জনপ্রিয় কার্টুন চরিত্র বেসিক আলীর জনক বিশিষ্ট কার্টুনিস্ট শাহরিয়ার খান। কার্টুনটির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয় এই কার্টুন। শুরু থেকেই কার্টুনটি পাঠকপ্রিয়তা পেয়ে আসছে। বেসিক আলী হলো বড় ছেলে। ‘আলী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ এর মালিক, বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী তালিব আলীর বড় ছেলে। আলী পরিবারের অন্যান্য সদস্যরা হলো বেসিকের মা মলি আলী, যিনি একজন গৃহিণী, ছোট বোন নেচার আলী, যিনি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, আর স্কুল ছাত্র ছোট ভাই ম্যাজিক আলী। এই পরিবারকে কেন্দ্র করে এই চরিত্রগুলোর জীবনের প্রতিফলনেই বেসিক আলী কার্টুন। পরিবার, প্রেম আর বন্ধুত্বের সম্পর্কের আবর্তে চলতে থাকা এ কার্টুনে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো বেসিকের অফিস সহকর্মী রিয়া হক এবং ঘনিষ্ঠ ও আত্মভোলা বন্ধু হিল্লোল। শাহরিয়ার এর বই বেসিক আলী মূলত এই কার্টুনের সংকলন। সাধারণ পাঠকের প্রতিক্রিয়া এবং চাহিদার প্রেক্ষিতে ২০০৯ সালে পাঞ্জেরী প্রকাশনী থেকে বেসিক আলী নামে এই কার্টুনটির এক বছরের সংকলন প্রকাশিত হয়। প্রথম সংকলন ভালো সাড়া পাওয়ার পর থেকেই নিয়মিত বেসিক আলী সংকলন প্রকাশ হয়ে আসছে। শাহরিয়ার এর বই সমগ্র বেসিক আলী ছাড়াও আরো অনেক বই নিয়েই গড়ে উঠেছে। কমিক কার্টুন সিরিজ ‘বাবু’ তার অন্যতম। এছাড়াও শাহরিয়ার এর বই সমূহ এর মাঝে আছে ‘ষড়যন্ত্র’, ‘লাইলী’, ‘কিউব’, ‘দ্বিতীয়’, ‘বোকা ভূত’, ‘কল্পশিকারী’ ইত্যাদি। তিনি বর্তমানে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পদে বহাল আছেন।
সেই মজা পেয়েছি গল্পটা পড়ে। লাইলী গল্পের মতোই এই গল্পের প্রেক্ষাপট, তবে ঘটনার উপস্থাপন ভিন্ন। লাইলীতে বাড়তি ষড়যন্ত্র ছিলোনা এখানে আছে। নায়ক বুদ্দিমান স্মার্ট, কিন্তু নায়িকা বেশ রগচটা, লাইলীর সাথে মিল আছে। কিন্তু লাইলী ফাজিল নয়, এই মেয়ে ফাজিল। হাহাহা ... মেয়েটির চরিত্র দারুণ লেগেছে। তবে লেখকের গল্পের নায়িকা চরিত্রগুলো দেখতে প্রায় একই রকম হয়ে যাচ্ছে। এই বিষয়ে ভবিষ্যতে আরও সচেতন থাকতে হবে।
গল্পের হিউমার বরাবরের মতোই অনন্য। শাহারিয়ার সাহেব সামাজিক কমেডিতে অনন্য, এবং এই ধরণের গল্প আরও উপহার চাই ওনার থেকে। :)
I used to buy the "Basic Ali" collections until last year then studies got the best of me but now this one got me addicted to these graphic novels again. Simply awesome.
I've never realized how much we lack in content when it comes to Comics in Bengali but I'm glad someone's paving the way. Anyway absolute bangin' content (literally and literally, if you get what I mean) . The jokes are, as the kids say these days, on point. The resolution? Great! Who knew rich, spoiled bratty জোশী has such a sof, romantic, lovable side? তৌফিক এলাহী, you're cute, but you're dumber than a blunt knife. But hey, at least you got your girl in the end, despite the questionable timeline of the story.
This entire review has been hidden because of spoilers.
Didn't expect it to be so hilarious. I was laughing out loud way too much on the second half of the story. This was basically a Bangla Romance movie in a comic form. A bit satirical too, so had a very enjoyable time reading it.
Loved it!! It’s a very funny and exciting story, the storyline has some similarities between “Layli” But it’s still entertaining to read. Enjoyed it !!