রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
অনেক আগে পড়েছিলাম।আবার রী রিড দেওয়ার সময় খেয়াল করলাম কিছুই মনে নেই।পুরা গল্প নতুন ভাবে যেন পড়লাম।আর পড়া শেষে লাগল আগের মতোই সেরা।আসলেই তিন গোয়েন্দার প্রথম দিকের গল্পগুলোর তুলনা নাই।
বইটা আগে পড়েছি, কিন্তু অদ্ভুত বিষয়, বেমালুম ভুলে গিয়েছি, সামান্যতম মনে নেই। তি গোয়েন্দার আর যত বই পড়েছি তার কাহিনী খব অল্প হলেও, না হয় বিষয় বস্তু বা ছোটো কোনো দৃশ্য মনে পড়ে। কিন্তু এর কিছুই মনে নেই। সম্পূর্ণ নতুন পড়া মনে হল।