রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
তিন গোয়েন্দার বইগুলোর মাঝে যে গুটিকয়েক দুর্বল বই আছে তার মধ্যে 'মহাবিপদ' একটি। জিনা ও তার পরিবারের সাথে ওয়েস্ট ইন্ডিজের মারটিনিক দ্বীপে বেড়াতে যায় তিন গোয়েন্দা। সেখানে মি. পারকার আরেক বিজ্ঞানী ড. ফেবারের বাড়িতে ওঠেন। ফেবার সাপের বিষ দিয়ে মূল্যবান ঔষধ তৈরির ফর্মুলা আবিষ্কার করেন। কিন্তু একদল দুষ্কৃতিকারী বারবার সেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তিন গোয়েন্দা থাকতে সেটা কি সম্ভব? বইটাতে রহস্য বা অ্যাডভেঞ্চার কোনোটাই খুব একটা টেকসই নয়। কাহিনীর পরতে পরতে উত্তেজনা কাজ করেনি। তিন গোয়েন্দা অতি সহজে শত্রুদের পরাস্ত করে। ক্লাইম্যাক্স খুবই দুর্বল।