Jump to ratings and reviews
Rate this book

হেরুক এবং

Rate this book
মা-বাবা, আত্মীয়স্বজনের সঙ্গে কালিম্পঙের বাড়িতে গিয়েছিল রিয়া। বাড়িটা কিনেছিলেন ওর প্রমাতামহ গৌরীকান্ত রায়। যেদিন পৌঁছোয়, সেইদিনই সন্ধেবেলা, বাড়িটার যিনি কেয়ারটেকার, সেই সঞ্জয়বাবু হঠাৎ রিয়াকে অশ্লীল ইঙ্গিত করেছিলেন। কেন?
এদিকে নানা রহস্যে ভরপুর সেই বাড়ি থেকে পূষণ একটা অদ্ভুতদর্শন মূর্তি আর গৌরীকান্ত রায়ের ডায়েরি উদ্ধার করে। ডায়েরির পাতায় পাতায় এমন সব কথা লেখা আছে যা পড়লে গৌরীকান্ত রায়ের সম্বন্ধে বিরূপ ধারণা জন্মায়। অদ্ভুতভাবে ওই ডায়েরি পাবার দু-দিনের মধ্যেই এক রাত্তিরে নিখোঁজ হয়ে যায় রিয়া। তার নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে কে বা কারা আছে? রিয়াকে কি কিডন্যাপ করা হয়েছে নাকি স্বেচ্ছায় আত্মগোপন করেছে? তার শেষ অবধি কী পরিণতি হল? পুলিশকে সঙ্গে নিলেও রিয়ার অন্তর্ধান রহস্য ভেদ হল সম্পূর্ণ অদ্ভুত এক পদ্ধতিতে। সেই পদ্ধতির প্রয়োগের মধ্যে দিয়ে উঠে এসেছে বৌদ্ধধর্ম, তার নানা ভাগ, নানা মত নানা প্রকরণ।
বৌদ্ধ তন্ত্র এবং তার সাংকেতিক ভাষা নিয়ে উপন্যাস বাংলা সাহিত্যে এই প্রথম। আজকাল বাংলা ভাষায় তন্ত্র আশ্রিত উপন্যাসের যে এত প্রাদুর্ভাব, সন্দেহ নেই যে তাদের পূর্বসূরী হেরুক। বিভূতিভূষণ এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অবদান মনে রেখেও একথা বলতে হচ্ছে।

240 pages, Hardcover

Published January 20, 2023

19 people are currently reading
331 people want to read

About the author

Soumitra Biswas

9 books12 followers
সৌমিত্র বিশ্বাস-এর জন্ম ১৯৬৫ কলকাতায়। শিক্ষা নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলে। পরে সেন্ট জেভিয়ার্স কলেজের অর্থনীতির ছাত্র। অর্থনীতিতে স্নাতকোত্তর পাঠ শেষে রাজ্য সরকারের আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। বাংলার অধ্যাপিকা মৈত্রেয়ী সরকারের অনুপ্রেরণায় আরও মনোযোগী হয়ে ওঠেন সাহিত্যে। দেশ পত্রিকা আয়োজিত রহস্য গল্প প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে তাঁর ‘মুখোশ’ গল্পটি। দ্বিতীয় গল্প ‘নাস্তিক’ও প্রশংসিত। প্রথম উপন্যাস ‘হেরুক’। আবাল্য সত্য সাইবাবার শিক্ষায় অনুপ্রাণিত মানুষটি ভালবাসেন আড়ম্বরহীন, সৎ জীবনযাপন আর সমাজসেবা। বই ও বন্ধুদের সঙ্গে মননশীল আড্ডায় সমান উৎসাহী।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
43 (15%)
4 stars
71 (24%)
3 stars
113 (39%)
2 stars
47 (16%)
1 star
11 (3%)
Displaying 1 - 30 of 67 reviews
Profile Image for Riju Ganguly.
Author 37 books1,864 followers
February 7, 2017
বাংলা মৌলিক থ্রিলারের জগতে এই বইটি এক অতি বিশিষ্ট সংযোজন।

এর ভালো দিকগুলো হল:
১. তন্ত্র নিয়ে বাংলায় এটিই প্রথম থ্রিলার।
২. হিন্দু এবং বৌদ্ধ ধর্মর অনেক ভুলে যাওয়া তথ্য বাংলা শব্দভাণ্ডার-এর অবহেলিত বিবিধ রতনের সঙ্গে এই উপন্যাসে সজীব ও সতেজ হয়ে আমাদের কাছে ফিরে এসেছে।
৩. যৌনতার স্বাভাবিক এবং বিকৃত, দুুটো চেহারাই সংযত ভাষা ও আভাস-ইংগিতের মাধ্যমে তুুলে ধরেছেন লেখক।

যে জিনিসগুলো লেখার অঙ্গহানি করেছে সেগুলো হল:
১] গল্পের গতি তথ্য ও তত্ত্বর ভারে ক্ষতিগ্রস্ত হয়েছে।
২] লৌকিক আর অলৌকিক, এই দুুটির মধ্যে কোনটা গল্পে নিয়ামক ভূূমিকা নেবে সেটা নিয়ে লেখক শেষ অবধি দ্বিধাগ্রস্ত থেকেছেন।
৩] কাহিনি কোনো নির্দিষ্ট পরিণতি পায়নি। দুষ্টের দমন বা শিষ্টের পালন, কোনটাই হয়নি গল্পের শেষে।

তবু, বিষয়গত মাপকাঠিতে এই উপন্যাস এখনও অদ্বিতীয়। তাই বইটি পড়ে ফেলার পরামর্শই রইল বন্ধুদের জন্য।
Profile Image for DEHAN.
275 reviews86 followers
June 9, 2020
লোকমুখে শুনেছিলাম এটা বলে এমন ভয়ের উপন্যাস যে পড়ার পর রাত্রে বাথরুমে যেতে পর্যন্ত গা শিরশির করে । আমি আরো এসব শুনে ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার একটা আশা নিয়া , গত রাত সাড়ে তিনটা পর্যন্ত এই গরমে বাথরুমের মধ্যে লাইট অফ করে , মশার কয়েল জ্বালায়া , মাথার ঘাম পায়ে ফেলে , একটা টুলে বইসা বইসা পড়লাম । ইভেন পানির কল সামান্য খুলে রাখছিলাম যাতে একটু পর পর পানির ফোঁটার শব্দ পরিবেশ আরো ছমছমে করে দেয় । কিন্তু ভয়ের বদলে শেষের দিকে ঝিমুনির মতো আসলো । কিছুক্ষণ অন্তর বড় বড় হাই আসে ।
বুঝলাম না আমার amygdala কি ডিফেক্ট হয়ে গেছে নাকি ঝড়বৃষ্টির অভাবজনিত কারণে ভয়টা পূর্ণতা পায় নাই …
বোকামি হয়েছে কলের পানির টুপটুপ শব্দের উপর ভরসা না করে ইউটিউবে ঝড়তুফানের আওয়াজ প্লে কইরা কানে হেডফোন গুঁজে দেওয়া উচিৎ ছিলো ।
Profile Image for Farzana Raisa.
530 reviews238 followers
May 13, 2020
চলে টাইপের বই। ইদানিং গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধতান্ত্রিক সমাজ নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম। জনৈক বড়ভাই বইটার ফাটিয়ে প্রশংসা করায় একটু কৌতূহলের সাথেই শুরু করলাম পড়া। প্রথমদিকে একটু সমস্যা হচ্ছিল কে কী চরিত্র, কোন চরিত্রের সাথে কী সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বুঝার জন্য -_- যাই হোক, মোটামুটি লেগেছে। আর লাভের মাঝে লাভ, বৌদ্ধদের তন্ত্র-মন্ত্র সম্পর্কে জানার জন্য কঠিন খটোমটো বই কষ্ট করে পড়া লাগেনি। একটা কাহিনী পড়তে পড়তে কিছুটা জ্ঞান নিয়ে নিলাম আর কি :3
Profile Image for Farhan.
725 reviews12 followers
July 12, 2021
কলকাতার ইদানিংকার মিস্ট্রি-তন্ত্র-ইতিহাসাশ্রিত বইগুলোর কমন সমস্যা, গল্প চার আনা আর বারো আনা লেকচার। সাথে বাতিঘর প্রকাশনীর নাজিমউদ্দিন গংয়ের মত তাড়াহুড়ো করে শেষটা মিলিয়ে দেয়া। লেখার ধরণও অ্যামেচারিশ।
Profile Image for Supratim.
309 reviews460 followers
May 27, 2025
Giving the book a rating of 3.5!

Had heard so many good reviews about this novel from Booktubers that my expectations were sky high. The book did deliver on some fronts and I learnt a tiny bit about Buddhist tantra, but I believe that the ending could have been a bit better.

One more point. The theme of this novel centers around the occult, however, elements of the supernatural are pretty marginal. There are descriptions of Buddhist tantra deities and occult practices, but story is a crime thriller. I won't elaborate more to avoid revealing any spoilers.

I did not regret buying and reading this book and would recommend it if you like novels on the occult.

Happy reading!
Profile Image for Mohana.
100 reviews8 followers
May 30, 2023

একের পর এক অসাধারণ রিভিউ দেখে ঠিক করেছিলাম বইটা কিনবই, তার উপর অন্য আরেকটি প্রকাশনা থেকে নতুন যে সংস্করণটি বেরিয়েছে তার প্রচ্ছদটা এতটাই সুন্দর যে কেনার ইচ্ছেটা আরো বেড়ে গিয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে এই মাসেই লাইব্রেরী গিয়ে দেখলাম বইটার পুরোনো সংস্করণটা রয়েছে। তখন ভেবেছিলাম, এখন একবার নিয়ে পড়ি, তারপর না হয় খুব ভালো লেগে গেলে কিনে নেব। ভাগ্যিস লাইব্রেরী আমায় ফালতু পয়সা খরচের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। কারণ এই বই আমার আর কিনবার কোনো ইচ্ছে নেই।

অনেক রিভিউ এরকমও পড়েছি যে এই বইটা পড়ে নাকি অনেকে বৌদ্ধধর্ম নিয়ে অনেক কিছু জানতে পেরেছেন, তাদের জন্য আমার উজাড় করা একরাশ করুণা রইল। আপনারা যা জানলেন প্লিজ লোকসমাজে কাউকে বলতে যাবেন না। একটা আদ্যপান্ত ওয়াটপ্যাডখচিত,যৌনতায় পরিপূর্ণ উপন্যাস, যা পরিবেশন করা হয়েছে বৌদ্ধ তন্ত্র মন্ত্রের খোলসে। কারণ লেখক জানেন এত যৌনতা বাংলা পাঠক খাবে না, গালাগালি দেবে তাই সেটাকে ভালোমতো খোলসবন্দী করতে হবে, সে গল্পের গরু যতই মাথায় চড়ুক। পাঠকসমাজ ঠিক তন্ত্র মন্ত্রের উপন্যাস ওবাবা ভীষণ Yummy বলে খেয়ে নেবে আর হয়েছেও তাই।

পুরো বইতে যতগুলো এই কাল্ট এর চিহ্ন সবই একটা মেয়ে আরেকটা ছেলে, দুটোকে একের ওপর আরেকটা রেখে দাও মৈথুন, ব্যাস। সূর্য চন্দ্র, দুটো ত্রিভুজ, পদ্ম, সিংহ সবকিছুই মৈথুন আর যৌনতা। আর কিছু নেই। এত মুখস্ত বইয়ের মতো রহস্য সমাধান করে যা পাওয়া গেল তার আবিষ্কার করে সারা দুনিয়ায় কারুর কিছু এসে গেল না। বইয়ের প্রথম থেকে দেখানো হল রিয়ার তার জামাইবাবুর প্রতি দুর্বলতা আছে, শেষে গিয়ে লেখক বুঝলেন নাহ ব্যাপারটা বাঙালী পাঠক সমাজ মেনে নেবে না, কেউ কেউ ট্যাড়া চোখে দেখবে, তাই তিনি সেটাকে বদলে দিলেন এই বলে যে রিয়ার আসলে দুর্বলতা ছিল তার জামাইবাবুর বন্ধুর প্রতি। কি অদ্ভূত না? অথচ সারা বইতে আমি রিয়ার প্রতি এতটুকু সিমপ্যাথি দেখাতে পারলাম না শুধু এই ভেবে যে মেয়েটা ঠিক নয়, নিজের জামাইবাবুর প্রতি কে এরকম ফিলিংস রাখে! লেখক যে কাকে জাস্টিফাই করেছেন সারা বই জুড়ে সেটাই মগজে ঢুকলো না আমার, নিজেকে নাকি চরিত্রগুলোকে?!

একটা কাল্ট এর সবকিছুই যৌনতা কি করে হয়? কাল্টগুলোর কোনো গভীরতা নেই যৌনতা ছাড়া? আর এত সহজে কাল্টগুলো অবধি পৌঁছে যাচ্ছে যে কেউ? এমনকি এমনি চরিত্রদেরও কোনো গভীরতা নেই? থ্রিলার হিসেবেও কোনো থ্রিলিং কিছু অনুভূতি হয় না। জোড় করে পড়তে হয়। তথ্য ডাম্পিং (যদিও সেগুলো কতটা সত্যি তথ্য তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে) এমন অবস্থায় পৌঁছায় যে মাঝে মাঝে আপনার মনে হবে আপনি পড়ার বই পড়ছেন আর এই রাজীববাবু লোকটা হচ্ছে আপনার স্কুলের টিচার যে কিছুতেই বেল পড়ে গেলেও ছাড়বে না, পড়িয়েই যাবে। সবচেয়ে অদ্ভূত প্রশ্ন হল, যে কালপ্রিট সে রাজীববাবুর এত কাছাকাছি থাকে, তার জ্ঞানের সাথেও পরিচিত তাও সে রাজীববাবুর কোন ক্ষতি করে না, অদ্ভূত না? রাজীববাবু মনে হয় বাংলার avengers কেউ হবেন! যাক গে, বইতে সামান্য বাক্য গঠনও এতটাই নিম্নমানের যে মাঝে মাঝে মনে হয় এই বই আনন্দ বার করল কি করে? কি করে এরকম বাক্য গঠন করেও বেস্টসেলিং লেখক হয়ে যাওয়া যায়?

বাজে বই নিয়ে একেবারেই লিখতে ইচ্ছে করে না বিশ্বাস করুন, কিন্তু একটা বইয়ের যদি একটাও নেগেটিভ রিভিউ না থাকে তাহলে মেনে নিতে হয় সে বই পারফেক্ট। আর এরকম থার্ড ক্লাস বই পারফেক্ট আখ্যা পেয়ে যাবে এটা ভীষণ গায়ে লেগে। (অন্ধভক্ত��ের স্বাগত জানালাম আমায় গালাগালি দেওয়ার জন্য)।

শেষে বলি, আপনার যদি প্রচুর টাকা, প্রচুর সময়, আর প্রচুর ধৈর্য্য থাকে তাহলে অবশ্যই পড়ে দেখতে পারেন।
Profile Image for Little Blezz.
70 reviews21 followers
August 29, 2017
তাৎক্ষনিক পাঠ-প্রতিক্রিয়া-
পর্যবেক্ষন-
১। বাপ্ রে, এবার বৌদ্ধতন্ত্র আমায় ঘেঁটে দিল।

সিদ্ধান্ত-
২। বজ্রযান/বৌদ্ধতন্ত্র নিয়ে একটু পড়াশোনা করতে হবে।
*
*
*
*
*
*
আনসলভড্ মিস্ট্রি-
৩। ‌শকুনির কাটা পা কে শুধুশুধু ডিগবাজী খাওয়াতে গেল কেন?
Profile Image for Suman Das.
37 reviews5 followers
December 10, 2017
মোটামুটি ভাল থ্রিলার। তবে অনেক জায়গায় খামতি আছে। গল্পের শেষটাও ঠিকঠাক নয়। বৌদ্ধতন্ত্র ও হিন্দুধর্মের অনেক প্রতীক নিয়ে তথ্য দেওয়া থাকলেও সবকিছু জগাখিচুড়ি হয়ে গেছে। বৌদ্ধধর্মের তান্ত্রিক শাখা নিয়ে বেশী পড়াশোনা নেই সেজন্যেও এরকম মনে হতে পারে।
Profile Image for Raihan Ferdous  Bappy.
227 reviews13 followers
June 5, 2024
শেষ করলাম সৌমিত্র বিশ্বাসের লেখা মৌলিক থ্রিলার "হেরুক এবং"।

বইটা পড়ার পেছনে প্রধান কারণ ছিলো বৌদ্ধতন্ত্র সম্পর্কে জানা। বেশ কয়েকদিন থেকেই এই বিষয়ে একটু নাড়াচাড়া করছিলাম। আর সাথে সাথে পেয়ে গেলাম এই বই। ফ্ল্যাপটা বেশ ইন্টারেস্টিং লেগেছিলো আমার কাছে। সাথে গুডরিডসে সবার রিভিউ দেখে পড়া শুরু করেছিলাম।

শুরুটা যেভাবে হয়েছিলো ভাবলাম বইটা বেশ ভালো হবে। কিন্তু কিছু দূরে যেতেই যেনো মুখ থুবড়ে পড়লো। হযবরল টাইপ লাগলো আমার কাছে। কম্ফোর্ট তো অনেক দূরের বিষয়। ঠিকঠাক-ও ছিলো না। বইয়ের সবচাইতে দুর্বল যে দিকগুলো আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে- গল্পের গতি এবং লেখকের দ্বিধাগ্রস্থ ভাব। অতিরিক্ত তথ্য দিতে গিয়ে গল্পের গতি একদম শ্লথ হয়ে গিয়েছিলো। অন্যদিকে, লেখকের দ্বিধাগ্রস্থ ভাব পুরো লেখার উপর ছাপ ফেলেছে বলে মনে হয়েছে আমার কাছে। খুব কষ্ট করে শেষ করা লেগেছে। হ্যাঁ, গা ছমছমে একটা ব্যাপার দেয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন লেখক। তবে এই বিষয়েও আমার মনে হয় না তিনি সফল হয়েছেন। ভয়ের কোনো উপাদানই ছিলো না। নেহাৎ বাচ্চা ছাড়া এই বই পড়ে কেউ ভয় পাবে বলে আমার মনে হয় না।

সবমিলিয়ে, দুই তারার বেশি দেয়া কোনোভাবেই সম্ভব না। অঢেল সময় থাকলে পড়তে পারেন। আমার কাছে এইটা সময় নষ্ট ছাড়া আর কিছুই না।
Profile Image for Anirban.
45 reviews
October 28, 2025
হেরুক একটি রহস্য ও তন্ত্রভিত্তিক গল্প। শুরুটা বেশ আকর্ষণীয় — অদ্ভুত ঘটনায় ভরা কাহিনি পাঠককে কৌতূহলী করে তোলে। লেখকের ভাষা সহজ, পড়তে আরামদায়ক, আর পরিবেশের বর্ণনা বেশ সুন্দরভাবে করা হয়েছে।

তবে মাঝের দিকে গল্পের গতি একটু ধীর হয়ে যায়। কিছু অংশ লম্বা মনে হয়েছে, আর শেষটা যেন একটু তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। চরিত্রগুলোর অনুভূতি বা ভাবনাগুলো আরও গভীরভাবে দেখানো হলে গল্পটি আরও ভালো লাগত।

তবুও, হেরুক আলাদা ধরনের একটি বই। রহস্য, তন্ত্র আর আধ্যাত্মিকতার মিশ্রণ এটিকে অন্যরকম করে তুলেছে। যারা বাংলা রহস্য গল্প বা আধ্যাত্মিক উপন্যাস পছন্দ করেন, তাদের জন্য এটি একবার পড়ে দেখার মতো।
Profile Image for Aritra De.
59 reviews6 followers
February 23, 2023
ভয়ের থেকে রহস্য বেশি ছিল। তবে বেশ ভালোই লেগেছে পড়তে।
70 reviews11 followers
May 25, 2021
From today I will not search for goodreads rating if I want to buy books.

Because, my long standing believe "popular book should have high ratings" - has been crushed after I have read this novel.

Comparatively, this book is fairly small, both in size and page number. The reason is that this novel was first published on the Sharadia Unish - Kuri magazine. And I don't know, maybe it was the publisher's idea or the author's to publish such a quality material in the most condensed manner -- it actually had the content and the material to turn it into a novel of 300-400 pages, then the pacing would find a good balance between information and fiction. Maybe the publishers from India thinks that if a book is more than 200 pages it would not sell well.

As many reviewers have pointed out, this is the main lacking of this novel.

Further, If you are searching for some jump scares or horror thriller, this book is not for you.
If you are looking for a book to pass your time, this is not that kind of book.

Rather, you are a beginner want to take a glimpse of the most esoteric knowledgebase in the world - the Tantric Buddhism in a "soft" manner, want to hold onto something before going too much detail or want to have a Bengali "Dan Brown Style" novel in your hand - believe me, this is the book you want in your reading list.

I was also impressed by the writer's apt writing skill from হরি হরি হরি বাহনোদ্ভব to বজ্রবারাণী. His implicit indication to vulgar or "adult" scenes were also commendable, not like most writers of this time.

All in all, I insist you should read this book if you don't want to miss one of the best novel in this genre and look-down-upon to all those garbage generated by others.
Profile Image for Arnab Pal.
51 reviews9 followers
June 17, 2019
অনেক চেষ্টা করেও 2 এর বেশি উঠতে পারলাম না। জাস্ট পারলাম না।
বর্ণনা খুবই বাজে। প্লট আরো বাজে। সত্যি বলছি, সব তালগোল পাকিয়ে গেলো। জোর করে লেখা একটা গল্প মনে হচ্ছে। এর বেশি কিচ্ছু না। পয়সা দিয়ে কিনে ঘরে রাখবার মত বই একদমই না। তান্ত্রিকবৌদ্ধধর্মের ওপর এতটা বাজে বই হবে আশা করিনি।
Profile Image for Zanika Mahmud.
185 reviews9 followers
July 17, 2021
আশাতীত ভাললাগাটা পাইনি। কিন্তু লেখকের কষ্টকে সাধুবাদ।
Profile Image for Antu Paul.
111 reviews80 followers
February 9, 2025
তন্ত্রনির্ভর হরর থ্রিলার জনরায় বাংলায় হেরুক প্রথম উপন্যাস এবং বেশ হার্ডকোর। হরর এলিমেন্ট বেশ ভালো ছিল তবে তা লৌকিক না অলৌকিক সে বিষয়ে পাঠক হিসেবে এখনও অন্ধকারে। বর্তমানে এই জনরা পশ্চিমবঙ্গের বাজার ছেয়ে ফেলেছে বলে মনে হয়। বাংলাদেশেও প্রভাব ফেলেছে। আমিও বেশ কয়েকটি পড়ে + শুনেছি ইতিমধ্যে। ট্রেজার হান্ট অ্যাডভেঞ্চারের মতো প্লট দারুণ অভিনব হলেও ক্লাইম্যাক্স ও এন্ডিং সব একরকম ঘটে এই জনরায়ও।
গল্পের প্লট যেভাবে শুরু হয় তাতে ‘এটাই প্রথম এটাই সেরা'-টাইপ ধারণাটা তৈরি করতে পারতেন লেখক। কিন্তু বেশ কিছু দূর্বলতা চোখে পড়ে। প্রথমে বলেছি বেশ হার্ডকোর কিন্তু সেটা হরর, অলৌকিকতা বি বীভৎসার দিক থেকে নয়। বৌদ্ধতন্ত্রের ফিলোসফি আর বঙ্গীয় শব্দকোষের অতিরিক্ত কচকচিতে কাহিনীর গতি কমেছে। আমরা ‘মুড়ো হয় বুড়ো গাছ’ এরকম ছন্দ থেকে রহস্য সমাধানটা উপভোগ করতে পারি কারণ পাঠক হিসেবে এতে অংশগ্রহণ করার সুযোগ থাকে। হেরুকের কোনো রহস্যে পাঠকের মাথা খাটানোর সুযোগ নেই। গল্পের দ্বিতীয় পার্টটা যে কেন লিখল তার কোনো ‌কারণ ভেবে পেলাম না। আর শুরুতে একটা সাসপেন্স রেখেছিল সেটা শেষে ক্লিয়ার হয়। এই ফালতু সাসপেন্সটার কোনো মানে হয় না।
Profile Image for Mainak Das.
14 reviews8 followers
August 8, 2024
বেশ কয়েক বছর আগে শুনেছিলাম এই বইটির কথা কিন্তু পড়া হয়নি সেই সময়ে, এর মধ্যে অনেক দিন থেকেই আউট অফ প্রিন্ট ছিল আনন্দ থেকে প্রকাশিত বইটি এর পর বুক ফার্ম থেকে বেরোনো নতুন বইটির মধ্যে সব চেয়ে আকর্ষণীয় লাগে আমার কাছে প্রচ্ছদ , এই প্রচ্ছদটা দেখেই বইটা কিনে ফেলি।
পাঠ অভিজ্ঞতা: শুরু করেই এত গুলো চরিত্র গল্পের মধ্যে ঢুকে পড়ে যে একটু চরিত্র গুলো মাথায় রাখতে সময় লাগে পরের দিকে রিয়া মিত্রা পুষণ রাজীব এদের মধ্যেই বেশির ভাগ সময় ঘোরা ফেরা করে গল্পঃ তাই বিশেষ কোনো অসুবিধা হবেনা, শুরুর দিকে মনে হলো একটা দারুন ভয়ের উপন্যাস ���ড়তে যাচ্ছি , এবং বলতে গেলে তন্ত্র মন্ত্র নিয়ে বৌদ্ধ ধর্ম কে নিয়ে বইয়ের যে ট্রেন্ড চলছে তার শুরুর দিকের বই, কিন্তু কিছুটা পড়বার পর সেই চক্র ত্রিভূজ চতুর্ভুজ হলুদ নীল সবুজ জ্যামিতির যাঁতাকলে বইয়ের গতিটা কোথাও জানো পুরো হারিয়ে গেলো, তবে হ্যাঁ অনেক তথ্য পাওয়া গেলো বটে বৌদ্ধ ধর্মের কিন্তু বাকিটা না পেলাম ভয় না পেলাম রোমহর্ষক অনুভূতি, গল্পটা একেবারে মাঠে মারা গেলো বলে মনে হলো।
এই বই পড়ে যারা ভয় পেয়েছে তাদের প্রতি সমবেদনা রইলো।
Profile Image for Gourab Mukherjee.
164 reviews25 followers
February 26, 2020
প্রচণ্ড তথ্যসমৃদ্ধ গল্পটি। যতই পড়তে থেকেছি ততই গুলিয়ে গেছে যার জন্য বারবার ফেরৎ গিয়ে আবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়েছে। 😃
লেখক প্রত্যেক পদক্ষেপে একটু একটু করে রহস্য রেখে পরের ধাপে গেছেন। যতখুশি চেষ্টা করে নিন ধরতে পারবেন না কি হতে চলেছে। 😅
লেখকের মেদহীন প্রাঞ্জল ভাষা দৃশ্যপট বর্ণনায় একদম সিদ্ধহস্ত। বারবার নিজেকে সেই দৃশ্যে মধ্যে ভেবে ফেলেছি যেন চারপাশে সব মন্দিরগুলো জীবন্ত হয়ে উঠেছি।
১৬০ পাতার ছোট্ট বইটি আপনাকে ভাবাতে বাধ্য। 😍😍

এক দুটো জিনিস একটু মনমত হয়নি।
১) গল্পের শুরুতে ১৪ জন চরিত্র। কার কে হয় রীতিমত খাতায় লিখে পড়া শুরু করেছি। আর মাঝে মাঝে খেই হারিয়ে গেলে নিজের নোটস দেখেছি। 🧐🧐
গল্পের মাঝে সেটা ৩-৪ জনে নেমে আসাতে হাঁফ ছেড়ে বেঁচেছি।
২) রিয়ার কি বলার ছিল ওটা শুরুতেই ধরে ফেলেছিলাম। 🥱🥱
Profile Image for Arabinda Muley.
16 reviews3 followers
January 14, 2020
বাংলায় পড়া প্রথম তন্ত্র বিষয়ক বই। ভালোই, তবে শেষে লেখক কোনো উপসংহারে পৌঁছালেন না, এটুকুই যা খামতি।
Profile Image for Jiya...
59 reviews1 follower
May 30, 2025
কিছুটা predictable, কিন্তু উপভোগ্য!
অনেক বেশি কিছু expect করে পড়া শুরু করেছিলাম বলেই হয়তো কিছুটা নিরাশ:
Profile Image for Supravat Mahata.
Author 1 book8 followers
October 7, 2023
বইটা goodreads এর এক বন্ধুর মন্তব্য দেখে শুরু করা। একবার বসেই পড়ে ফেলার মতোই। আমি হয়তো অতটা সময় দিতে পারিনি নিজস্ব কারণেই। যাই হোক, বইটা বেশ ভালো, তবে কিছু কথা না বললেই নয়।
1.রহস্য, রোমাঞ্চ: অবশ্যই আছে। রহস্য, রোমাঞ্চের পর্বতেই নিয়ে তুলেছে ঠিকই তবে ঠিক চূড়ায় নয়। হ্যাঁ, এখানে কিছুটা সমস্যা হয়েছে। আমার মনে হয়, ৭৫ শতাংশ অব্দিও গল্পটা দারুন ছিল। আমি ভেবেই রেখেছিলাম, বইটাতে যতই 1, 2 বা 3 Star থাক না কেন, আমি 5-ই দিচ্ছি। তবে নাহ। শেষ অব্দি যেতে যেতে ঠিক ঘেঁটে গেল। আর এই 3 Star, বইটার ৭৫ শতাংশের জন্যই।
2.তন্ত্র: এর আগে আমি শুধু তারানাথ তান্ত্রিকই পড়েছি, মিথ্যে বলবো না। তবে হ্যাঁ, তন্ত্রের উল্লেখ আছে। ভালো মাত্রায় আছে। আমার বেশ ভালোও লেগেছে। হ্যাঁ, তন্ত্রের প্রয়োগটা নিয়ে হয়তো আরো কিছুটা দেখানো যেত, যেগুলো হয়নি। সমস্যাটা হলো, কাওকে এমন ক্ষমতাশালী দেখিয়ে, তারপর সেই ক্ষমতার প্রয়োগ বা লড়াই না দেখালে একটা আক্ষেপ থেকে যায়। যেমন, সুপারম্যান, Batman, Dr. Strange- এরা যদি Superpower-ই না দেখায়, তাহলে খেলাটা জমে কি?
3.যৌনতা: অনেকেই দেখলাম মত দিয়েছেন অতিরিক্ত অনাকাঙ্খিত যৌনতা নিয়ে। আমার মোটেই তা মনে হয়নি। আমার এব্যাপারে ইতিহাস জানা নেই এবং পড়ার সময় মনে হয়েছে লেখক যথেষ্ট বইপত্র ঘেঁটে লিখেছেন, তাই আমার এটুকুই বলার- লেখাতে যৌনতা ঠিক ততটাই, যতটা দরকার। আর হ্যাঁ, আমি এটাও দেখলাম, অনেকেই বলেছেন ঐ সব সম্প্রদায়ের যৌনতা বাদ দিয়ে কি কিছুই করার নেই? আমার মনে হয়, অবশ্যই আছে। তবে, ইনি যতটা বই ঘেঁটেছেন, ততটা আপনি ঘেঁটেছেন কি? যেখানে দেবদেবীর মূর্তিই সেগুলোর প্রকাশ, সেখানে, আমি অন্তত মনে করিনা, অতটাও বাড়াবাড়ি কিছু আছে।
4.কিছু কথা লেখকের প্রতি: বিশ্বাস করুন 3 Star আমি দিতে চাইনি। এত সুন্দর গল্পের বাঁধুনি, তাতে আবার তন্ত্র। কিন্তু অনেক কিছু ঠিক মেলাতে পারলাম না। সেই যে একটা কথা আছে না, মধুরেণ সমাপয়েৎ। সেটা ঠিক এলো না। যদি আপনি আবার হেরুক এর আরেকটা সংস্করণ বের করেন, যেটাতে আমি আমার প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবো, তাহলে সেটা পড়ার পর আমি 5 Star-ই দেবো। আপনি সেটার যথার্থ দাবীদার। আর এটা পড়ার পর আমার যাই মনে হয়ে থাক না কেন, আমি আপনার বাকি লেখা গুলো পড়বো অবশ্যই।
5.পরবর্তীতে যাঁরা পড়বেন: আপনারা যাঁরা পড়বেন ভাবছেন, বইটার কিছু অনাবশ্যক খারাপ মতামত না দেখে আগে পড়ে ফেলুন, নাহলে বেশ নতুন একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত থেকে যাবেন। হ্যাঁ, খারাপ হয়তো আপনারও লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে, তবে, এটুকু বলতে পারি, এর পর হয়তো আপনার আরো কিছু গুলো এরকম ধরনের বই পড়তে ইচ্ছে করবে। আমার মনে হয় সেখানেই লেখকের সার্থকতা।
Profile Image for Mrinmoy Bhattacharya.
225 reviews36 followers
May 16, 2021
📜 আমরা জানি, ‘বৌদ্ধ ধর্ম’ মূলত একটি শান্তির ধর্ম । বুদ্ধদেবের পর বৌদ্ধ ধর্মাবলম্বীরা দুটো ভাগ হয়ে যান - মহাযান ও হীনযান । কিন্তু, এই বইটি থেকে জানা যায়... মহাযান ও হীনযান এর বাইরেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের আরও একটি শাখা রয়েছে, ‘বজ্রযান’ । বজ্রযান শাখা তাঁদের মূল ধর্মের থেকে একদম বিপরীত... তাদের তন্ত্র-সাধনায় ব্যবহৃত হয় নানাবিধ চিহ্ন, রং, কপাল পাত্র (মরার খুলি কেটে তৈরি পান পাত্র), নানা প্রাণীর ও মানুষের হাড়, শকুনের পা, কালো বিড়ালছানার মাথা, মদ, মাংস এবং নারী । এই বজ্রযান গোষ্ঠীর একটা শাখা হল ‘হেরুকপা’, যারা বৌদ্ধ দেবতা হেরুক এর উপাসক । এই ‘হেরুকপা’রা বিশ্বাস করে - সাধনায় যে হেরুককে সন্তুষ্ট করতে পারবে, সে-ই হবে স্বয়ং ‘হেরুক’। যদিও সেই পথ সুগম নয়, এর জন্য তাকে পার করতে হবে তন্ত্র-সাধনার চারটি চক্র ।

▪️এই দেবত্ব লাভ এর বাসনায় ঘটে চলে একের পর এক নৃশংশ অপরাধ...

📝 পাঠ-প্রতিক্রিয়া : বর্তমান বাংলা সাহিত্যে যে দুটি জঁনরা পাঠকমহলে সবচেয়ে বেশি সমাদৃত সেগুলি হল থ���রিলার এবং তন্ত্র । আর এই দুটি বিষয়ের দুর্দান্ত মেলবন্ধন দেখতে পাওয়া যায় ‘হেরুক’ উপন্যাসে ।

▪️আজ থেকে প্রায় দশ-এগারো বছর আগে লেখা ‘হেরুক’ বাংলা সাহিত্যের প্রথম তন্ত্র-বিষয়ক থ্রিলার । বৌদ্ধ তন্ত্র, মন্ত্র, রিচুয়ালস্ , গুপ্তসাধনা, সিম্বোলজি, মূর্তি এইসব মিলিয়ে এক টানটান উপন্যাস... এছাড়াও আছে বৌদ্ধতন্ত্রের অনেক দেবদেবীর কথা এবং তাঁদের অভিচারের বর্ণনা ।

▪️এই উপন‍্যাসটির প্লট অভিনব এবং কাহিনীর ঘটনাপ্রবাহ বেশ টানটান । লেখক তন্ত্র নিয়ে প্রচুর রিসার্চ করেছেন তা উপন্যাস পড়লেই বোঝা যায় । এছাড়া বাংলা শব্দভাণ্ডারের ব‍্যপ্তি যে কি বিশাল, তা এই উপন্যাসে বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে ।

▪️প্রচুর তথ‍্যসমৃদ্ধ লেখা অনেক ক্ষেত্রে লেখনীর গতি রুদ্ধ করে, এক্ষেত্রে কিন্তু আমার সেরকম মনে হয়নি । গল্পের ছত্রে ছত্রে লেখক যেভাবে তন্ত্র, কাল্ট, রিচুয়ালস্ এবং সিম্বোলজির মেলবন্ধন ঘটিয়ে রহস্য তৈরি করেছেন... তা এককথায় অতুলনীয় । গল্পের কিছু কিছু জায়গা বেশ কয়েকবার করে পড়তে হয়েছে তথ‍্যগুলি হজম করার জন্য ।

🔻এই উপন্যাসের শেষ অংশটি সমগ্র বইটির একমাত্র দুর্বল দিক । লেখক পুরো উপন্যাস জুড়ে সবকিছু গুছিয়ে নিয়ে এসেও শেষটায় যেন রাশ ধরে রাখতে ব‍্যর্থ হলেন । লেখক উপসংহার অংশটি যেভাবে উপস্থাপন করলেন সেখানে রয়ে গেল বেশ কিছু প্রশ্ন । ফলস্বরূপ, কাহিনী শেষ অবধি নির্দিষ্ট কোনো পরিণতি পায়নি ।

📜 উপন্যাসটি বিষয়গত দিক থেকে বেশ স্বতন্ত্র... রোমাঞ্চকর, তথ্যবহুল এবং সুখপাঠ্য । বাংলায় বৌদ্ধধর্মের তান্ত্রিক ক্রিয়াকলাপ নিয়ে এমন তথ্যসমৃদ্ধ থ্রিলার কমই লেখা হয়েছে । তাই, যারা ‘তন্ত্র’ সংক্রান্ত বই পড়তে ভালোবাসেন তাঁদের জন্য ‘হেরুক’ অবশ‍্যপাঠ‍্য ।
Profile Image for Purba Basak.
103 reviews14 followers
July 30, 2023
এটা প্রথমবার একটা শারদীয়া সংখ্যায় পড়েছিলাম। এইবার পড়তে পড়তে মনে পড়ে গেল। তখনও ভালো লাগেনি। এখনও ভালো লাগলো না। একটা থ্রিলার গল্প, খুন ইত্যাদি হচ্ছে, একদল লোক বাড়িতে ঢুকে উলঙ্গ হয়ে নাচানাচি করছে, ধুনি জালাচ্ছে। কোলকাতা থেকে এক জয়েন্ট ফ্যামিলি গিয়ে উঠেছে তা ও বাড়ির দরজা বন্ধ করছে না কেউ? বাড়ির একটা মেয়ে মিসিং, তার দিদির সম্বন্ধে লেখা হয়েছে, "এই হেকটিক শিডিউল মিত্রার পোষায় না"। এভাবে কেউ লেখে? এটা কি কেউ ভাবে যে ইসস এই শিডিউল আমার পোষাচ্ছে না? প্রত্যেকেটা কমবয়সী মেয়েকে সেক্সুয়াল অ্যাসল্ট করার চেষ্টা করা হয়েছে। এটা কী ধরনের অবদমিত চাহিদার প্রতিফলন?
সবচাইতে জঘন্য লেগেছে রিয়া ও তার জামাইবাবুর মধ্যে একটা আননেসেসারি টেনশন তৈরির চেষ্টা। একটা থ্রিলার গল্পের লেটেস্ট টুইস্ট মেয়েটি তার জামাইবাবুর বন্ধুকে ভালোবাসে, জামাইবাবুকে নয়। এটা থ্রিলার!? জামাইবাবুটাও কিরকম, শালি ওর'ম মেসেজ করছে, ও দেখে সেটা আবার ডিলিট করছে। হ্যাট।

একটা স্টার ইনফো ডাম্প আর রবীন্দ্রসঙ্গীতের ইউনিক ব্যবহারের জন্য।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Mala Mukherjee.
Author 7 books27 followers
October 29, 2020
#হেরুক
#পুস্তকআলোচনা
এবারে একের পর এক তন্ত্র থ্রিলার পড়ছি ৷ এর আগে পড়িনি, এখন ‘ফর আ চেঞ্জ’ পড়ছি ৷ সৌমিত্র বিশ্বাসের হেরুক এমনই একটি থ্রিলার ৷ এটি প্রকাশিত হয়েছিল ঊনিশকুড়ি পুজাবার্ষিকীতে (১৪১৬) ৷
খুব বড় কাহিনী নয়, মাত্র ৫৪ পাতার কাহিনী ৷ কাহিনীর সরসংক্ষেপ কতকটা এইরূপ, কলকাতার কোনো এক বনেদী পরিবারের একটি পৈতৃকবাড়ী আছে কালিম্পংয়ে, তবে সে বাড়ীর একটি ইতিহাস আছে ৷ বাড়ী যিনি করেছিলেন সেই গৌরীশঙ্কর একদা বৌদ্ধদের বজ্রযান গোষ্ঠীর তন্ত্রসাধনায় ঝুঁকেছিলেন ও গুরুর কাছ হতে কোনো গুপ্ত ঐশ্বর্য্য পান ৷ গৌরীশঙ্কর অস্বাভাবিক ভাবে মারা যান, তাঁর মৃত্যুরহস্য অমিমাংসিত থেকে যায় ৷ গৌরীশঙ্করের পরবর্তী প্রজন্ম মৃগাঙ্কবাবু ও তাঁর ভাইয়েরা কালিম্পংয়ের বাড়ীতে স্ত্রী, ছেলে-মেয়ে-জামাই, ভাইপো-ভাইঝি, ভাগ্নি ইত্যাদি নিয়ে এলে ঘটতে থাকে রহস্যময় ঘটনা ৷ বাড়ীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সঞ্জয় ওরফে স্যাঞ্জার (তিব্বতি নাম) ওপর ৷ সঞ্জয় জানান একটি রিলিজিয়ল গ্রুপ (এদের আরাধ্য হলেন দেবতা হেরুক ও তাঁর কনসর্ট ) বাড়ীর প্রাঙ্গনে বিনা অনুমতীতে রিচুয়াল করছে ৷ এরপর বাড়ীর কর্তা ফোন পান, তিনি যেন বাড়ীটা তাদেরই বেচেন, আরও বলে মানুষ পারিবারিক সূ্ত্রে এমন কিছু ইনহেরিট করে যার যোগ্য সে নয়, ‘উই হ্যভ উইজডম ৷’ এই ‘উইজডমের’ মানে খুঁজতে গিয়ে দেখা যায় মৃগাঙ্কবাবুর ভাগ্নি (বোনের মেয়ে) রিয়া নিরুদ্দেশ ৷ রিয়ার মামাতো দিদি মিত্রা ও জামাইবাবু পুষণ, রিয়াকে খুঁজতে বেরোয়, তাদের হাতে সূত্র হলো গৌরীশঙ্করের ডায়রি, যাতে হেঁয়ালি করে অনেককিছু লেখা, কখনও কখনও রবীন্দ্রনাথের গানের কলির বিশেষ অংশ ৷ খুব বুদ্ধি খাটিয়ে রিয়া উদ্ধার হয়, জানা যায় ওই রিলিজয়স গ্রুপ বা সিক্রেট সোসাইটিটি ঠিক কি খুঁজছিল ৷ আর গল্পের দ্বিতীয় পর্বে সিক্রেটটি উদ্ধার হয় ৷
1. গল্পের ভালো দিকগুলি হলো সুন্দর চরিত্রায়ণ, বিভিন্ন চরিত্রের অনেক লেয়ার আছে ৷ থ্রিলারের থ্রিলকে অক্ষুন্ন রেখে রিয়া ও মিত্রার বোনসলুভ স্বাভাবিক সম্পর্ক, কিঙ্করের হিউমার, সঞ্জয়ের রাজনীতি, পুলিশের ভুমিকা, রাজীববাবুর গাইডেন্স সব কিছু ঘটনার পরিবেশকে স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য রাখে ৷ তান্ত্রিক রিউচুয়ালের জন্য অনেক মেয়ে খুন হয়েছে, রিয়া অপহৃত হয়েছে, সবেতেই পুলিশের বিশ্বাসযোগ্য ভূমিকা আছে ৷ পাহাড়ের রাজনীতিও খুব সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে ৷ অর্থাৎ, এই গল্পটিকে এই ভৌগলিক পরিবেশ ছাড়া অন্যত্র মানাই যায় না ৷
2. মন্ত্র-তন্ত্র, হেঁয়ালি কোনোটাই অর্থহীন না ৷ প্রতিটি চিহ্ন অর্থবহ ৷ অনেক নতুন শব্দ ব্যবহার হয়েছে ৷ হারিয়ে যাওয়া কালচার সম্পর্কে অনেককিছু জানলাম ৷
3. ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে, শকুনের পা নিজে থেকে চলছে, নিশির ডাক, তিনটি কালো বিড়ালছানার কাটা মাথায় অপরাজিতা ফুলের মালা জড়ানো, দিয়ার (রিয়ার বোন) ঘরে বিড়ালের উপদ্রব, ডেভিডস্টার, হেরুকপা গোষ্ঠীর রিউচুয়াল এসবের মধ্য দিয়ে ৷ এখানে সে অর্থে ভূত বা আত্মা নেই ৷ অলৌকিক পরিবেশই মূল উপপাদ্য ৷ তবে সব রিউচুয়ালের দরকার ছিল না ৷ আরও একটি বিষয় হলো অসম্ভব বিভৎসতা নেই, (বিড়াল পর্ব ছাড়া ) ৷
এবার কিছু মাইনাস দিকের কথা বলি, প্রথমত, গল্পে প্রচুর চরিত্র, সকলের রোল ঠিকঠাক পরিষ্কার নয় ৷ প্রথম দিকে কে কার কি গুলিয়ে যাচ্ছিল ৷ অনেক চরিত্র আর দেখা গেল না ৷ কিঙ্করের রসিকতাও পরে হারিয়ে গেল ৷ কিছু রসিকতা মোটা দাগের, না দিলেও চলতো ৷
ধাঁধা গুলি সুন্দর, কিন্তু প্রচুর হেঁয়ালির জন্য অনেক সময় গল্পটিকে ফলো করতে অসুবিধে হয় ৷
তৃতিয়ত, শকুনের পা হাঁটানোর কি দরকার ছিল ? মৃগাঙ্কবাবুরা তো এমনিতেই বাড়ী বেচতেন ৷ রিয়াকে নিশির ডাকের মাধ্যমে অপহরণ করা হয় ৷ দিয়াকে কি শুধু বিড়ালের মুণ্ডুদিয়ে ভয় দেখানো হল ?
আরও একটা বিষয় বুঝলাম না, যে কালপ্রিট, বাই ডিফল্ট তার পার্টিকেই মৃগাঙ্কবাবু বাড়ী বেচতে চাইছিলেন, যদিও সে যে রিলিজয়স গ্রুপের নেতা সেটা না জেনেই ৷ তো সে এত অপহরণ, ঝামেলা না পাকিয়ে বকলমায় কিনতে পারত (সম্পত্তি আত্মসাৎ করতে পারত না, কারণ সেটা হেরুকুপা সম্প্রদায় করে না ) ৷ মৃগাঙ্কবাবু তাকে যতটা বিশ্বাস করত তাতে বেনামীতে বাড়ী সে কিনতেই পারত ৷
রিয়া-দিয়া ও মিত্রা থাকতে রিয়াই কেন টার্গেট হলো, রিয়া তো ওই বংশের দৌহিত্রী, সেক্ষেত্রে মিত্রাকেই সাধনসঙ্গিনী করার জন্য অপহরণ করা উচিত ছিল, অবশ্য সে চেষ্টা হয়েওছিল ৷ তবে প্রথম টার্গেট মিত্রাই হতে পারত ৷ রিয়াকে খুঁজতে না গেলে মিত্রা আসত না ওই মন্দিরে ৷
ওই অপরাধী সিম্পল ক্লোরোফর্ম দিয়েও যে কোনো মেয়েকে অপহরণ করতে পারত, কারণ সে পরিবারের বিশ্বাসভাজন ৷
বাড়ীর কোনো মেয়ে অপহরণ হলে রাজীববাবু ও পুলিশের সাথে মেয়ে জামাইকে না পাঠিয়ে বাবা-কাকারাও যেতে পারতেন ৷
গল্পের দ্বিতীয় পর্বটিও প্রথমটির সাথে থাকলেই বেশ হতো ৷ দ্বিতীয় পর্বের লাইনে লাইনে হেঁয়ালি, অভিধান দেখে জোর করে সূত্র মেলানোর চেষ্টা, হেরুকের মূর্তি, হরি হরি হরি বাহনোদ্ভবের মূর্তি যে বাড়ীতে ছিল সেখানেই কোথাও মঞ্জুষাদেবীরও মূর্তি থাকতে পারতো ৷ গল্পটিতে এত রকম মূর্তি যে হেরুকের মূর্তির ইমপর্টেন্সটা হারিয়ে গেছে, যদি না সম্প্রদায়টির নাম হেরুকুপা হত, তাহলে নামটিরও দরকার হত না ৷ রিয়া উদ্ধার ও বজ্রধরের পরিচয় প্রকাশেই কাহিনী শেষ হতে পারত ৷
কাহিনীটি মোটের ওপর উপভোগ্য, অলংকরণও সুন্দর ৷ তন্ত্র থ্রিলারের ভক্ত হলে একবার পড়াই যায় ৷ তবে পুরো গল্পটি ফলো করতে পারা মুশকিল, জটিলতার অন্ত নেই, শেষের দিকে মনে হয়েছে অভিধান পড়ছি ৷ গৌরীশঙ্কর বোধহয় অভিধান দেখে হেঁয়ালি বানিয়েছিলেন ৷ একটা দুটো ছড়াই যথেষ্ট ছিল ৷
Profile Image for monsieur_eeshan das.
100 reviews2 followers
March 6, 2023
মূলতঃ uddiyan ও বজ্রযান সম্প্রদায় ভুক্ত নানান দেব দেবীর ওপর ভিত্তি করে , এক অ্যাডভেঞ্চার থ্রিলার উপন্যাস এই "হেরুক্"
গল্পের শুরু থেকে শেষ অবধি টান টান উত্তেজনাসৃষ্টিকারী সমস্ত ঘটনা থাকলেও এটা কে ভয় এর গল্প না বলাই ভালো। তন্তের নানান অভিচার ক্রিয়া থাকলেও টা মূলত অনেক ক্ষেত্রেই মূল গল্পের আড়ালেই রয়েছে। গল্পে বর্ণিত স্থান এর সুস্পষ্ট বিবরণ সত্যি প্রশংসার দাবি রাখে।।বাংলা শব্দ কোষ এর ব্যবহার ও যথেষ্ট ভালো। একটি মেয়ের সম্ভ্রম যে কতটা গুরুত্তপূর্ণ এই গল্পে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। তার সাথে উঠে এসেছে পাহাড় পর্বত ও তাকে জড়িয়ে থাকা নানান মঠের তান্ত্রিক পন্থার কলাপ,সাধারণ মানুষ যতই চেষ্টা করুক নির্বাণ লাভের চেষ্টায় কত যে অপরাধ এই পৃথিবীর বুকে হয়ে তার এক সুচিত্র দলিল এই কাহিনী।
বৌ্ধধর্ম এর তান্ত্রিক রূপ এর এত সুন্দর বিবরণ পরে সত্যি অবাক হতে হয়, লেখকের সেই সন্মন্ধিও পড়াশোনা কে কুর্নিশ।।
Profile Image for Farhan Nayem.
170 reviews2 followers
July 25, 2024
লেখক সৌমিত্র বিশ্বাসের কোন লেখা আমার এর আগে পড়া হয়নি। তবে শুনেছি বৌদ্ধতন্ত্র ও সিম্বলজিম নিয়ে নাকি এর আগে এমন তথ্যবহুল বই আর লেখা হয়নি,তাই বইটা পড়ার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই। সত্যি বলতে,সিম্বলিজম নিয়ে বাংলাভাষায় "হেরুক" এর মতো বই যে বিরল তা নির্দ্বিধায় বলা যায়। পুরো বইতে বৌদ্ধতন্ত্রের বিভিন্ন দেবতা,মূর্তি,সিম্বল ও চক্র নিয়ে ডিটেইলে আলোচনা করা হয়েছে। তন্ত্রমন্ত্র,প্রাচীন দেবী ও মন্দির নিয়ে লেখা বই আমার এমনিতেই পড়তে ভালো লাগে। এই বইতে সবগুলো এলিমেন্টই রয়েছে। তাছাড়া প্লটের ব্যাপারে যদি বলি,প্লটটাও বেশ ইন্টারেস্টিং। বাড়ি বিক্রি, গৌরীকান্ত রায়ের ডায়েরি উদ্ধার,সেই ডায়েরিতে লুকিয়ে রাখা বিভিন্ন সূত্র এবং সেই সূত্রের সন্ধানে বিভিন্ন চক্র অনুসন্ধান করে বেড়ানোর অভিযান বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে,"হেরুক" পড়ার আগে যে প্রত্যাশা রেখেছিলাম তা পূরণ হয়েছে।
5 reviews1 follower
September 3, 2020
বইটি এক কথায় তথ্য সমৃদ্ধ। মূল কাহিনী রোমাঞ্চকর না হলেও, বৌদ্ধ তন্ত্র এবং sybolism বা প্রতীকতা সম্পর্কে উল্লেখিত তথ্য পাঠক মনে কৌতূহল এবং বিস্ময় সঞ্চার করে, যা বইটি শেষ করবার তাগিদের উপজীব্য হয়ে ওঠে।

কিছু কিছু জায়গায় ঘটনাপ্রবাহকে যেন জোর করে প্রলম্বিত করা হয়েছে শুধুমাত্র তন্ত্র সম্পর্কিত তথ্য পরিবেশনের উদ্দেশ্যে। কাহিনীর একদম শেষের মোচড়টিও জোর করে নিয়ে আসা হয়েছে।

এ কথা অনস্বীকার্য যে লেখক যথেষ্ট পরিশ্রম করে এই কাহিনী রচনা করেছেন এবং বাংলা সাহিত্যে এ ধরণের লেখা অভিনব।

এই লেখা, পাঠক মনে লেখকের কাছ থেকে প্রত্যাশা বাড়িয়ে দেয়।
Profile Image for Woody.
15 reviews
November 24, 2024
নাম, বিষয়বস্তু আর প্রচ্ছদ এই তিনটি জিনিসই বইটার প্রতি কৌতূহল তৈরি করেছিল। প্রথম কয়েক পাতা পড়ে আগ্রহ আর বাড়ে। আরও কিছুটা পড়ে মনে হলো সমস্ত আগ্রহ উত্তেজনায় কে জানে এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়েছে।
গল্পের শুরুতে লেখক চরিত্র গুলোর সাথেও পাঠকদের কোনো পরিচয় করাননা, যে কারণে কে যে কে কোথা থেকে এলো এই বুঝতেই রীতিমতো বেগ পেতে হয়। বইটা শেষ করার পর মনে হবে পুরো গল্প জুড়ে লেখক শুধুই info dump করেছেন। কারো কোনো character development দেখা যায় না। মনে হয় শুধুমাত্র পাঠককে Infromation দেওয়া ছাড়া আর কোন কাজ নেই তাদের। গল্পের প্লট, চরিত্র সমস্ত কিছুই গৌণ, তথ্যই প্রধান।
2.5/5
Profile Image for Dishari Sinha.
315 reviews6 followers
March 8, 2023
বৌদ্ধধর্ম, তার নানা ভাগ, তাতে তন্ত্র সাধনার বিভিন্ন দিক নিয়ে লেখা এই বইটা। বেশ ভালো রহস্য এগিয়েছে। অনেক গভীরে গিয়ে চিহ্ন ও তার তাৎপর্য আলোচনা আছে। থ্রিলার হিসেবে বেশ ভালো। যৌনতা এবং তার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেছেন লেখক। আর আছে শব্দ, বর্ণ এবং তাদের হারিয়ে যাওয়া মানে নিয়ে আলোচনা। অভিধান পড়ার মধ্যেও যে একটা ভালো লাগা থাকে, সেটা লেখক সুন্দর ফুটিয়ে তুলেছেন। তবে, অতিপ্রাকৃত ঘটনা গুলো আদৌ মানুষের দ্বারা তৈরি কিনা, সেই ইঙ্গিত গল্পের শেষেও বোঝা যায় না।
Displaying 1 - 30 of 67 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.