কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
মাঝেমাঝে আমার এমনটা হয়, গল্পের কাহিনী মনে আছে কিন্তু নামটাই মনে থাকে না। অথচ 'অ্যামবুশ' পড়ার পরই 'লেলিনগ্রাদ' পড়েছিলাম। পুরো উল্টো। অ্যামবুশ পড়েই লেলিনগ্রাদ পড়ার ইচ্ছা হলো। দুই গল্পেই মাসুদ রানা Control and Balance.
লেনিনগ্রাদ থেকে বরফের ওপর নেমে গেলো রানা দুর্ঘটনায় কবলিত একটি প্লেনের যাত্রীদের সাহায্য করতে। এখানেও আবিষ্কার করলো প্লেনটি দুর্ঘটনায় কবলিত হয়নি, ইচ্ছে করেই দুর্ঘটনা ঘটানো হয়েছে। পাইলটকে গুলি করে মারা হয়েছে। ছদ্মবেশে খুনি রয়েছে প্লেনের যাত্রীদের মাঝেই।