২০১৩ সালে কেদার বিপর্যয়ের প্রত্যক্ষদর্শী ছিলেন লেখক। 'কেদার থেকে বেঁচে' ফেরার পর দ্বিতীয় জীবনে লেখক এর লক্ষ্য ছিল হিমালয় ও শিবের এক নিরন্তর অনুসন্ধান। লেখক এর উপলব্ধিতে শিব মানে ধ্যানমগ্ন হিমালয়। হিমালয় আজও ভারতীয় আধ্যাত্মাবাদের পিঠস্থান। এক অনন্ত বিশ্বাসের প্রতীক। আর এক অদ্ভুত রহস্যের হাতছানি। হিমালয় এক অনন্ত রহস্য যার খোঁজও অনন্ত- অসীম। জ্ঞানগঞ্জ, মহাবতার বাবাজি, ইয়েতি, পাগলা মধু, বৌদ্ধদের রহস্যময় মন্ত্র 'ওম মানিপদ্মে হুম', শেরপাদের গ্রাম খুমজুং, রূপ কুন্ডের রহস্যময় 'কঙ্কাল হ্রদ', রহস্য ঘেরা আলেকজান্ডারের বংশধরদের গ্রাম মানালা থেকে মহাভারতের সেই 'স্বর্গের সিঁড়ি' - হিমালয় এক দশক ধরে এই সবেরই খোঁজ করেছেন লেখক। দীর্ঘ এক যুগেরও বেশি গবেষণার ফসল 'রহস্য ঘেরা হিমালয়'।
৩.৫/৫ প্রাচীন ভারতবর্ষকে অনুধাবন এর জন্য উত্তরাখন্ড, হিমালয় বা কাশীর রয়েছে এখনো অনেক অনেক অঞ্চল। শাংগ্রিলার খোঁজে বা নানা পুরনো কিংবদন্তির খোঁজে লেখক ঘুরেছেন সেসব জায়গা। খুঁজেছেন প্রাচীন গুহা, পাহাড়ের গায়ে মাখা রহস্য ভেদের চেষ্টা করেছেন। ভালোই লাগে পড়তে।
হিমালয় পর্বতমালা ও তার সন্নিহিত অঞ্চলের বিভিন্ন রহস্যময় স্থান ও বিষয় নিয়ে লেখা বই 'রহস্যে ঘেরা হিমালয়'। ভৌগোলিক অথবা আধ্যাত্মিক, ইতিহাস কিংবা আ্যডভেঞ্চার ও পর্যটন এই সব বিষয়ে হিমালয়ের গুরুত্ব অসীম। হিমালয় আজও প্রচুর মানুষের কাছে কৌতুহলের বিষয়। এই বইতে লেখক মোট ২৫ টি অধ্যায়ের মাধ্যমে হিমালয় বিভিন্ন অঞ্চলের মিথ,ধর্মবিশ্বাস,জনশ্রুতি, ইতিহাস ও রহস্যের অনুসন্ধান করবার প্রয়াস করেছেন।
বইতে পঞ্চকেদার, মানস সরোবর,কৈলাস পর্বত , অমরনাথ, সাংগ্ৰিলা ,বৌদ্ধ ধর্মের মন্ত্র 'ওম মনিপদ্মে হুম' ইত্যাদি ধর্ম সম্বন্ধীয় আলোচনা যেমন করা হয়েছে তেমনি মাউন্ট এভারেস্টের অভিযানের কাহিনি,ভারত ও আমেরিকার যৌথ উদ্যোগে গুপ্ত মিশন নন্দা দেবী ইত্যাদি ইতিহাস ও আ্যডভেঞ্চার বিষয়ক ঘটনার কথাও বলেছেন। হিমালয় অঞ্চলে অবস্থিত এমন কিছু গ্ৰাম বা লোকালয় সম্পর্কে আলোচনা করেছেন যেখানে আজও বছরের পর বছর ধরে চলে আসছে বিশেষ কিছু প্রথা। দ্রৌপদী প্রথা ও পাথর ছোড়া উৎসব এর মধ্যে অন্যতম। এছাড়া কঙ্কাল হ্রদ, বিতর্কিত ও রহস্যময় প্রানী ইয়েতির ইতিহাস, আলেকজান্ডারের বংশধরদের গ্ৰাম মালানা, ভারতের শেষ গ্ৰাম মানা ,বদ্রীনাথ ,যমরাজ ও চিত্রগুপ্তের মন্দির ,পাতাল ভুবনেশ্বর সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন। সবথেকে ভালো লেগেছে 'মহাভারতের সেই স্বর্গের সিঁড়ি-র খোঁজে ' অধ্যায়। এই অধ্যায়ে পান্ডবদের মহাপ্রস্থানের পথ -উত্তরাখণ্ডের সতপন্থ যাওয়ার যে অভিজ্ঞতা লেখক অনুভব করেছেন ও চলার পথে হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের যে অপরূপ ও রোমাঞ্চকর বর্ননা করেছেন সেইসব পড়তে অপূর্ব লেগেছে। ইয়েতি , মাউন্ট এভারেস্ট, মিশন নন্দা দেবী ,অঘোরী সাধুদের গল্প এই অধ্যায় গুলিও আমার পড়তে ভালো লেগেছে।
প্রতিটি অধ্যায়ের আলোচনাগুলি মনোগ্ৰাহী ও সুখপাঠ্য। পড়তে ভালোই লাগে যেহেতু সহজ ভাষায় লেখা। আসলে অনেক সময়ে দেখেছি যে গবেষণাধর্মী লেখালেখি কিছুটা একঘেয়ে হয়ে যায় এইক্ষেত্রে লেখক সেটা হতে দেননি। বইএর শেষে রেফারেন্স ও এই সম্পর্কে আরও বিস্তারিত পাঠের জন্য প্রচুর বই এর নাম লিখে দেওয়া আছে আগ্ৰহী পাঠকদের জন্য। এইভাবেই বইতে হিমালয়ের নানা অজানা ও রহস্যময় দিকগুলি পাঠকের সঙ্গে পরিচয় করিয়েছেন লেখক তাঁর নিজের অভিজ্ঞতা ও অনুধাবনের মাধ্যমে। বই এর কভার ও প্রোডাকশন কোয়ালিটি বেশ ভালো। ফন্ট সাইজ পড়বার জন্য সুবিধাজনক তবে বেশিরভাগ ছবি বড্ড ছোট মনে হয়েছে । ছবির সাইজ একটু বড় ও কিছু রঙিন ছবি থাকলে আরও সুন্দর লাগতো বইটি। যারা হিমালয়ের রহস্যময় দিকগুলি সম্পর্কে যারা পড়তে চান তারা এই বইটি পড়তে পারেন।
• রহস্যে ঘেরা হিমালয় • অনিরুদ্ধ সরকার • ৩৫০ টাকা • শব্দ প্রকাশন শব্দ প্রকাশন