গল্প আহামরি না, বলা চলে রহস্য কী সেটাই স্পষ্ট হতে বেশ সময় লেগেছে। কিন্তু গল্পে গতি আছে, দ্রুত পড়ে ফেলতে পেরেছি। রোলস রয়েস ব্যবহার করে তিন গোয়েন্দা, রক্তচক্ষু গল্পের অগাস্টের রত্ন খোঁজে দেয়ায় অগাস্ট তিন গোয়েন্দার জন্য যখন প্রয়োজন রোলস রয়েসের ব্যবস্থা করে যায়। কিন্তু সেই রত্ন তো তিন গোয়েন্দা অগাস্টকে দেয় নি, দিয়েছে ভারতীয় পুরোহিতকে!