🍁📖সদ্য পড়ে শেষ করলাম সাহিত্যিক সায়ন্তনী পূততুন্ডের লেখা ‘শেষ প্রহরের নাচ’। এর আগেও অধিরাজ সিরিজ এর সব উপন্যাস ই পড়েছি! বহুদিন অপেক্ষায় ছিলাম, আজ শুরু করার বেশ কয়েক ঘন্টার মধ্যেই পড়া হয়ে যায়। অধিরাজ সিরিজ এর প্রতিটি উপন্যাস ই একবার শুরু হলে শেষ না করা পর্যন্ত থামাই যায় না। লেখিকার লেখা নিয়ে কোনো কথা হবে না, এককথায় অসাধারণ! 🍁📖 উপন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে স্পয়েল করবো না। শুরু থেকেই একদম টানটান উত্তেজনা ভরপুর একটি উপন্যাস। শুরু থেকেই একদম ভৌতিক আবহাওয়ার সৃষ্টি করে রেখেছেন এই উপন্যাসে। কিন্তু শেষে গিয়ে যে টুইস্ট দেখিয়েছেন লেখিকা অবাক না হয়ে উপায় নেই! লেখিকা কে অসংখ্য ধন্যবাদ।