ঐতিহাসিক ফিকশনে শ্রী পারাবত সিদ্ধহস্ত। ইহিহাসের মূলাশ্রয় করে চমৎকার ভাষা, গল্প বয়ান তার বৈশিষ্ট। এই বইটাও ব্যতিক্রম নয়। পঞ্চম মোগল সম্রাট শাহ জাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশুকোর প্রেমিকা, নর্তকী রানাদিলের বয়ানে লেখা এই উপন্যাস অনেকেরই কৌতুহলের কারন হবে। উল্লেখ্য, রানাদিল কোন বিশিষ্টি ঐতিহাসিক চরিত্র নয়, তবে চরিত্রটি লেখকের সৃষ্টিও নয়। রানাদিল সম্পর্কে দুই একজন ঐতিহাসিক কিছু কথা উল্লেখ করেছেন।