What do you think?
Rate this book


Paperback
First published January 1, 1953
"আমি আশা করি নিকোলাই ভিরতা খুব আহত হবেন না, তিনি লিখেছেন যুদ্ধের সময় তিনি ভোলগা নদীর দক্ষিণ উপকূলে এক মাস সময় কাটিয়েছেন। যে কথাটি ব্যাখ্যা করবার প্রয়োজন মনে করি, তা হলো, ভিরতা যখন সেখানে গিয়েছেন, ততদিনে জার্মান বাহিনীকে আমরা ঘিরে ফেলেছি। ভোলগা নদীর তীর ধরে দিব্যি হাঁটাহাঁটি সেরে রাস্তা থেকে পছন্দসই এটা ওটা কুড়িয়ে যুদ্ধের স্মৃতি ধরে রাখার কাজে নিজেকে ব্যস্ত রাখতে তাঁর কোন অসুবিধে হয় নি"।
