জে জে হান্টারের দুধর্ষ সিংহ শিকারের বর্ণনা, কেনেথ এন্ডারসনের চামলার মানুষখেকো ও রাতের আঁধারে শিকারী তুলে নিয়ে যাওয়া হলালকেরের সেই জোড়া বাঘের কাহিনী, মমতাময়ী জয় এডামসনের পালিতা সিংহী এলসা ও কিশোর শের জঙের প্রথম বাঘ শিকারের গল্প যেমন বইটিতে মুগ্ধতা ছড়িয়েছে, তেমনি বাজে অনুবাদ, প্রচুর ভুল বানান, উল্টাপাল্টা বাক্য আর বিরামহীন লেখা বইটার মান নামিয়ে ফেলেছে। কর্ণেল এলেন হকের লেখা 'মালয়ের যুগল বাঘিনী' র অবস্থা সবচেয়ে খারাপ, পড়ার অযোগ্য। পৃথ্বীরাজ সেনের অনূদিত 'শিকার অমনিবাস' এর রেটিং তাই ৩/৫ দিলাম।