বরগোহাঞির প্রবন্ধ সংকলনে আমরা আবেগে প্লাবিত হই, জীবনটাকে এক নতুন দৃষ্টিতে দেখতে শিখি। সে দৃষ্টি কেবলমাত্র আবেগে ভেসে যাওয়া নয়, কঠোর যুক্তিবাদের উপর প্রতিষ্ঠিত সেই দৃষ্টি ।
হোমেন বরগোহাঞি ‘আমার অসম’ নামে একটি দৈনিক পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত। 'পিতা-পুত্র' উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন ১৯৭৭ সালে। লেখকের ছোটো গল্প, উপন্যাস, প্রবন্ধ অসমিয়া সাহিত্যকে বিশেষভাবে সমৃদ্ধ করে তুলেছে। অনুবাদক - বাসুদেব দাস সাহিত্য অনুরাগী এবং মানুষের সঙ্গে মানুষের সেতুবন্ধনে অনুবাদই তার একমাত্র হাতিয়ার।
কবি-সাহিত্যিক-শিল্পী এবং বই নিয়ে লেখা বইয়ের প্রতি আমার প্রবল দুর্বলতা আছে। শঙ্খ ঘোষের 'বইয়ের ঘর', সবিতেন্দ্রনাথ রায়ের 'বই-ই জীবন বই-ই জগৎ' Debbie Tung এর 'Book Love' অর্থাৎ যেসব বই পড়লে আমি কবি-সাহিত্যিক-শিল্পী এবং বই সম্পর্কে বিস্তর জানতে পারব সেসব বই আমার জন্য অবশ্যপাঠ্য এবং সে বইগুলো সংগ্রহে রাখতে হবেই।
'বইয়ের সঙ্গে কথাবার্তা' বইতে লেখক হোমেন বরগোহাঞি সাবলীল ভাষায় বৈঠকী আবহে ১৭টি প্রবন্ধে পাঠকের সাথে তার জীবনে গভীরভাবে প্রভাব ফেলা অনেক কবি-সাহিত্যিক-শিল্পীর জীবনদর্শন এবং তাদের লেখা বইয়ের কথা বলেছেন।
লেখক আমাদের সাথে গ্রিক সভ্যতা, রোমান সাম্রাজ্য, এগার শতক থেকে শুরু করে বিশ শতকের নোবেল জয়ী শ্রেষ্ঠ মনীষী এবং কবি-সাহিত্যিক-শিল্পীদের চিন্তাভাবনা এবং তাদের লেখা বই এবং সেসব বই পড়ে তার জীবন পরিবর্তনের গল্প যেভাবে বলেছেন তা পড়ে সবাই মুগ্ধ হতে বাধ্য।
পাঠকের মনোযোগ চুম্বকের মতো ধরে রাখবে এই বই। আর পাঠকের জন্য সুখবর হল; এই বই পড়ে অনেক অনেক অবশ্যপাঠ্য বইয়ের সন্ধান পেয়ে তারা ধন্য হবে। বাসুদেব দাসের অনুবাদ একদম সাবলীল। অনুবাদের সামান্যতম গন্ধও কেউ পাবে না। অসমীয়া লেখক হোমেন বরগোহাঞির প্রতি শ্রদ্ধা।।