বাংলার গৌণধর্ম প্রসঙ্গে ক্ষেত্রসমীক্ষাভিত্তিক গবেষণাধর্মী দুটি বই 'সাহেবধনী সম্প্রদায় তাদের গান' এবং 'বলাহাড়ি সম্প্রদায় আর তাদের গান' প্রকাশ পায় যথাক্রমে ১৯৮৫ ও ১৯৮৬ সালে। লেখক গবেষক সুধীর চক্রবর্তী। মূলস্রোতের বাইরে থাকা বাংলার অসংখ্য গৌণধর্মের দর্শন, যাপন, জীবনচর্যা ও সংস্কৃতি নিয়ে সুধীর চক্রবর্তীর গবেষণা বহুধাবিস্তৃত। স্বাভাবিকভাবেই ইতিহাসতাত্ত্বিক ও সমাজবিজ্ঞানীদের কাছে এই বইদুটিও অত্যন্ত সমাদর পায়। পরবর্তীতে এই দুটি বই একত্রে 'বাংলার গৌণধর্ম' নামে প্রকাশিত হয়।