তারাপদ রায়ের রম্য খুববেশি হাস্যরসাত্মক হয়না। তবে দিব্যি মজা করে পড়া যায়।
''হচ্ছে হবে" বইটি শুধু রম্য-রসিকতা নয়, দু'চারটে প্রবন্ধও আছে। সৈয়দ মুজতবা আলী আর শিবরাম চকত্তিকে নিয়ে ছোট লেখাগুলো ভালো লেগেছে।
মনকে খানিকটা ফ্রেশ করতে চাইলে বইটা পড়া যেতে পারে। সিরিয়াস পাঠকের "লঘু চিত্তের" এই বই না পড়াই/ধরাই উত্তম।
ছোট ছোট অনেক কৌতুক আছে। একটা বলেই দিই-
" জন্মান্তরে অবিশ্বাসী একজন জিজ্ঞেস করলো জন্মান্তরে বিশ্বাসী এক বন্ধুকে যে, তাহলে তুমি বলতে চাও আমি আসছে বার শুয়োর হয়েও জন্মাতে পারি?
জন্মান্তরে বিশ্বাসী বন্ধু শুনে বললো, না তা পারো না। দুবার একরূপ কেউ পরিগ্রহণ করে না। "