প্রতিদিনের টুকরোতেই ধরা থাকে গল্পের গুছি। একটু টান দিলেই বেরিয়ে আসে ঘটনার ঘাতপ্রতিঘাত, মনের চৌরাস্তা, অলিগলির বাঁকবদল আর ভাগ্যের নিগূঢ় চক্রান্তের রেশ। সেসব বুনলেই কখনো পরিপাটি ঘরোয়া লাল রিবনে বাঁধা বেড়াবিনুনি, আবার কখনো ফ্যান্সী খোঁপা।
প্রত্যেক জীবনেরই একটি চিলেকোঠা আছে, আছে একান্ত গোপনতম ঘর, আছে আয়না, নিজের সঙ্গে মুখোমুখি বসবার, আলাপের। সেই ঘরের মাঝে যা বন্দি, সে বাইরে পা বাড়ালেই রং নেয়, রূপ নেয়, তৈরি হয় গল্প। একটি গল্প থেকে খুলে যায় আর- একটি গল্পের সুতো, কথক আপন খেয়ালে বলে যান, একটু একটু করে সবার অজান্তেই গড়ে ওঠে নকশিকাঁথা। এই সংকলনের গল্পও তেমনভাবেই গড়ে ওঠেছে। আনন্দ-বিষাদ, প্রেম-অপ্রেম গাঁথা ফুটে ওঠেছে সাদা কাগজে।
সুতোর অন্যদিকে থাকলেন পাঠক আপনি, আলাপের আয়না'র গল্পকথা শুনতে শুনতে যদি শুরু হয় ভিতরপানে আপনার যাত্রা, তাহলেই এই গল্পগ্রন্থ সার্থক হয়ে ওঠবে।