যারা কেন্দ্রীয় সরকারের শিক্ষা পর্ষদের পরিচালিত কোনো স্কুলে পড়েছে, তাদের অধিকাংশই সুভাষের সংগ্রাম জীবনের বার্লিন-টোকিয়ো পর্ব টার কথাই জানে, কিন্তু কোলকাতায় থাকা কালীন তার নানান কীর্তি সম্বন্ধে তারা অবহিত নয়। বইটিতে সুভাষের সংগ্রাম জীবন তার সমকালীন উপমহাদেশীয় এবং ইউরোপীয় রাজনীতির প্রেক্ষাপটের মাঝে বিশ্লেষিত হয়েছে, সেই সময়কার উত্তাল ইতিহাসের একটা খুবই পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। নেতাজীর বিপক্ষে আসীন ব্রিটিশ সরকার, গান্ধী, নেহেরু প্রভৃতিদের রাজনৈতিক ক্রিয়াকলাপ আতস কাঁচের নীচে এসে তাদের প্রকৃত ইভিপ্রায়গুলি ধরা পড়ে এই বইটিতে। সেই সাথে ১৯১০ থেকে ১৯৩০+ দশকগুলিতে বাংলার নবজাগরণের সাথে সাথে ইতিহাসগত ভাবে আখ্যায়িত যেই "অগ্নিযুগ" এসেছিল, তাতে নেতাজীর অপরিহার্য্য ভূমিকা সম্বন্ধে জানা যায়। যেই অস্থায়ী রাজনৈতিক আর অর্থনৈতিক পরিস্থতি থেকে দ্বিতীয় বিশব যুদ্ধের সূত্রপাত হয়, তার একটা সংক্ষিপ্ত এবং অতি সুপাঠ্য বৃত্তান্ত পাওয়া যায় এই বইটিতে।