কথাসাহিত্যিক মশিউল আলম প্রায়শই তাঁর উপন্যাস শুরু করেন সরল ভাষায়, সহজবোধ্য বিষয় দিয়ে। ক্রমশ তিনি অগ্রসর হতে থাকেন মানবমনের গভীরে। একইসাথে রাষ্ট্রীয় ও সামাজিক ধারণাগুলো ধীরে ধীরে প্রাণ পেতে শুরু করে উপন্যাসের পাতায়। প্রতিটি উপন্যাস একটি অপরটি থেকে আলাদা হয়ে যায় এর বিষয়বস্তু আর বাকভঙ্গির কারণে উপন্যাস ত্রয়ীর এই আয়োজনে রয়েছে মশিউল আলমের তিনটি উল্লেখযোগ্য উপন্যাস- বাবা যেভাবে নাই হয়ে গেলাম ও জুবোচূদ্ধি বুলভার। প্রখ্যাত লেখক, দার্শনিক, শিক্ষাবিদ সরদার ফজলুল করিমের জীবনালেখ্য উঠে এসেছে রাব্বা উপন্যাসের পাতায়। যেভাবে নাই হয়ে গেলাম নামক সামাজিক ফ্যান্টাসি উপন্যাসে জনৈক লেখক-সাংবাদিকের জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য একটি ঘটনার বিবরণ মূর্ত হয়ে উঠেছে। সোভিয়েত ইউনিয়নের মস্কো শহরের একটি সড়ক জুবোফস্কি বুলতার। প্রগতি প্রকাশনের বর্ণাঢ্য কার্যক্রম চলত এই সড়কের একটি কার্যালয়ে। সেই প্রকাশনা প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়ার বেদনার্ত কাহিনি বর্ণিত হয়েছে কুবোফ্যক্তি বুলার উপন্যাসে। জীবনযাপনের গ্লানি ও আনন্দ এভাবেই ধরা দিয়েছে এই তিনটি আখ্যানে।
Mashiul Alam was born in northern Bangladesh in 1966. He graduated in journalism from the Peoples’ Friendship University of Russia in Moscow in 1993. He works at Prothom Alo, the leading Bengali daily in Bangladesh. He is the author of a dozen books including Second Night with Tanushree (a novel), Ghora Masud (a novella), Mangsher Karbar (The Meat Market, short stories), and Pakistan (short stories).