ছোট্ট ছিমছাম মফস্বল শহরে হঠাৎ শুরু হল গোলাপি ড্রাগনের আনাগোনা! ওগুলো কি আসলেই ড্রাগন? নাকি এর পেছনে আছে বিশাল কোন ষড়যন্ত্র? চাচ্চু কে নিয়ে রহস্য সমাধানে বের হল মাশু..
কৌশিক জামান একজন অপদার্থ। ইংরেজিতে যাকে বলে- গুড ফর নাথিং। জীবনের প্রতিটা পদক্ষেপে পরাজিত হতে হতে হাল ছেড়ে দেয়া একজন ব্যক্তি। কিছু মানুষ আছে না এক ভুল বার বার করে? তিনিও ঐ কিসিমের।
তাই নিজেকে বন্দী করে রেখেছেন একশ স্কয়ার ফিটের একটা রুমে। রুম ভর্তি শুধু বই আর বই। বই পড়তে পড়তে তার মনে হয়েছে কিছু একটা লিখে ফেলা দরকার। এবং অখাদ্য ছাইপাঁশ কিছু আবর্জনা লিখেছেন যেগুলো প্রকাশক একরকম চাপে পড়ে ছাপিয়ে এখন আফসোস করছেন।
কিউট একটা বই। এই বইটার একটা জিনিস ভাল্লাগসে, ছোটদের জন্য লেখা অন্যান্য বইয়ে যেমন কাহিনি বা ঘটনার কোন আগামাথা থাকে না একটু রংচং দিয়ে একগাদা দাম নিয়ে বলে এইটাই বাচ্চাদের বই-এই ব্যাপারটা অনুপস্থিত ছিল। কালারফুল অবশ্যই, মিনিংফুল একটা স্টোরি আছে। পড়ে যেমন ভালো লাগসে তেমনি ছোট কোন বাচ্চাকে গিফট দিলে পিচ্চিও পড়ে মজা পাবে।
ডিয়ার কৌশিক জামান, আপনি আপনার ভাতিজি মাশুর বয়সী আরও হাজার হাজার মাশুর জন্য ঠিক এভাবেই লিখতে থাকুন। শুভকামনা।
So cute! Loved the illustrations, unique Enid Blyton style story for modern children with a sci fi twist. Possibly suited to 6/7+ year olds! Would love to see a series like this.