নবাব মুর্শিদকুলী খাঁ এর রাজনৈতিক জীবনকাহিনী। কোনটা তাঁর আসল পরিচয় ছিল, প্রশাসক নাকি মানুষ? তাঁর রাজনৈতিক উত্থান, ধর্মীয় ভাবনা, প্রশাসনের নিয়মনীতি, শাসক হিসেবে প্রজাদের মধ্যে তাঁর জনপ্রিয়তা এবং সমালোচনা এসবের সাথে সাথে উপজীব্য হয়েছে বেগমের সাথে ব্যক্তিগত সম্পর্ক, মেয়ে এবং নাতনির জীবনের ওঠাপড়া। এসেছে হিন্দু-মুসলিম এর মধ্যকার রাজনৈতিক সম্পর্ক। শ্রী পারাবত এর চমৎকার কলমে সুপাঠ্য ঐতিহাসিক উপন্যাস।