি।
ঝকঝকে একশন, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, দলবদ্ধ আক্রমণ, স্যাক্রিফাইস, সহযোগিতা, বুদ্ধিমত্তা, দক্ষতা সবকিছুর মিশেলে অগ্নিপুরুষের পরে আমার কাছে এটাই এই সিরিজের বেস্ট।
রানার দুর্বল বইগুলোর অন্যতম। এতো বাজে স্টোরিটেলিং চিন্তাই করা যায় না। প্রায় দুই যুগ পর আবার শুরু থেকে রানা পড়া ধরেছি। এটা সিরিজের ছয় নাম্বার বই। আগের পাঁচটা তড়তড় করে এক সপ্তাহে পড়ে ফেলেছি। কিন্তু এটা পড়তে প্রায় তিন সপ্তাহ লেগেছে। একেক পৃষ্ঠা পড়ার পর বিরক্ত হয়ে রেখে দেই। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই 6নং বইতে এসে স্টোরিটেলিং এর এতো বাজে অবস্থা কেন? আমার ধারণা, এই বইটা দিয়ে কাজী আনোয়ার হোসেন প্রথম ঘোস্ট রাইটিং এর প্রচলন করেন।
এমনিতে গল্পের প্লট যথারীতি অসাধারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর খুব প্রিয় একটা মুভি "Guns of Navarone" (সম্ভবত উপন্যাসে নামও সেইম) এর এডাপটেশন। সেই হিসাবে চার তারা প্রাপ্য। এক তারা কম দিলাম স্টোরি টেলিং ও ফালতু দর্শনের ডায়ালগ ঢুকানোর জন্য।