কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
Not up to the mark. ছোট বই। মরক্কো তে গড়ে ওঠা কাহিনী। পাকিস্তানি আর ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এর মধ্যেকার দ্বন্দ্ব এক বিজ্ঞানীকে নিয়ে। পুরো বইয়ে অবশ্য বিজ্ঞানী মহাশয় নেশা করা ছাড়া আর কিছু করার ই চান্স পাননি।
আবারও হতাশ। যে কাজটা বইয়ের শুরুতেই সমাধা করা যেতো, সে কাজটাকে টেনে বইয়ের শেষ অবধি নিয়ে যাওয়া হয়েছে। ফলাফল সেই একই : বিজ্ঞানী ডঃ সাঈদের কথা বলছি! মাঝে কেবল একগাদা নারী চরিত্রের সমারোহ...মিত্রা, চিত্রা (শর্মিলা) ইত্যাদি ইত্যাদি। একটা নতুন তথ্য জানা হলো, হাসান উৎপলও মাসুদ রানা লিখতেন!
মাসুদ রানার একটি ক্ল্যাসিক বই। মূল গল্প - নিক্ কারটার এর - web of spies । পিওর এস্পিওনাজ থ্রিলার। বিদেশি পটভূমিতে লেখা একটা গল্পকে অসাধারন দক্ষতায় দেশীয় প্রেক্ষাপটে আনা হয়েছে। এখনকার মাসুদ রানা গুলাতে এস্পিওনাজ আর পাওয়া যায় না। সেই লেখনীও আর নেই ।