আখ্যান যে খুব অসাধারণ, এমন না কিন্তু তবু বাংলা সাহিত্যে এক অনন্য সংযোজন। যেভাবে উত্তম পুরুষে নানা দিক থেকে এই উপন্যাসকে লেখক উপস্থাপন করেছেন তা তাঁর সময়ের হিসেবে অন্যন্য। এখনও এমন খুব যে লেখা হয়েছে তাও না। ভিক্টোরিয়ান ইংরেজ সমাজের একটা আদল যদিও পাওয়া যায় কিন্তু বিংশ শতাব্দীর প্রথম ভাগে যথেষ্ট লক্ষ্য করা যেতো। সেখানে দুই শ্রেণীর মনস্তত্ত্ব, প্রেম আর বন্ধুত্বের এই গল্পের মধ্যে যে বিভিন্ন দর্শন লেখক এনেছেন তা পাঠককে ভাবতে বাধ্য করবে।