Jump to ratings and reviews
Rate this book

আপনি কি এলিয়েন দেখতে চান?

Rate this book
আশেপাশে ঘটে যাচ্ছে অদ্ভুত সব ঘটনা। অদ্ভুত? ভয়ংকর? চমৎকার! ঘটছে আপনার, আমার এবং আমাদের ঘিরে। হয়তো রাতের আধারে পথের মধ্যে উপস্থিত হয়েছে ল্যাম্পপোস্টের ভুত, অদ্ভূতুরে বাড়ির ভেতর অমানষিক লড়াই। কিংবা দ্বিধান্বিত করুণ কাকুতি, কে আমি?

128 pages, Hardcover

Published February 16, 2024

1 person is currently reading
31 people want to read

About the author

Wasif Noor

5 books3 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (8%)
4 stars
15 (41%)
3 stars
13 (36%)
2 stars
3 (8%)
1 star
2 (5%)
Displaying 1 - 16 of 16 reviews
Profile Image for Harun Ahmed.
1,668 reviews437 followers
February 26, 2024
"কে আমি" আর "নামছাড়া বই" গল্প দুটো বেশি ভালো লেগেছে। ছোট পরিসরের ভৌতিক গল্পগুলোয় উপযুক্ত আবহ সৃষ্টি হতে না হতেই গল্প শেষ হয়ে যাওয়ায়(এবং "নতুন" মনে না হওয়ায়) পড়ে তেমন আনন্দ পাইনি। করোনাকালীন দুঃসহ পরিস্থিতি ও মানসিক অস্থিরতা লেখক বেশ ভালোভাবে ধরে রেখেছেন তার লেখায়।
Profile Image for Aishu Rehman.
1,107 reviews1,084 followers
April 27, 2024
প্রত্যেকটা গল্প পড়ে মনে হবে একদম কাঁচা হাতের লেখা। হুট করে শেষ যাওয়াটাও আমার কাছে বিরক্তিকর লাগে। হতে পারে এজন্যও গল্পগুলো আমার বিশেষ পছন্দ হয় নি। তবে লেখকের নিজের হাতে আঁকা সংযুক্ত ছবিগুলো আমার ভালো লেগেছে। মনে হচ্ছিল লেখক হয়তো ছবিগুলোকেই গল্পে রুপান্তর করেছেন। গল্পটাকে ছবিতে রুপ দেন নি।
Profile Image for সালমান হক.
Author 67 books1,976 followers
February 18, 2024
'আপনি কি এলিয়েন দেখতে চান' ওয়াসিফ নূরের প্রথম গল্প সংকলন। সংক্ষেপে বললো হরর/অতিপ্রাকৃত/উইয়ার্ড ফিকশন ধাঁচের সবগুলো গল্প। একটা জিনিস ভালো লেগেছে, যেটা হয়তো অনেকেরই ভালো লাগবে না, লেখকের গল্প বলার টোন৷ একদম ক্যাজুয়াল। যেন পাড়ার মোড়ের চায়ের দোকানে দাঁড়িয়ে কোন ঘটনার বর্ণনা দিয়ে যাচ্ছে কেউ। নাম গল্পটা দারুণ৷ তবে আমার বিশেষ পছন্দ হয়েছে গর্ত এবং একা গল্প দু'টো৷ আশা করছি ওয়াসিফ নূর আরো বৃহৎ পরিসরে কিছু লেখায় মনোযোগ দিবেন। গল্পগুলোর সাথে তার নিজের করা ইলাস্ট্রেশনগুলোও ছিল দারুণ।
Profile Image for Ishraque Aornob.
Author 29 books404 followers
March 4, 2024
ওয়াসিফ নূরের প্রথম মৌলিক গল্প সংকলন ‘আপনি কি এলিয়েন দেখতে চান?’
ওয়াসিফ নূর পেশায় আর্টিস্ট। উনার আর্টের ধরন একটু ভিন্ন ধাঁচের। গল্পের বিবরণেও তার আর্টের ছাপ উঠে এসেছে, সেইসাথে তার আকানো ছবি তো আছেই। প্রত্যেকটা গল্পই উইয়ার্ড ফিকশন জনরার। একই জনরার হওয়া সত্ত্বেও গল্পগুলোর মধ্যে মিল নেই। ফলে একঘেয়ে লাগেনি। কনসেপ্টগুলোও ভিন্নধর্মী। আমার সবথেকে ভালো লেগেছে “আমি কে?” আর আপনি কি এলিয়েন দেখতে চান? গল্প দুটো।
গতানুগতিক হরর বাদে ভিন্নধর্মী কিছু পড়তে চাইলে বইটা পড়তে পারেন।
Profile Image for Arnab Kabir.
38 reviews1 follower
February 22, 2024
বইমেলায় কেনা দ্বিতীয় বই পড়ে শেষ করলাম। ওয়াসিফ নূরের প্রথম গল্পগ্রন্থ 'আপনি কি এলিয়েন দেখতে চান?' বইটিকে নির্দিষ্ট কোন জনরায় ফেলতে পারছি না। কখনও অতিপ্রাকৃত, কখনও উইয়ার্ড ফিকশন জনরায় একাকার হয়ে গেছে। লেখক মূলত ছবি আঁকেন। তার আকা ছবিগুলো বেশ ভিন্ন। আকৃষ্ট করে। চোখে লেগে থাকর। ছবির মতো বইয়ের গল্পগুলোও গাঢ় চিন্তার খোঁড়াক।

বইয়ে গল্পগুলো ছোট ছোট। ক্যাজুয়াল টোনে বলা গল্পের খুব ভেতরে যাওয়ার চেষ্টাও লেখক করেননি। হয়তো এই ব্যাপারটা অনেকে পছন্দ নাও করতে পারে। কিন্তু প্রত্যেক গল্পের প্লট খুবই ইন্টারেস্টিং। বিশেষ করে গর্ত, চারটি লোক আর একা গল্প খুবই ভালো লেগেছে। লেখকের কল্পনা জগত আসলেই প্রচন্ড চিন্তার উদ্রেক ঘটায়। তার কল্পনার জগতে ঢুকতে বাধ্য করে। সেই সাথে এই কল্পনাকে আরও শক্তিশালী করে লেখকের নিজের আকা ছবিগুলো।

আশা করি তিনি পরবর্তী গল্পগুলো আরও বিস্তারিত লিখবেন অথবা উপন্যাসে হাত দেবেন। কারণ এই বইয়ের ছোট ছোট গল্প দিয়ে তিনি নিজের যে কল্পনা শক্তির উদাহরণ দিয়েছেন, এই কল্পনাশক্তি ডালপালা মেলে বড় পরিসরে আসা উচিত।

পারসোনাল রেটিং: ৩.৫/৫
Profile Image for Shihabul Bashar  Robi.
52 reviews2 followers
February 15, 2024
লোকমুখে একটা কথা প্রায়ই শোনা যায় যে, পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বস্তু হলো মানুষের কল্পনা। সেই কল্পনার জগতে সম্ভাবনার কোনো বাঁধ থাকে না, মানুষের জন্য কোনো সীমা-পরিসীমা অবশিষ্ট থাকে না। সবকিছুই সম্ভব সেখানে। আর ফিকশন লেখকদের বিচরণ সেখানেই। তারা সেখানে নিজের কল্পনাশক্তির ক্ষমতা প্রয়োগ করেন আর তৈরি করেন নিজেদের মতো করে একেকটা আলাদা জগত।

ওয়াসিফ নূরের এই গল্পসংকলনে আমরা তাঁর কল্পনার জগতে তাঁর সঙ্গে ভ্রমণ করতে পারি। যেখানে কখনো গর্ত থেকে উদয় হওয়া একটা বিল্ডিংয়ে অদ্ভূত humanoid দের বসবাস বা কখনো এলিয়েনদের আনাগোনা, আবার কখনো দেখা যায় ল্যাম্পপোস্টের বেশে ভূত, বা এমন কোনো সিনেমা যেটা আসলে আর কেউই দেখতে পায়নি।

প্রতিটা গল্পেই হরর বা সাইফাই বা উইয়ার্ড ফিকশন এলিমেন্ট বিদ্যমান। বেশ সাধারণ, casual ভাবে বলা গল্পগুলো, যেনো কেউ আসলেই ঘটে যাওয়া কোনো ঘটনা বলে যাচ্ছে এরকম একটা vibe দেয়। আর ওয়াসিফ ভাইয়ের নিজেরই করা অলংকরণ যুক্ত থাকায় গল্পগুলো পড়ায় আলাদা একটা অভিজ্ঞতা পাওয়া যায়, তাঁর গল্পগুলোর জগতকে আরও গভীরভাবে অবলোকন করতে সাহায্য করে।


Beta Pdf Reader হিসেবে আপাতত এটুকুই বলতে পারছি। আনুষঙ্গিক বিষয়াদি হার্ডকপি পাওয়ার পর বলবো।
Profile Image for Sarah Haque.
427 reviews104 followers
February 28, 2024
মনুষ্য প্রজাতি নিয়েই পারি না, আবার এলিয়েন কোন দুঃখে দেখতে যাবো শুনি? 👀

ছোটগল্প পড়ার অভ্যাস নেই আমার, তাই আশা খুব একটা ছিল না। অল্প একটু পড়ে কৌতুহল হওয়ায় বই কিনে এনে পড়ে ফেললাম।

পরিচিত গল্পের অপরিচিত রূপ বলা চলে এগুলিকে। চলতে ফিরতে চারপাশের ছোটখাটো ঘটনা কীভাবে যে হুট করে চোখে লেগে যায়, তেমনই অনেকগুলি অদ্ভুত ঘটনা নিয়েই বইটা। গর্ত, ছবি আর নামছাড়া বই এই তিনটা আমার কাছে বেশি ভালো লেগেছে - আমার একটা অভিযোগ হচ্ছে, গল্পের সমাপ্তি কীভাবে জানি রেশ রেখেই হুট করে শেষ হয়ে যায়। ওই ধরনের সমাপ্তিগুলি আমার খুব একটা ভালো লাগে না।
Profile Image for Aisle of Misfit Books.
54 reviews4 followers
March 24, 2024
A collection of simple yet profound, horror yet spiritual short stories that will surely curb your need for a quick, whimsical escape. Surely a delightful and impressive debut!
Profile Image for Sayed.
1 review
July 13, 2025
খুবই রিসেন্টলি বই পড়া শুরু করেছি এবং বাংলা বই তো জীবনে পড়িইনাই ওই একাডেমিক বই বাদে। তাই বলতে গেলে এটাই আমার প্রথম বাংলা বই। যদিও বাংলা বইয়ের প্রতি আমার এক্সপেক্টেশন খুবই কম ছিল কিন্তু এটা পড়ে বলতেই হবে আমার কিছুটা হলেও বাংলা বইয়ের প্রতি আগ্রহ জেগেছে এবং মনে হচ্ছে আমার আরও বাংলা বই চেক করে দেখা দরকার। :3
যাই হোক বইয়ের ব্যাপারে আসি
"নামছাড়া বই" প্রবাবলি আমার সবথেকে ভালো লেগেছে ১৫ টা গল্পের মধ্যে, বিশেষ করে যেভাবে ৫ম পার্টটি শেষ হয়েছিল বই দিয়ে । তাছাড়া কিছু কিছু গল্পের মধ্যে আগের কিছু গল্পের ছোট ছোট কেমিওগুলোও বেশ ভালো লাগছিল।
"নামছাড়া বই" ছাড়াও "কে আমি" , "একা" এবং "বাগা��ের অতিথি"ও বেশ ভালো লেগেছে।
গল্প বাদে, প্রায় প্রতিটি গল্পে যেসব ইনক্লুডেড আর্টওয়ার্ক ছিল সেগুলো পুরো অভিজ্ঞতাটাকে আরও কয়েক গুণ বেটার করে দিয়েছে।
As an artist myself I always appreciate good artworks. :3
Even though I personally think it's a 4-star read I'm going to rate it 5 stars just because I feel like the artwork deserves a star too.
Profile Image for Farhana Lüba.
224 reviews16 followers
July 24, 2024
৫ দিনের এই ইন্টারনেট শাটডাউনে যে তিনটা বই পড়া হয়েছে, তার মধ্যে এটি একটি। সত্যি বলতে কি, এমন ক্রিপি হরর জনরার বই, তাও আবার বাংলায়, আমি খুব বেশি পড়ি নি। আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে প্রতিটি গল্পের প্লটই। আর শেষ হবার পরও যেমন রেশ থেকে যায়, আমার রাতে ঘুমাতে বেশ বেগ পেতে হয়েছে বইটা পড়ার পর, হাহা।
একটাই ডাউনসাইড উল্লেখ করবো, সেটা হলো বানান। আমার মনে হয়, বইয়ের প্রথম মুদ্রণ ছিলো দেখে হয়তো প্রিন্টিং মিসটেক রয়ে গেছে কিছু। পরবর্তী মুদ্রণগুলোতে সেগুলো ঠিক হলে হয়তো তেমন একটা দৃষ্টিকটু লাগবে না।
তবে লেখকের এই অনন্য লেখার ধরণকে আমি সাধুবাদ জানাই, এবং চাইবো তিনি আরো বেশ কিছু গল্প লিখে ফেলে আমাদের উপহার দিক!
Profile Image for Aiman .
73 reviews
January 18, 2025
১৬ টি গল্প নিয়ে বই। গল্পের বই তেমন পড়া হয়না। কারণ কাহিনি আলাদা, সব ভিন্ন হয় একটা থেকে আরেকটা। মজা পাওয়ার আগেই কাহিনি শেষ। উপন্যা তো অনেকক্ষণ ধরে রাখে বইয়ে তাই পড়তেও ভালো লাগে, সেক্ষেত্রে গল্প আলাদা। তবে গল্প সুন্দর হলে উপন্যাস থেকেও বেশি রেশ রেখে যেতে পারে।

এইসব বললাম ভেবে ভাববেন না বইটা রোমান্টিক, নাম পড়েও বুঝা উচিত। কোনো রোমান্টিক গল্পের বইয়ের নাম অবশ্যই 'আপনি কি এলিয়েন দেখতে চান' হবে না। এটা নামের মতো এলিয়েন নিয়েই, আমার কাছে তো এমনটাই লেগেছে। তবে বইয়ের নাম একটা গল্পের নামের অনুযায়ী দেওয়া হয়েছে।

১৬টা গল্পের মধ্যে আমার ভালো লেগেছে বেশি একটা। বাকি গুলো মোটামুটি ভালো টাইপের। যেটা ভালো লেগেছে তার নাম 'কে আমি' 'চারটি লোক' ও ভালো ছিল।

একটা গল্প একটু ভালো লাগেনি সেটা হচ্ছে 'নাম ছাড়া বই' বইয়ের মধ্যে বই পড়তে কার ভালো লাগবে? সেটাই সেই বইয়ের গল্প। তবে গল্পের শেষ টা ভালো ছিল।

পুরো বই পড়ে খারাপ লাগেনি, এমন টাইপের বই গুলোই পছন্দ হয় বেশি। পুরো বইয়ের প্রায় গল্প একজনকে কেন্দ্র করে, বাকি গুলো আলাদা আলাদা ঘটনা।

লেখকের লেখার হাত ভালো। তবে বইয়ের মধ্যে টাইপিং মিস্টেক দেখেছি কিছু। এটায় খেয়াল রাখা উচিত।

বই: আপনি কি এলিয়েন দেখতে চান
লেখক: ওয়াসিফ নূর
Profile Image for Redwan Orittro.
423 reviews56 followers
July 21, 2025
I received a copy of this book from the author himself who is a big Lovecraft fan just like I am.

this is a compilation of short horror stories, heavily influenced by Lovecraft, Stephen King and few also seemed to have the Japanese horror influence as well. written about everyday things that we take for granted, this book and it's horror stories will take you through a joyride of chills.
Profile Image for Fariha.
13 reviews
March 20, 2025
অনেক দিন পর ছোটগল্প পড়া। পড়ে মনে হলো একটা এলিয়েন দেখতে পেলে মন্দ হতো না।

সবচেয়ে ভালো লেগেছে 'আপনি কি এলিয়েন দেখতে চান?' আর 'চারটি লোক' । 'নাম ছাড়া বই' গল্পটির কনসেপ্টটা বেশ। তাছাড়া 'অদ্ভুতুড়ে বাড়ি', 'গর্ত' এই দুইটি গল্প ও ভালো লেগেছে।

Ps. বই এর আঁকাগুলো খুবই সুন্দর / aesthetic.
Profile Image for K A Tohin.
20 reviews1 follower
February 7, 2025
ছোট একটা বই কিন্তু ব্যস্ততার কারণে পড়তে সময় লেগে গেল। ১৬টি অতিপ্রাকৃত, আধিভৌতিক, কিছুটা অন্যরকম সাইফাই গল্পের সংকলন। পড়তে ভালোই লেগেছে।
Profile Image for Sumaiya.
291 reviews4 followers
January 13, 2026
২.৫/৫ ⭐️
কিছুটা অসচরাচর এর মতন লেগেছে। আর অনেক কিছু রিপিটেটিভ মনে হয়েছে!
Profile Image for আমি  অরণ্য.
4 reviews
February 16, 2025
এখনো পর্যন্ত ৪টা গল্প পড়া হলো। "ল্যাম্পপোস্টের ভূত" পড়ে মনে হয়েছে এর থেকে বাচ্চারাও ভালো গুছিয়ে লিখতে পারবে। "গর্ত" একদমই ভেতরে ঢুকে যাওয়ার মত কিছু না, পড়ার জন্য পড়া। "মূর্তি" এইটাও ভালো লাগে নি, মনে হয়েছে শুধু লেখার জন্য লিখে রেখেছে। "গলিত স্বপ্ন" এইটা মোটামুটি ভালো লেগেছে, একটা রহস্য ঘেরা পরিবেশ ছিলো।
পড়তেছি, দেখা যাক এরপরের গল্পগুলো আমাকে আরো গভীরে টেনে নিয়ে যেতে পারে কিনা
Displaying 1 - 16 of 16 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.