What do you think?
Rate this book


175 pages, Paperback
First published January 1, 1957
ছোট্ট ছেলে সেরিওজা। ছেলে হলেও অনেকেই বলে সেরিওজাকে মেয়েদের মতো দেখতে। নাহ! ওর কোনো দোষ নেই, যত দোষ সব ওর ঐ বাড়ন্ত চুলের; কাটলেও দ্রুত বড় হয়ে যায় যে! ছোট্ট সেরিওজা থাকে মা মারিয়াশা, পাশা মাসী আর মেসো লুকিয়ানিচের সঙ্গে। বাবার আদর সে পায় না, তার বাবা যুদ্ধে মারা গেছে!
তারপর একদিন ছোট্ট সেরিওজার পরিবারে এলো পরিবর্তন। তার মায়ের পথ চলার সঙ্গী হয়ে এল করোস্তেলিওভ আর সেরিওজার জন্য এলো বাবা হয়ে। শুরু হল সেরিওজা আর করোস্তেলিওভের পিতা ও পুত্র সম্পর্ক। মানুষটি এসে সেরিওজার জন্য কেমন অপরিহার্য হয়ে উঠলো। তাকে ছাড়া ছোট্ট ছেলেটির চলেই না! যত অদ্ভুত চিন্তাভাবনা সবকিছু ওকেই বলা যায় কারণ সে তো আর হেসে উড়িয়ে দেয় না, মনোযোগ দিয়ে সব শুনে আর বুঝিয়ে দেয়।
একদিন মা বললো, তারা সেরিওজার জন্য ভাই আনবে। ছোট্ট সেরিওজার কত অপেক্ষা! কেউ আর আসে না। মাসের পর মাস যায় আর মা মোটা হতে থাকে। তারপর হঠাৎ একদিন করোস্তেলিওভ আর মা ছোট্ট লিওনিয়াকে নিয়ে আসলো হাসপাতাল থেকে। সেরিওজা তো ওর সাথে খেলতেই পারে না। মাও তো ব্যস্ত থাকে! দিনশেষে শুধু ব্যস্ত থাকে না তার বাবা করোস্তেলিওভ! দুটিতে কি সম্পর্কই গড়ে উঠতে থাকে!
একদিন বদলির আদেশ আসে, করোস্তেলিওভকে যেতে হবে হোলমোগিরি শহরে। আর তার সঙ্গী হবে মা আর ছোট্ট ভাই লিওনিয়া। সেরিওজা যে অসুখে ভুগছে! ডাক্তারের স্পষ্ট বারণ, এই অবস্থায় কোথাও যাওয়া সম্ভব নয়। সেরিওজার মাথায় হঠাৎ আকাশ ভেঙে পড়ে, করবে কি সে? সে কি এভাবে মাসীর কাছে থাকতে পারবে মা আর লিওনিয়াকে ছাড়া? বিশেষ করে করোস্তেলিওভকে ছাড়া!!?
আর করোস্তেলিওভ কিছু ভাবছে না!?
