রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
তিন গোয়েন্দার সেরা বইগুলোর একটা। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা কেস। তা ছাড়া জিনার প্রথম কাহিনি হিসেবেও এটা উল্লেখযোগ্য। ৮৭ সালে প্রথম প্রকাশের পর পরই পড়েছিলাম, এরপর কতবার যে রিভাইস দিয়েছি, তার লেখাজোকা নেই। আবার পড়লাম, আবারও মুগ্ধ হলাম।
জিনার অভিষেক! প্রথমবার যখন পড়েছিলাম তখন বইয়ের শেষে মন্তব্য লিখেছিলাম “অসাধারণ”। এবার অবশ্য অতটা লাগে নি। চিন্তা করা যায় ১৯৪৩ সালে লেখা বইয়ের এডাপশন ১৯৮৬ সালে।