কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
ফার্স্ট পার্ট, ভয়াবহ বোরিং৷ সাবমেরিন নিয়ে এত টেকনিক্যাল জ্ঞান ফলিয়ে পাঠকের কী লাভ হবে ভেবেছেন সেটা কাজীদাই জানেন। আমার কাছে টোটালি অপ্রয়োজনীয় মনে হয়েছে।
দ্বিতীয় খন্ড দুর্দান্ত, শ্বাসরুদ্ধকর। পিওর গোয়েন্দাগিরি। সম্পূর্ণ ফার্স্ট পার্টটা এক চ্যাপ্টারে আঁটিয়ে ফেললেই দুর্দান্ত একটা বই হতো।