ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে শ্রী পারাবত আমার খুব না হলেও বেশ প্রিয়। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে উপন্যাস লিখতে পারেন তিনি। ভাষার বাঁধুনির সাথে কাহিনী যোগ হয়ে চমৎকার কিছু তৈরী হয়।
এমন লেখক যখন অযোধ্যার শেষ নবাবকে নিয়ে লেখেন, তখন প্রত্যাশা বেড়ে যায়। প্রত্যাশা পুরোপুরি না মিটলেও উপন্যাস হিসেবে বেশ ভালো বলা চলে। ওয়াজিদ আলীর জীবন, লখনৌ এবং সে সময়কার অবস্থা লেখক তুলে ধরতে সক্ষম হয়েছেন। তবে কি যেন একটা নেই নেই ভাবের কারন থেকে গেলো। সেটুকুই অপূর্ণতা