2.75
ফ্যান্টাসি জনরায় স্যান্ডারসনের অবদান তাঁর উপন্যাসগুলোর থেকেও বেশি তাঁর ম্যাজিক সিস্টেমের উপর দেওয়া লেকচারগুলো। ইউটিউবে আছে। যারা ফ্যান্টাসি লিখতে পছন্দ করেন, সে তথাকথিত ঘরানারই হোক কি একটু অন্যধরনের হোক, তাঁরা একবার ভিডিওগুলো দেখে নিতে পারেন। স্যান্ডারসনের কথাগুলোর সাথে অমত হতেই পারেন, কিন্তু কিছুটা যে লাভ হবে, তা হলফ করে বলতে পারি।
এটার কথা লিখছি, তার কারণ স্যান্ডারসনের মতে, ফ্যান্টাসি উপন্যাসে ম্যাজিকের ব্যবহার থাকলে সেটা সাধারণত দুই ধরণের সিস্টেমের মধ্যে পরে। হার্ড ম্যাজিক সিস্টেম আর সফট ম্যাজিক সিস্টেম। হার্ড সিস্টেমে জাদুর নিজস্ব নিয়মাবলি থাকে, সেই নিয়মাবলি আমাদের জগতের বৈজ্ঞানিক নিয়মাবলির মত। হার্ড ম্যাজিক সিস্টেমের গল্পে এই নিয়মাবলির অন্যথা হয়ে থাকে না। উদাহরণ হিসাবে স্যান্ডারসনের Cosmere সিরিজ, অথবা Avatar The Last Airbender, অথবা Fullmetal Alchemist। অন্যদিকে সফট ম্যাজিক সিস্টেম অনেক বেশি নমনীয়। এই সিস্টেমে নিয়মাবলীর সামান্য আভাস থাকে, কিন্তু সেই নিয়মাবলীকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। উদাহরণ হিসাবে Earthsea, Lord of the Rings, অথবা ASoIaF। এই দুটো ম্যাজিক সিস্টেমের মাঝামাঝি অংশে পরে Harry Potter এর মত ম্যাজিক সিস্টেম, যার কোনও নাম এখনও নেই (অন্তত আমি জানি না)।
সে নমনীয় হোক কি অনমনীয়, যদি ম্যাজিকের ব্যবহার উপন্যাস বা গল্পের কেন্দ্রে থাকে, তাহলে যেটা করা উচিৎ, সেটাকে সামান্যতম রূপ দেওয়া (চক্ষুদানের মত), কিছুটা ব্যাখ্যা করা। Earthsea এর ম্যাজিক সিস্টেম সফট হলেও, তার পেছনে একটা কেন্দ্রীয় যুক্তি রয়েছে। নাম। পৃথিবীর যে কোনও জড় পদার্থ আর প্রাণীর নিজস্ব নাম রয়েছে। সেই নামের ভিত্তিতে প্লট এগোয়। প্রথম উপন্যাস, A Wizard of Earthsea তে এই নামের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে নিজেকে আবিস্কার করার মাধ্যম।
"অক্টারীন জগৎ: সবুজ" এর ম্যাজিকের ব্যবহার অনেকটাই ছন্নছাড়া, সেটাকে সফট ম্যাজিক সিস্টেমই বলবো। কিন্তু সেই বাধনহীন ম্যাজিকের প্রয়োগ উপন্যাস জুড়ে থাকলেও, মূল গল্পের সাথে তা বড্ড সম্পর্কহীন। এর ফলস্বরূপ যা হয়েছে তা হল, একই ধরণের সিকুয়েন্সের পুনরাবৃত্তি হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত।
সিকুয়েন্সের ধরণটা কতকটা এইরকম
১. অলৌকিক শক্তির আবির্ভাব (শাঁকচুন্নি, ডিমন, অথবা অবর্ণনীয়/অজ্ঞেয় কিছু)
২. সেটির মোকাবিলা করার জন্যে অ্যানিমা (গল্পের নায়িকা) একধরণের ম্যাজিকাল বস্তু/অস্ত্র ব্যবহার করবে।
৩. সেই বস্তু/অস্ত্রের পটভূমি নিয়ে এক পাতা গল্প থাকবে, যার সাথে মূল প্লটের সত্যিই সম্পর্ক নেই; তবে কয়েকটা গল্প বেশ কৌতুহল জাগায়।
৪. আগের সেই বস্তু/অস্ত্র অসফল হলে, গ্রাইন্ড এন্ড রিপিট।
এক দুইবার এইরকম হওয়ার পর ব্যাপারটা বড্ড একঘেয়ে হয়ে যায়। তার উপর উপন্যাসের প্লট তেমন অসাধারণ কিছু না। যার ফলে, আমার মতে, এই বইটি এর নিজেরই পূর্বভাগের মত তেমন দাঁড়াতে পারে নি। "অক্টারিন" আর যাই হোক, রোমাঞ্চকর ছিল। প্রতিটা পাতা ওল্টানোর আগে মনে হত, এর পর ঠিক কি হবে আমি সত্যি জানি না। এখানে যেন সেই দমবন্ধ করা ব্যাপারটা নেই। একটা ম্যাকগাফিন (এখানে আর্কনকে হত্যা করতে পারে এমন একটা ছুরি) নিয়ে চুরি-চুরি খেলা এতভাবে এতরকম জায়গায় পড়েছি, দেখেছি আর খেলেছি, যে "অক্টারিন জগৎ: সবুজ" এর দুর্বল চরিত্রাঙ্কন, ম্যাজিকের ছন্নছাড়া ব্যবহার ব্যাপারটাকে আরও ঘেটে দিয়েছে।
তানজীম রহমানের আসল সমস্যাটা হয়েছে অন্যখানে। এই উপন্যাসের লেখনী পড়েই বুঝতে পারছি, এই উপন্যাসটা লিখেছেন দুইটি মানুষ: "আর্কন" এবং "অক্টারিন"-এর জন্মদাতা- জনপ্রিয় রোমাঞ্চ-হরর লেখক তানজীম রহমান এবং "বিরূপকথা" আর "মহাশূন্যতায়" এর স্বপ্নালু সাহিত্যিক তানজীম রহমান। যার ফলে দ্বিমুখী ধারার দুটো লেখনী কেমন যুদ্ধ করে গেছে পাতার পর পাতায়। বেশির ভাগ ক্ষেত্রেই "বিরূপকথা" আর "মহাশূন্যতায়"-এর স্বপ্নালু ভাব এসে গিয়েছে, বিশেষ করে অতীতের ঘটনাবলী লেখার সময়। অ্যানিমা কিভাবে নানান আর্টিফ্যাক্ট পেয়েছে, সেগুলো বিবৃত হয়েছে ছোট ছোট গল্পের মত। গল্পগুলো আমার ভাল লেগেছে, এমনকি মাঝে মাঝে মনে হয়েছে এই ধারায় তারানাথের মত একটা গল্প সংকলন বানালে ব্যাপারটা দারুণ জমে যেত। কিন্তু উপন্যাসে এই গল্পগুলোর উপস্থিতি মূল ঘটনার গতিকে কমিয়ে দিয়েছে। এখানে হয়তো সেই রহস্য রোমাঞ্চের লেখক তানজীম রহমানকে আরেকটু বেশি দরকার ছিল। প্লটের লাগামটা আরেকটু শক্ত করে ধরতে হত।
গল্পের সব চরিত্রই ফ্ল্যাট মনে হয়েছে, যেন কোনও আনিমে সিরিজের একেকটা আর্কেটাইপ এসে উপস্থিত হয়েছে। রুমি, শোভন আর পূর্ণা, কাউকেই আমার মনঃপুত মনে হয় নি। ভাসা ভাসা তাদের অবস্থান (এমনকি তাদের সংলাপও), উপন্যাসের শেষেও তাদের "জ্যান্ত" মনে হয় নি। বোধহয় মুমিনকে বড্ড মিস করেছি, তাই জন্যে। গল্পের অ্যান্টাগনিস্ট, সাহেবাকে অল্প ইন্টারেস্টিং লাগলেও তেমন ভয়ঙ্কর মনে হয় নি। ভয়েরও বড্ড অভাব এই বইয়ে।
উপন্যাস শেষ হয়েছে ক্লিফহ্যাঙ্গারে, ঠিক যেভাবে আজকালকার সিরিজগুলো শেষ হয়। সেটা নিয়ে আক্ষেপ হত না, যদি একটা পূর্ণাঙ্গ প্লট থাকতো উপন্যাস জুড়ে।