শ্রীপারাবতের বিশেষত্ব তাঁর ঐতিহাসিক উপন্যাস রচনাতে। মমতাজ-দুহিতা জাহানারা বইটি হচ্ছে তেমন একটি বই, যেমন বই আমি দীর্ঘদিন ধরে পড়তে চেয়েছি।
আসলে মুঘল-ইতিহাস আমার প্রিয় বিষয়ের মধ্যে একটি, আর মুঘল আমলের প্রধান চরিত্র নিয়ে বই পড়তে পারলে বেশি ভালো লাগে।
নামেই বোঝা যাচ্ছে এই বইটিতে চরিত্র হিসেবে দেখা এসেছেন শাহজাহান-মমতাজ, জাহানারা, আওরঙ্গজেব এবং দারাশিকো।
জাহানারার বয়ানে স্বাদু ভাষায় লিখিত বইটি পড়তে পড়তে ওই সময়ের এক চরিত্র হয়ে আমিও ঘুরে ফিরছিলাম মুঘল সাম্রাজ্যের অলিগলিতে। অদৃশ্য এক দর্শক হয়ে দেখছিলাম দারাশিকো-নাদিরা-রানাদিলকে, দেখছিলাম জাহানারার প্রেম এবং বৈদগ্ধকে, দেখছিলাম আওরঙ্গজেব এর নিষ্ঠুর শক্তি এবং বিশ্বাসকে।
আমার প্রিয় মুঘল সম্রাট আকবরের সকল শাহজাদীর শাদি বন্ধের বিষয়টি আগে আমি খেয়াল করিনি, এবার মর্মাহত হলাম।
কিছুটা কল্পনা তো আছেই, তবুও ইতিহাসকে পাশে রেখে ওই মানুষগুলোর মানসিকতা, কার্যকলাপ জানতে এবং বুঝতে সাহায্য করেছে বইটি।