পৃথিবীতে কেন এলাম? কাকে ভালোবাসব? ধর্মপালনের বাহ্যিক প্রকাশের দরকার কি? মানুষ অসৎ পথে কেন যায়? বিদেশ না বাবা-মা?
জীবন পথের বাঁকে বাঁকে নানা ঘটনা ঘটে। ধর্মগ্রন্থে পড়া নীতিকথাগুলো কি সেখানেই থেকে যাবে না জীবনে প্রতিফলিত হবে? কতটুকু হবে? যতটুকুর প্রতিফলনে আমাদের বিলাসী জীবনযাত্রার কোনো সমস্যা না হয়? নাকি আত্মত্যাগ করতে হবে? যে আদর্শে বিশ্বাস সেই আদর্শেই বসবাস—এমন দৃষ্টিভঙ্গি থেকে লেখা কতগুলো জীবন কথনের সংকলন এ বই। না প্রবন্ধ, না ছোট গল্প। বৈঠকি আমেজে লেখা। প্রচলিত অনেক প্রথার যৌক্তিক বিরোধীতা আছে। ইসলামের অনেক ধোঁয়াটে বিষয় নিয়ে সংক্ষেপে বলা দু’কথা আছে। তত্ত্ব কথায় থমকে না থেকে জীবনে কীভাবে মঙ্গলময় ইসলামের সূচনা করা যায় সে পথটি খোঁজার প্রয়াস আছে।
শরীফ আবু হায়াত অপু. Sharif Abu Hayat Opu's place of birth is Jessore, Hometown Dinajpur. He grew up in Dhaka.
He graduated from St. Joseph High School and College. Did his B.Sc. in Genetic Engineering & Biotechnology from University of Dhaka. Did research works on Stress Genetics and Stress Physiology from Purdue University, Fort Wayne Campus for his M.Sc.
He is currently enrolled in Islamic Online University (IOU). ICD (Institute of Community Development) and OIEP (Open Islamic Education Program) provided conventional learning in Islam. Currently working to establish Shorobor, a socio-economical development organization.
ইসলাম কেবল নিছক একটি ধর্ম নয়, এটি একটি পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনের প্রতিটি মূহুর্ত কিভাবে কাটাবো,তা ইসলাম বলে দেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম সঠিক পথ দেখায়।কিন্তু আমরা প্রায়সই ইসলামের দেখানো পথগুলো কেবল তত্ত্বজ্ঞানে আবদ্ধ করে রাখি। জীবনে এর প্রয়োগ ঘটাই না। এই বিভ্রান্তির যুগে কিভাবে দৈনন্দিন জীবনে ইসলামের নিয়ম-নীতিগুলোকে আমাদের জীবনে প্রতিফলিত ঘটাবো তা, এই বইয়ের ছোট-ছোট প্রবন্ধগুলো উপলব্ধি করতে সাহায্য করবে। ইংশা আল্লাহ
পড়তে গিয়ে মনে হচ্ছে জীবনে চলতে গিয়ে যে যে অসঙ্গতি চোখে পড়েছে কিন্তু তার মূলে যেতে পারছিলাম না নিজের অজ্ঞতার জন্যে তা যেন ধীরে ধীরে আমার সামনে উন্মুক্ত হচ্ছে। লেখকের বর্ণনা ভঙ্গি অনেক সহজ, সুন্দর আর সাবলীল। অল্প কথায় একটি বিষয় নিয়ে লিখেছেন। এমন বইগুলোতে কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্গ বিদ্রূপের আধিক্য থাকে, কিন্তু এ বইটি এমন না, বিনীতভাবেই লেখক তার মনের ভাবটা লিপিবদ্ধ করেছেন। অন্যের থেকে নিজ দুর্বলতা গুলোই প্রকাশ করেছেন। মন্ত্রমুগ্ধের মত পড়লাম।
বইটার প্রতিটা অধ্যায় খুব প্রয়োজনীয় এবং বার বার পড়ার মত। সৎ সাহস নিয়ে কঠিন কিছু সত্য লিখেছেন অপ্রিয় বাস্তবতার দিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে। আমরা অনেকেই হয়ত ভাবি, কিন্তু কলম ধরে প্রতিবাদ জানাই কজন। মাশা আল্লাহ্, লেখক পেরেছেন। শুধু মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করেই পেরেছেন। আল্লাহ্ আমাদেরও এমন সৎ সাহস দিন তঁার ছায়ায় ফিরে জীবনকে চেনার। লেখককে অসংখ্য সাধুবাদ। তার চেষ্টার কারণে আল্লাহ তাকে আরো রহমত দান করুন। আমিন।
পুরোপুরি সেকুল্যার একুটি শিক্ষাব্যবস্থা যার মূলে রয়েছে নাস্তিকতা, যেটার বেশিরভাগ জিনিসই ইসলামি আকিদার পরিপন্থি এরকম শিক্ষার শেষে যখন মানুষ যখন প্রথম ইসলামের দিকে , সত্যের দিকে ফিরে আসতে চায় তার জন্য প্রথম হাতেখড়ি হল এই বই। জীবনের প্রাচুর্য মানুষকে ভুলিয়ে রাখে পথের শেষে আছে মৃত্যুদূত, শয়তানের ধোঁকায়, নিজের বিবেকের ধোকায় পড়ে সে আল্লাহকে ভুলে যায়, ভুলে যায় তার উদ্দেশ্য।এই বইটাকে বলা যায় ইসলামে ফিরে আসার প্রথম হাতিয়ার। পাঠককে বলব বইটি তুলে নিন, এক নিঃশ্বাসে পড়ে যান শেষ পর্যন্ত । তারপর নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ আপনাকে পৃথিবীতে যে উদ্দেশ্যে পাঠালেন তার কতটুকু আপনি পূর্ন করেছেন? আজ বাদে কালকে আপনাকে আমরা যে সারে তিন হাত মাটির নিচে রেখে আসবো সেখানে থাকার জন্য কি আপনি প্রস্তুত? ইসলাম মানে আপনার সব ইচ্ছা আল্লাহর কাছে আত্নসমর্পন করার কথা, তার কতটুকু আপনি করেছেন? প্রত্যেক বাংলা ভাষাভাষি মুসলিম দের এই বইটি অবশ্যপাঠ্য।
Alhamdulillah. A great book. Easily touches the heart and the most beautiful part is it encourages the thought to make ourselves better. A book to read over and over again
পড়তে গিয়ে মনে হচ্ছে জীবনে চলতে গিয়ে যে যে অসঙ্গতি চোখে পড়েছে কিন্তু তার মূলে যেতে পারছিলাম না নিজের অজ্ঞতার জন্যে তা যেন ধীরে ধীরে আমার সামনে উন্মুক্ত হচ্ছে। লেখকের বর্ণনা ভঙ্গি অনেক সহজ, সুন্দর আর সাবলীল। অল্প কথায় একটি বিষয় নিয়ে লিখেছেন। এমন বইগুলোতে কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্গ বিদ্রূপের আধিক্য থাকে, কিন্তু এ বইটি এমন না, বিনীতভাবেই লেখক তার মনের ভাবটা লিপিবদ্ধ করেছেন। অন্যের থেকে নিজ দুর্বলতা গুলোই প্রকাশ করেছেন। মন্ত্রমুগ্ধের মত পড়লাম।
একটি মনস্তাত্ত্বিক বই। কে যেন বলেছেন, বই পড়া অন্যের জুতাই দাঁড়িয়ে দুনিয়া দেখার মত। বইটি পড়ে একটা প্যারালাল পৃথিবীর মুখ দেখছিলাম। যেখানে গড়পড়তা মানুষের লুকায়িত প্রশ্নের উত্তর পাওয়া যায়। এমন আরেকটি মনস্তাত্ত্বিক বই চিন্তাপরাধ।