যাই হোক তাই হোক ঐতিহাসিক হলেই আমার বেশ চলে যায়। এই ঔপন্যাসিকের সঙ্গে আমার প্রথম পরিচয় এই পাঁচটি উপন্যাস দিয়েই । ঐতিহাসিক উপন্যাস লেখনীর দিক দিয়ে আমার সবচেয়ে পছন্দ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তার সাথে অন্য কাউকে কোনভাবেই তুলনা করতে পারি না। তার গল্পগুলোতে কখনোই সাম্প্রদায়িকতার ছিটেফোঁটা পায়নি আমি। কিন্তু অন্যান্য লেখকদের মাঝে আমি বিস্তর দেখতে পায়। সেক্ষেত্রে এই লেখককেও তার ব্যতিক্রম মনে হয় নি।
প্রথম তিনটি উপন্যাস অনবদ্য। প্রত্যেকটাই এক নিঃশ্বাসে পড়ার মতো। কিন্তু শেষ দুইটা বেশ জ্বালাতন করছে। না পারছি রাখতে না পারছি ছাড়তে এমন অবস্থা। বিখ্যাত চরিত্রগুলোকে এমন ভাবে উপস্থাপন করছে যা রীতিমত গায়ে জ্বালা ধরায়। শুধুমাত্র প্রথম তিনটি উপন্যাসের জন্য এটাকে আ্যভারেজ ক্যাটাগরিতে ফেললাম ।