ভয়ের জগতে স্বাগতম! আরজে রাসেলের উপস্থাপনায় দেশের জনপ্রিয় হরর শো ভ‚ত ডট কম-এর সেরা ঘটনাগুলো স্থান পেয়েছে এই বইটিতে। খুব সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া অসাধারণ সব রক্ত-হিম করা সত্য ঘটনাগুলোকে সাহিত্যের মলাটে সংরক্ষিত করার ক্ষুদ্র প্রচেষ্টা এটি। এখানে প্রতিটি অক্ষর ভয়ের। প্রতিটি ঘটনা এক-একটি কালো জোনাকি। এই জোনাকি আলোর ফুল ফোটায় না, বরং ভয়ের হুল ফুটায়। তারপর ছায়াসঙ্গীর মতো ঘুরে বেড়ায় পাঠকের সাথে। তৈরি করে অসম্ভব এক মায়জাল। পৃথিবীর অন্তরালে সৃষ্টি করে আরেক পৃথিবী। সেই পৃথিবীতে আপনি একা, সঙ্গী তেরোটি জোনাকি। যদি আপনার প্রকৃত উদ্দেশ্য থাকে ভয় পাওয়া তবে এই বইটা আপনার জন্য।
কোন গল্প পড়তে পড়তে যখন আপনার মনে পড়বে যে গল্পটা সত্যি, তখন ভয়ের আসল অস্তিত্বটা খুঁজে পাবেন।
ভূতএফএম ছোটকালে শুনতাম। বড় হওয়ার পর, আর শোনা হয় নাই। কিন্তু ভালোবাসা, আবেগ এগুলা সর্বদাই ছিল রাসেল ভাইয়ের ভূত এফএমের প্রতি। ১৩ টি কালো জোনাকি বইটিতে রয়েছে অসম্ভব সুন্দর কিছু গল্প, যা পড়ার সময় আপনি হয়ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পাবেন না কিন্তু ভয়ের কমতি নাই। আমাকে আমার ছোট বেলার স্মৃতি গুলা বারবার মনে করিয়ে দেয় বইটি। বর্তমান সময়ে, এমন বই খুব কম যা পড়ে আসলেই শরীর ঠান্ডা হয়ে আসবে, লোম দাড়িয়ে যাবে...সোজা বাংলায় ভয় অনুভূত হবে। বর্তমান সময়ের বইগুলা, ভয়ের তুলনায় Gore, violence এগুলাতে অধিক জ্বোর দেওয়ায় , আসলে ভূতের গল্প থেকে সেটা পৃথক হয়ে যায়।
শহর গ্রাম , আমাদের দেশের অলিগলিতে লুকিয়ে আছে এমন হাজারটা গল্প, যা যদি বইয়ের পাতায় আনা সম্ভব হয় এবং যদি এটাও make sure করা যায় যে আপনি যেটা পড়ছেন সেটা একেবারে সত্যি ঘটনা। এবং বিশ্বাস অবিশ্বাস নিতান্তই আপনার। তবে গল্প গুলা পড়া সার্থক হবে। ভূত ঠিক না, বাজে জ্বীন, কালো জাদু, অতৃপ্ত আত্না এগুলোর সংযোজনে বইটা হয়ে উঠবে আরো বেশি হাড় হীম করা ভয়ের।
ঘটনাগুলো ভালো ছিল তবে,টাইপিং মিসটেক এর কারণে বিরক্ত লেগেছে তার চেয়েও বিরক্তিকর 'অলৌকিক তেরো'র ৮টা গল্পের নাম পরিবতর্ন করে এটাতে দিয়েছে।আলাদা বই-ই যখন প্রকাশ করবে,তাহলে এমন করার যুক্তি বুঝলাম না
২০২১ এ বের হওয়া 'অলৌকিক ১৩' থেকে নাকি মোট ৮টা গল্প হুবহু তুলে দিয়ে নামগুলো বদলে দেওয়া হয়েছে। শুধু নাকি ৫টা নতুন যোগ করা হয়েছে এমন শুনেছি। 'অলৌকিক ১৩' পড়া হলে হয়তো এই বইয়ের রেটিং চার না দিয়ে দুই দিতাম। :''/