' নাইয়রি ' মৌরি মরিয়মের লেখা অন্যান্য গল্পের তুলনায় একটু ভিন্ন। ভিন্ন বলার কারণ ওনার অন্যান্য গল্পের তুলনায় এটা বেশ সিম্পল , আকারেও অন্যান্য গল্পের চেয়ে ছোট। তবে ওনার গল্পের মধ্যে সবসময় যা দেখি, সেই টিপিক্যাল বিষয় এখানেও আছে। শহরের ছেলের সাথে গ্রামের দস্যি মেয়ের প্রেম, দুই পরিবারের মধ্যে কলহ, আর প্রথম দেখাতেই কোনো কারণ ছাড়াই নায়িকার পেমে নায়কের হাবুডুবু খাওয়া তো আছেই। কিছু কিছু অংশ লো গ্রেডের রোমিও জুলিয়েটের মতো লাগছিল। তবে হ্যাঁ, শেষ অংশে একটু খরাপ লেগেছে। পুরো গল্পটা যাচ্ছেতাই হলেও শেষে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে (আবার আমি অতিরিক্ত দয়ালু তো!) তাই রেটিংটা একটু বেশিই দিরেছি। তবে সত্যি বলতে এসব বই ফেসবুকেই ভালো মানায় । এরকম একটা গল্প বই হিসেবে কিনে টাকা খরচের মধ্যে কোনো সার্থকতা আমি দেখিনা। আপনি যদি ঘোর মৌরি মরিয়ম ফ্যান হয়ে থাকেন তাহলে সেটা অন্য বিষয়। কিন্তু আপনি যদি একটা ভালো গল্প খুঁজে থাকেন , এই বই এড়িয়ে যান। এসব দিয়ে সর্বোচ্চ সময় নষ্ট করা যায়। ওনার উচিত গল্পে আরেকটু গভীরতা আনার চেষ্টা করা, এইসব টিপিক্যাল বিষয় বাদ দেওয়া, আর বাক্যগঠনে একটু দৃষ্টি দেওয়া। ওনার লেখা অতিরিক্ত সাদামাটা।