প্রাত্যহিক মধ্যবিত্ত ছোট্ট পরিবারের টানাপোড়েন, ছলচাতুরি করে টিকে থাকা আর জলের মতন সকল পাত্রে নিজেদের মানিয়ে নেয়ার গল্প। চীনা লেখকের কালিতে উঠে এসেছে চিরচেনা মধ্যবিত্তের সংগ্রাম। রাস্তার ধারের মুখরোচক খাবার দেখে মুখে পানি আসলেও ফিরে তাকাতে হয় অবশিষ্ট মাইনার দিকে। নষ্ট হয়ে যাওয়া দই নিয়েও মন কষাকষি চলে দিনকে দিন। আত্মমর্যাদার মুখোশ পড়েও চুরি করতে হয় পানির মতন সামান্য জিনিস। দিন শেষে গল্পগুলো সব একই, যতই জাতি ও জাতীয়তার পার্থক্য থাকুক। সমকালীন চীনা সাহিত্য সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞ, তাই কালবিলম্ব না করে সেই অপূর্ণতাকে ভরাট করার প্রচেষ্টা হিসেবে এই বইটা পড়া। অচিরেই হয়তো আরো খানিকটা চেখে দেখতে পারি।
I like how the book comprises of the original Chinese version and the English translation. It’s a good tactic of placing the English translation before the Chinese original, I’m not sure if I will even read the English translation if the sequence was otherwise.