রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
তিন গোয়েন্দা'র এই গল্পের নামটা বেশ অদ্ভুত। বনের রাজা সিংহ নাকি ভিতু। চিত্রপরিচালক ক্রিস্টোফারের বন্ধু কলিন্সের র্যাঞ্চের পোষা সিংহ ইদানীং বেশ অদ্ভুত আচরণ করছে। এমনিতে সে কলিনসের সব কথা শোনে, কিন্তু ইদানীং সে হঠাৎ খাচা ছেড়ে বের হয়ে যাচ্ছে, আক্রমনাত্মক হয়ে যাচ্ছে। এ সমস্যার সমাধানের জন্যই ডাক পড়ে তিন গোয়েন্দার। তবে ক্রমশই সমস্যা মোড় নেয় অন্যদিকে।
তিন গোয়েন্দার প্রথমদিককার বইগুলোর মধ্যে এটাকে আমি একটু নিচের দিকে রাখব, মোটামুটি গড়পড়তা মানের-ই মনে হলো।
আমার কেনা প্রথম ভলিউমে পড়া। এখনও আছে। এবার দিয়ে তৃতীয়বার পড়লাম। সেই যুগে যখন কোনো বই পড়া বাকি থাকত না, বইয়ের অভাবে আগে পড়া বই আবারও পড়তাম। গড়পড়তা লেগেছিল, এবারও।