Jump to ratings and reviews
Rate this book

সেইসব শেয়ালেরা

Rate this book
রাঙাই তাকে প্রথম পড়িয়েছিল কবিতাটি। জীবনানন্দ দাশের সেইসব শেয়ালেরা তেমন বুঝতে পারেনি, শুধু আবছা একটা ধারণা রাঙার সঙ্গে বসেই করে নিয়েছিল সে। তখন কি জানত, এই কবিতাই একদিন অর্থ পাল্টে-পাল্টে অদ্ভুত এক একাত্মতায় স্পষ্ট হয়ে উঠবে তার কাছে? অনেকগুলো চেনা মুখকে মিশিয়ে দেবে কবিতার ছায়ামূর্তিগুলোর সঙ্গে? একে-একে শনাক্ত করবে সে বাবা আর মাকে, বড়মাসি আর মেসোকে, ঠাকুমা আর যাজ্ঞবল্ক্যকে, এমনকি নিজেকে এবং রাঙাকেও?সে জানত না। এও জানত না যে, একজন মানুষের অভিশাপ কত মৃত্যু আর দুর্ঘটনাকে সত্যি করে তুলতে পারে একটি বিশেষ পরিবারে। সেই পরিবার আর তাকে নিয়েই জয় গোস্বামীর এই উপন্যাস। একদিকে তিনি ভেঙে দিয়েছেন উপন্যাসের যাবতীয় প্রচলিত ছক, অন্যদিকে শুনিয়েছেন নিয়তি ও কাকতালীয় ঘটনাপ্রবাহের দোটানায় বিপর্যস্ত এক দুঃখী পরিবারের কাহিনী। সে-কাহিনীতে যতটা গদ্য, ততখানিই কবিত্ব। যতটা চমক, ততটাই মুন্সীয়ানা।

148 pages, Hardcover

3 people are currently reading
27 people want to read

About the author

Joy Goswami

124 books70 followers
ভারতীয় কবি জয় গোস্বামী (ইংরেজি: Joy Goswami নভেম্বর ১০, ১৯৫৪) বাংলা ভাষার আধুনিক কবি এবং উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হিসাবে পরিগণিত।

জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে, তখন থেকেই স্থায়ী নিবাস সেখানে। পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন।

জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (26%)
4 stars
9 (47%)
3 stars
5 (26%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Prokash Maitra.
3 reviews12 followers
June 29, 2021
সেইসব শেয়ালেরা
~ জয় গোস্বামী

একদিন দুপুরবেলা এক কুকুরে কামড়ানো লোক এলো রজত সেনের বাড়ি। সে এসে রুটি চাইল। কিন্তু বাড়ির সবার খাওয়া তো শেষ। কোনো খাবারই অবশিষ্ট নেই। অগত্যা লোকটি ক্রোধান্বিত হয়ে চলে যায়। চলে যাবার সময় রজত সেনকে বংশ নির্বংশ হবার শাপ দিয়ে গেল। তারপর খুব অল্প সময়ের ব্যবধানে একে একে অনেক প্রিয়জনের মৃত্যু দেখে রজত সেন ট্রমায় পড়ে যান। এক অজানা মৃত্যু আশংকায় সবসময় তার মন উদ্বিগ্ন থাকত। এই আশংকার মধ্যেই তার ছেলে বড় হয়। তারপর একের পর এক ঘটনাস্রোত ছেলের জীবনকেও দোলা দিতে দিতে উপন্যাস এগুতে থাকে। লেখার কাঠামোর ভেতরে অন্য অনেক বিষয়ের পাশাপাশি ম্যারিটাল রেপের মত বিষয়কেও ফিউশন করিয়েছেন জয় গোস্বামী। সবচেয়ে মজার ব্যাপার হল উনার ন্যারেটিভ স্টাইল। উপন্যাসের গতানুগতিক ছক তো ভেঙেছেনই, তাঁর লেখায় শব্দচয়নে যে পোয়েটিক ডিকশন তা একই সাথে সুস্বাদু ও চিন্তা উদ্রেককারী। কোনো পরিবেশের যখন বর্ণনা দিচ্ছেন, তখন ছোট ছোট বাক্যের ভেতর দিয়ে নিখুঁত ডিটেইলইং প্রয়োগ করেছেন। এরমধ্যে দিয়ে তিনি পাঠককে কল্পনার অনেক দূর জগত অনায়াসে ঘুরিয়ে আনতে পারেন। উপন্যাসের শুরুটাও বেশ চমকপ্রদ। একটু লেখার লোভ সামলাতে পারছিনা।
"সে আসে। না সে আসেনা।"

এভাবেই শুরু হয়েছে উপন্যাসটি। একটু খেয়াল করলে দেখা যায়, উপরের এই দুটো বাক্যই প্যালিন্ড্রোম বাক্য। প্যালিন্ড্রোম হল তা-ই যা উলটো দিক থেকে লিখলেও একই থাকে। "সে আসে" বাক্যটিকে ডান দিক থেকে পড়ুন। একই থাকবে। কোনো পরিবর্তন হবেনা। আবার, "না সে আসেনা" বাক্যটির ক্ষেত্রেও ঠিক তাই। ডান দিক থেকে পড়লেও অর্থের পরিবর্তন হয়না।
বইয়ের নামকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে জীবনানন্দ দাশের (Jibanananda Das) কবিতার লাইন-
"যেই সব শেয়ালেরা জন্ম জন্ম শিকারের তরে
নীরবে বিশ্রুত আলো নিভে গেলে পাহাড়ের বনের ভিতরে
নীরবে প্রবেশ করে — বার হয় — চেয়ে দেখে বরফের রাশি
জোছনায় পড়ে আছে — উঠিতে পারিত যদি সহসা প্রকাশি
সেই সব হৃদযন্ত্র মানবের মতো আত্মায়:
তা হলে তাদের মনে যেই এক বিদীর্ণ বিস্ময়
জন্ম নিত — সহসা তোমাকে দেখে জীবনের পারে
আমারও নিরভিসন্ধি কেঁপে ওঠে স্নায়ুর আঁধারে।"

কবিতাটি কিভাবে উপন্যাসের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে, তা পুরো বই পাঠের মধ্যে দিয়েই টের পাওয়া যাবে।
1 review
October 22, 2020
পড়তেই পেলাম না রিভিউ কীভাবে দিই?
This entire review has been hidden because of spoilers.
1 review
Want to read
December 1, 2020
এত ধাপ পার হয়ে এসে বই পাচ্ছিনা। রিভিউ দিলে "নেগেটিভ"।।।।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.