সরকারি কর্মকর্তা ও কবি সানাউল হক ১৯৫১ সালে জাহাজযোগে অস্ট্রেলিয়া যান এবং সেখানে প্রশিক্ষণের জন্য বেশ কিছুদিন থাকেন। সেই জাহাজ ভ্রমণ ও অস্ট্রেলিয়া দেখার স্মৃতি নিয়ে লেখা 'বন্দর থেকে বন্দরে'।
জাহাজে বিভিন্ন জাতের মানুষের সাথে পরিচয় হয়েছে সানাউল হকের। দু'চোখ মেলে দেখেছেন এবং লিখেছেন নিজস্ব আঙ্গিকে।
প্রায় সাত দশক আগের অস্ট্রেলিয়ার বর্ণনা পড়ার সুযোগ পাবেন পাঠক। কিন্তু বর্ণনার কারণে মন জুড়াবে না।
সানাউল হকের লেখায় কৃত্রিমভাব প্রবল। যাযাবরের ধ্রুপদীগ্রন্থ 'দৃষ্টিপাত'-এর গদ্যের নির্যাস পাচ্ছিলাম সানাউল হকের লেখায়। কিছু যাযাবরের মতো লেখার শক্তি না থাকায় তা কমজোরি অনুকরণে পরিণত হয়েছে।
বইটি দুষ্প্রাপ্য। নানা কসরৎ করে সংগ্রহ করেছি। তৃপ্ত হইনি। বরং হতাশ করেছেন সানাউল হক।