Jump to ratings and reviews
Rate this book

ছায়াপথ

Rate this book
সূচিপত্র:
১. পেরিপ্ল্যানেটা আমিরিকানা - আহসান হাবীব
২. অবজেক্ট - মোহাম্মদ নাজিম উদ্দিন
৩. ফেরা - শরীফুল হাসান
৪. উপপাদক - রুশদী শামস
৫. শূন্যতার এনট্রপি - নাসিফ আমিন
৬. বনস্পতি - জাহিদ হোসেন
৭. স্মার্টফোন - তানজিনা হোসেন
৮. পুনরাবৃত্তি - পায়েল নূসরাত
৯. রৌরবকাল - কৌশিক মজুমদার
১০. আজ এখানে হয়তো - আবরার আবীর
১১. একজন ডেলিভারি ম্যান - ওয়াসিফ নূর
১২. ছদ্মবেশি - ইশরাক অর্ণব
১৩. নিয়ন্তা - সালমান হক/প্রমন খান
১৪. আধমরা বেড়ালজোড়া - নাবিল মুহতাসিম
১৫. হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর - কিশোর পাশা ইমন
১৬. ডেসপারেটলি সিকিং দি ইমপসিবল - তানজীম রহমান
১৭. এখানে দুঃখ উৎপাদন করা হয় - ওয়াসি আহমেদ
১৮. পারফেক্ট কেক - মাশুদুল হক
১৯. অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব - নিয়াজ মেহেদী
২০. সমীকরণ - সিদ্দিক আহমেদ
২১. অপরাধ - মহিউল ইসলাম মিঠু
২২. রক্ষক - লুৎফুল কায়সার
২৩. নিউরন যুদ্ধ - মোহাইমিনুল ইসলাম বাপ্পী
২৪. স্নাত - বাপ্পী খান
২৫. উত্তম পুরুষ - আলী ওয়াহাব সৌহার্দ্য
২৬. অপেক্ষা - রোমেল বড়ুয়া
২৭. দ্য সিয়ামিজ সেক্টর - মাহবুবুল আলম পলাশ
২৮. ভক্সওয়াগেন ১৯৬৯ - সামসুল ইসলাম রুমি, হাসান ইনাম
২৯. অর্থহীন - উচ্ছ্বাস তৌসিফ
৩০. রুচিবদল - প্রান্ত ঘোষ দস্তিদার
৩১. আকাশ আমার - মুনাজিল রহমান
৩২. মহাশূন্যে একটি চেয়ার - মুশফিক উস সালেহীন
৩৩. দর্পণবিভ্রম - অর্নব কবির
৩৪. রহিমা বেগমের যাত্রা - কৌশিক জামান
৩৫. প্যারাডক্স - বিমুগ্ধ সরকার রক্তিম
৩৬. ওপাক - তারিকুল কবির
৩৭. সোফিয়া - কায়সার কবির

368 pages, Unknown Binding

Published February 10, 2024

8 people are currently reading
62 people want to read

About the author

সালমান হক

67 books1,975 followers
জন্ম থেকেই ঢাকা শহরের বাসিন্দা সালমান হক৷ শহরের চৌহদ্দি পেরিয়ে বাইরে কোথাও খুব একটা যাওয়া হয়নি কখনোই৷ সেই তাড়না থেকেই বইয়ের সাগরে ডুব দেয়া৷ কল্পনার ড্রাগনের পিঠে চেপে যদি এক আধটু ঘুরে দেখে আসা যায় বিশ্বটা। সেখান থেকেই বোধহয় ছাপার অক্ষরে নিজের নাম দেখার সুপ্ত বাসনাটা দানা বাঁধতে শুরু করে। ভালোবাসেন রহস্যোপন্যাস, ভালোবাসেন ফ্যান্টাসি, ভালোবাসেন জাদুবাস্তববাদ। নিক পিরোগের থ্রি এ এম সিরিজ অনুবাদের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন। সেই ধারাবাহিকতায় অনূদিত বইয়ের সংখ্যা বর্তমানে ত্রিশোর্ধ। সম্পাদনা করেছেন অতীন্দ্রিয় এবং অলৌকিক গল্প সংকলন। নিখোঁজকাব্য এবং তিন ডাহুক তার মৌলিক রহস্যোপন্যাস। পেশাগত জীবনে সালমান হক একজন অণুজীববিদ।
প্রকাশিত কাজের তালিকা:
উপন্যাস-
১- নিখোঁজকাব্য - বাতিঘর প্রকাশনী
২- তিন ডাহুক - বাতিঘর প্রকাশনী
৩- তমসামঙ্গল - আফসার ব্রাদার্স
৪- প্রলয় - বাতিঘর প্রকাশনী
গল্প সংকলন-
৫- কৃষ্ণকুহক - আফসার ব্রাদার্স
অনুবাদ-
৬- থ্রি এ এম - নিক পিরোগ- বাতিঘর প্রকাশনী
৭- থ্রি টেন এ এম -নিক পিরোগ- বাতিঘর প্রকাশনী
৮- থ্রি টোয়েন্টি ওয়ান এ এম -নিক পিরোগ- বাতিঘর প্রকাশনী
৯- থ্রি থার্টি ফোর এ এম -নিক পিরোগ- বাতিঘর প্রকাশনী
১০- থ্রি ফোর্টি সিক্স এ এম- নিক পিরোগ- বাতিঘর প্রকাশনী
১১- ডিভোশন অফ সাসপেক্ট এক্স- কেইগো হিগাশিনো-বাতিঘর প্রকাশনী
১২- স্যালভেশন অফ এ সেইন্ট- কেইগো হিগাশিনো- বাতিঘর প্রকাশনী
১৩- ম্যালিস- কেইগো হিগাশিনো বাতিঘর প্রকাশনী- সহ অনুবাদক- ইশরাক অর্ণব
১৪- দ্য পোয়েট- মাইকেল কনেলি- বাতিঘর প্রকাশনী
১৫- সাইলেন্ট পেশেন্ট- অ্যালেক্স মাইকেলিডেস- বাতিঘর প্রকাশনী
১৬- নেভারহোয়্যার- নিল গেইম্যান বাতিঘর প্রকাশনী - সহ অনুবাদক- তানজীম রহমান
১৭- অরিজিন- ড্যান ব্রাউন- বাতিঘর প্রকাশনী- সহ অনুবাদক- মোহাম্মদ নাজিম উদ্দিন
১৮- দ্য বয় ইন দি স্ট্রাইপড পাজামাস - জন বয়েন- বাতিঘর প্রকাশনী
১৯- দ্য বয় অ্যাট দি টপ অফ দি মাউন্টেইন- জন বয়েন- বাতিঘর প্রকাশনী
২০- দ্য গার্ল হু কিকড দ্য হর্নেট'স নেস্ট- স্টিগ লারসন- বাতিঘর প্রকাশনী
২১- স্টোরি অফ ইয়োর লাইফ- টেড শিয়াং আফসার ব্রাদার্স - সহ অনুবাদক- তানজীম রহমান ও লুতফুল কায়সার
২২- ডার্ক ম্যাটার- ব্লেইক ক্রাউচ- আফসার ব্রাদার্স
২৩- বিফোর দ্য কফি গেটস কোল্ড - তোশিকাযু কাওয়াগুচি- আফসার ব্রাদার্স
২৪- টেলস ফ্রম দ্য ক্যাফে - তোশিকাযু কাওয়াগুচি- আফসার ব্রাদার্স
২৫- মাই নেইবার তোতোরো - আফসার ব্রাদার্স
২৬- কালারলেস সুকুর তাযাকি অ্যান্ড হিজ ইয়ার্স অফ পিলগ্রিমেজ- হারুকি মুরাকামি- প্রতীক প্রকাশনা সংস্থা
২৭- কাফকা অন দ্য শোর-১ - হারুকি মুরাকামি- প্রতীক প্রকাশনা সংস্থা
২৮- কাফকা অন দ্য শোর-২- হারুকি মুরাকামি- প্রতীক প্রকাশনা সংস্থা
২৯- দ্য ট্রাভেলিং ক্যাট ক্রনিকলস- হিরো আরিকাওয়া - অবসর
৩০- মরিসাকি বইঘরের দিনগুলি- সাতোশি ইয়াগিসাওয়া - অবসর
৩১- গন ফর গুড- হারলান কোবেন - চিরকুট
৩২- দ্য চেস্টনাট ম্যান - সোরেস ভেইস্ত্রাপ - চিরকুট
৩৩- দ্য হুইস্পার ম্যান - অ্যালেক্স নর্থ - চিরকুট
৩৪- দ্য স্নোম্যান - জো নেসবো - চিরকুট
৩৫- নিউকামার - কেইগো হিগাোনানো - শিরোনাম ;সহ অনুবাদক- ইশরাক অর্ণব
৩৬- দ্য রেড ফিঙ্গার - কেইগো হিগাশিনো - শিরোনাম
৩৭- এ ডেথ ইন টোকিও - কেইগো হিগাশিনো - শিরোনাম ; সহ অনুবাদক- ইশরাক অর্ণব
৩৮- ওল্ড পাথ হোয়াইট ক্লাউডস - থিক নাত হান - রোদেলা -সহ অনুবাদক- শাহেদ জামান
৩৯- অনার - এলিফ শাফাক - রোদেলা
৪০- ব্ল্যাক ফেয়ারি টেইল - অৎসুইশি - রোদেলা
৪১- দ্য ওশেন অ্যাট দি এন্ড অফ দি লেইন - নিল গেইম্যান - বুক স্ট্রিট
৪২- ব্রিজ টু টেরাবিথিয়া - ক্যাথেরিন প্যাটারসন - বুক স্ট্রিট
৪৩- দে কেইম টু বাগদাদ - আগাথা ক্রিস্টি - বুক স্ট্রিট
৪৫- মায়া প্রসূন- কেইগো হিগাশিনো- প্রতীক প্রকাশনা সংস্থা
৪৬- স্বপ্নপূরণ পাঠাগার- মিচিকো আওইয়ামা- সহ অনুবাদক- অর্নব কবির- গ্রন্থরাজ্য
৪৭- বিফোর ইয়োর মেমোরি ফেডস- তোশিকাযু কাওয়াগুচি - আফসার ব্রাদার্স
৪৮- বিফোর উই সে গুডবাই- তোশিকাযু কাওয়াগুচি - আফসার ব্রাদার্স
গ্রাফিক নভেল-
৪৯- দি আলকেমিস্ট- পাওলো কোয়েলহো- চিরকুট
সম্পাদিত গ্রন্থ-
৫০- অলৌকিক - সহ সম্পাদক - প্রান্ত ঘোষ দস্তিদার - আফসার ব্রাদার্স
৫১- অতীন্দ্রিয় - সহ সম্পাদক - প্রান্ত ঘোষ দস্তিদার - আফসার ব্রাদার্স
৫২- ছায়াপথ- সহ সম্পাদক- সিদ্দিক আহমেদ - আফসার ব্রাদার্স

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
5 (41%)
3 stars
5 (41%)
2 stars
2 (16%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Wasim Mahmud.
357 reviews29 followers
March 15, 2024
ছায়াপথ। শব্দটি শুনলে মনে হয় অনেক দূরবর্তি এক বিশালতা যেন। কিন্তু সেই ছায়াপথে তো আমরাও আছি।

সর্বমোট ৩৭ টি সায়েন্স ফিকশন গল্প আছে এ সংকলনে। 'ছায়াপথ'এ যারা লিখেছেন তাদের প্রায় ২০ জনের লেখনির সাথে আমি আগে থেকে পরিচিত। কারো কারো প্রায় সব রচনা আমি পাঠ করেছি। তাই বৈজ্ঞানিক কল্পগল্পের সংকলনটি আমার ইচ্ছাতালিকায় ছিলো।

সায়েন্স ফিকশন বর্তমানের বর্ধিত রূপ। আমরা যেরকম ডিস্টোপিয়ান সময়ে বাস করছি 'ছায়াপথ' গ্রন্থটিতে সেই সময়ের এক্সটেন্ডেড ভার্শন ঘুরেফিরে এসেছে বেশিরভাগ গল্পে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সতর্কবাণী, মানুষের পৃথিবীকে বসবাসের অযোগ্য বানিয়ে ফেলা, গোত্রে গোত্রে সংঘর্ষ, ভিন গ্রহের প্রাণীর ব্যাপারে সতর্কতাসহ বিভিন্ন সফট ফিলসফির দেখাও ব‌ইটিতে পাওয়া যায়।

একটি গল্পসংকলন মূল্যায়নে আমার নিজস্ব এক দর্শন আছে। যদি প্রতি চারটি গল্পে একটি ভালো লেগে যায় তাহলে উক্ত গ্রন্থ পাশ মার্ক পেয়ে যায়, আমার দৃষ্টিকোণ থেকে। আমার পছন্দের গল্পগুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা পরবর্তি প্যারায় শুরু হচ্ছে।

১) পেরিপ্ল্যানেটা আমিরিকানা - আহসান হাবীব

একদম ছোট্ট একটি গল্প। তবে তেলাপোকার ডিএন‌এ থেকে এআই এর ভিতরকার সৃষ্ট পরিবর্তনের আখ্যান বেশ ভালো লেগেছে। আহসান হাবীব গুনীজন। রম্যের বাইরে সাই-ফাইতে তাঁর হাত ভালো। হয়তো কমিক্স নিয়ে কাজ করার ফলে লেখকের এ জনরায় হাত পেকেছে‌।

২) অবজেক্ট - মোহাম্মদ নাজিম উদ্দিন

সায়েন্স কম ফিকশন বেশি কায়দা আমার হার্ড সাই-ফাই থেকে বেশি পছন্দের। থ্রিলিং এক অভিযানের গল্পে শেষের দিকে খানিকটা মন খারাপ হয়ে যায়।

৩) ফেরা - শরিফুল হাসান

দারুন এক গল্প লিখেছেন শরিফুল। মেকানিস্ট জীবন থেকে বেরিয়ে আসার আকুতি কাউকে কতটুকু সেক্রিফাইস করাতে পারে এ বিষয়টি গল্পের মূল শক্তির জায়গা ছিলো।

৪) শূন্যতার এনট্রপি - নাফিস আমিন

লেখক সম্পর্কে গল্পটি পড়ার আগে কোন ধারনা ছিলো না। কিন্তু যেরকম কনসেপ্ট নিয়ে তিনি লিখেছেন তা প্রশংসা না করে পারছি না।

৫) বনস্পতি - জাহিদ হোসেন

এই লেখকের লেখনির সাথে পরিচিতরা 'জাহিদিয় ক্ষ্যাপামি' এর সাথে পরিচিত। তবে গল্পটি জাহিদ হোসেন সচরাচর যেরকম লিখেন সেই স্টাইল থেকে একটু ভিন্ন এবং মানুষ ও বৃক্ষের পারস্পরিক রহস্যময় সম্পর্কের আদি কাহিনী যেভাবে বর্তমানের প্রেক্ষাপটে তিনি রচনা করেছেন তা ভালো লেগেছে।

৬) পুনরাবৃত্তি - পায়েল নূসরাত

আর্মি ট্যাকটিকসের সাথে থ্রিলিং এক বৈজ্ঞানিক কল্পগল্প যেরূপ গল্পকথনে লেখক উন্মোচিত করেছেন, এই সংকলনের আমার অন্যতম সেরা গল্পগুলির মধ্যে 'পুনরাবৃত্তি' একটি মনে হয়েছে।

৭) রৌরবকাল - কৌশিক মজুমদার

আরেকটি অন্যতম সেরা গল্প‌। কোন স্পয়লার দিতে চাই না। তবে লেখক এক গল্পে হরর, সাই-ফাই, টিকে থাকার আপ্রাণ সংগ্রাম সুন্দর রচনা করেছেন।

৮) একজন ডেলিভারি ম্যান - ওয়াসিফ নূর

আমার মতে এই সংকলনের সবচেয়ে সেরা গল্প এটি। সংক্ষিপ্ত এ গল্পে একজন ডেলিভারি ম্যানের একদিনের মহাবিপদে যে টুইস্ট দিয়েছেন লেখক সেটির চেয়েও গল্পের সাবটেক্সট আমার চমৎকার লেগেছে‌। ব্রিলিয়ান্ট একটি গল্প।

৯) আধমরা বিড়ালজোড়া - নাবিল মুহতাসিম

নাবিল মুহতাসিম বলতে গেলে কখনো হতাশ করেন না। নাবিলিয় ভঙ্গিমার স্টোরিটেলিং আসলেই গ্রিপিং। তাছাড়া গল্পের নাম দেখেই সচেতন পাঠকের বুঝে যাওয়ার কথা কোন বৈজ্ঞানিক থট এক্সপেরিমেন্টকে উপজীব্য করে লেখক গল্পটি রচনা করেছেন। বেশ উপভোগ্য ছিলো 'আধমরা বিড়ালজোড়া'। তাছাড়া গল্পের এক অংশে 'বিভং'এর প্রতি সামান্য একটু নড কি নাবিল দিয়েছেন?

১০) হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর - কিশোর পাশা ইমন

কেপির স্টোরিটেলিং সম্পর্কে নতুন কী আর বলবো। এআই এর সাথে মানবমনস্তত্ত্বের অদ্ভুত মিল এবং সহ্যক্ষমতার পার্থক্য যেভাবে ফুটিয়ে তুলেছেন লেখক, তা মনে রাখার মতো।

১১) ডেসপারেটলি সিকিং দ্য ইমপসিবল - তানজীম রহমান

তানজীম রহমান মানে নিরীক্ষাধর্মী লেখা। একটি মন্তব্যঘরের কথাবার্তার মাঝে সুন্দর গল্প ফুটিয়ে তুলেছেন লেখক।

১২) স্নাত - বাপ্পী খান

সায়েন্স ফিকশনে আতঙ্কমিশ্রিত অস্বস্তি সৃষ্টি করেছেন বাপ্পী খান। সম্ভবত তাঁর লেখনির শক্তির জায়গা থেকেই রিখেছেন।

১৩) উত্তম পুরুষ - আলী ওয়াহাব সৌহার্দ্য

গিফ্টেড এই লেখক অতিশুদ্ধতাবাদ কীভাবে সবকিছু বিনাশের সম্ভাবনা সৃষ্টি করে তা নিয়ে সুন্দর লিখেছেন।

১৪) ভক্স‌ওয়াগেন ১৯৬৯ - সামসুল ইসলাম রুমি, হাসান ইনাম

এই গল্পটা সায়েন্স ফিকশনের সাথে ঐতিহাসিক ইভেন্টকে যুক্ত করে যেভাবে হিউমার দিতে পেরেছে এ কারণে বহুদিন স্মরণে থাকবে।

১৫) আকাশ আমার - মুনাজিল রহমান

লেখকের প্রথম কোন রচনার সাথে পরিচিতি হলো। মুনাজিল রহমান গল্পকথনের অন্যতম থাম্বরুল "শো, ডোন্ট টেল" এর যেরূপ সার্থক প্রয়োগ করেছেন তা প্রশংসার দাবীদার‌।

১৬) সোফিয়া - কায়সার কবির

সায়েন্স ফিকশনে ভালো ইন্টেন্সিটি আনতে সক্ষম হয়েছেন কায়সার কবির। খুব ভালো লেগেছে গল্পটি।

সায়েন্স ফিকশন জনরা আমার অনেক সময় প্রায় ফ্যান্টাসির মত লাগে। এটা কি শুধুমাত্র আমার সাথে ঘটে কিনা জানি না।

তবে গল্প সংকলনের অপেক্ষাকৃত কম ভালো লাগা অংশগুলি নিয়ে একটু বলা দরকার। সম্পাদকের কাজ শুধুমাত্র প্রুফ রিডিং নয় এ কথা আমার অজানা নয় তবে 'ছায়াপথ'এ বেশ চোখে পড়ার মতো মুদ্রনপ্রমাদের দেখা পেয়েছি। তাছাড়া আমার মতে যারা লিখেছেন তাদের সবার সংক্ষিপ্ত লেখক পরিচিতি থাকলে আরো ভালো হতো। আশা করছি পরবর্তি সংস্করণে ( যদি সম্ভব হয় ) সিদ্দিক আহমেদ এবং সালমান হক এসব দিক একটু খতিয়ে দেখবেন।

কারণ দুজনকেই আমি গুনিজন হিসেবে জানি। তাদের কাছ থেকে তাই এক্সপেক্টেশন বেশি রাখলে দোষের কিছু হয় না, মনে হয়।

সব মিলিয়ে সমৃদ্ধ এক বৈজ্ঞানিক কল্পগল্প সংকলন হয়েছে 'ছায়াপথ'।

সায়েন্স ফিকশন যারা পছন্দ করেন তাদের এ গল্পসংকলন গ্রন্থটি ভালো লাগতে পারে।

ব‌ই রিভিউ

নাম : ছায়াপথ
সম্পাদনা : সিদ্দিক আহমেদ । সালমান হক
প্রথম প্রকাশ : অমর একুশে ব‌ইমেলা ২০২৪
প্রকাশক : আফসার ব্রাদার্স
প্রচ্ছদ : রোমেল বড়ুয়া
অক্ষরবিন্যাস : ঈশিন কম্পিউটার এন্ড গ্রাফিক্স ডিজাইন
জনরা : বৈজ্ঞানিক কল্পগল্প, সফ্ট ফ্যান্টাসি।
রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ
Profile Image for Salman Sakib Jishan.
274 reviews161 followers
February 21, 2024
সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান কেন লেখা হয়?

সায়েন্স ফিকশন মূলতঃ অনতিদূর ভবিষ্যৎ কেমন হবে সেটা একজন লেখক তাঁর সৃষ্টিশীল কল্পনার মাধ্যমে ফুটিয়ে তোলেন। প্রেক্ষাপট ভবিষ্যৎ হলেও, এ জনরার সাহিত্যের মূল ভিত্তি আসলে বর্তমান-ই। রোগ-শোক, জরা, মৃত্যু, প্রযুক্তি, প্রাকৃতিক দুর্যোগ, আবেগ, প্রেম, রাজনীতি ইত্যাদি নানাবিধ গুরুত্বপূর্ণ কারণে সভ্যতার উন্নতির যেখানে অন্তরায়; সেই দেয়াল গুলোকে ভেঙে ওড়ার ব্যবস্থা করে দেয় এই সাহিত্য।
কেমন হতো মানুষ যদি এসবের উর্ধ্বে যেতে পারতো? কেমন হতো জ্ঞাতিভাই কোনো বুদ্ধিমান এলিয়েনের সাথে যদি যোগাযোগ হতো? কেমন হতো যদি জানতাম, যা দেখছি সবই মেকি?
কৌতুহলী প্রশ্নের উদ্রেক যেমন সায়েন্স ফিকশন করে, তেমনি উত্তরটাও কল্পনা করে নেয়। সেই কল্পণাকে আবার লাগাম টেনে রাখে ব���জ্ঞানের যুক্তি। সায়েন্স ফিকশন মূলতঃ মানব সভ্যতার ভবিষ্যৎ বার্তা নয়, বরঞ্চ সতর্কবার্তা, কখনোবা আশার বার্তা। কখনোবা কাল্পনিক একটা আইডিয়া সত্যি সত্যি বদলে দিতে পারে গোটা দুনিয়ার ভবিষ্যৎ।

আমি বুঝতে পারি আমরা যে সময়টায় বাস করছি, তা সায়েন্স ফিকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আমরা মাত্রই একটা বিরাট মহামারি সামাল দিয়েছি। পৃথিবীর রাজনীতি টালমাটাল অবস্থায়। সবচাইতে বড় ব্যাপার বিজ্ঞান প্রযুক্তিতে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। এআই এখন বর্তমান, মানুষ মহাকাশ ভ্রমণ করতে পারছে বিনোদনের জন্য, আমরা ব্ল্যাকহোল দেখেছি প্রথমবার, ইলন মাস্ক নামের পাগলাটে প্রযুক্তিবিদ নিওরোলিংক নামের ইলেকট্রনিক চিপ বসাচ্ছেন মস্তিষ্কে, হলোগ্রাফিক প্রযুক্তি আসলো বলে, চোখে ভিশন-প্রো পড়ে লাম্পপোস্টকে লাগছে প্রেয়সীর চাইতে সুন্দর, ইন্টারনেটে ঘটছে ভয়াবহ সব ঘটনা, সরকার ক্যামেরা দিয়ে উঁকি দিচ্ছে প্রত্যেকটা নাগরিকের ঘরে। এ যেনো সত্যিকারের ব্ল্যাক মিরর সিনেমার একেকটা এপিসোডের রিয়েল স্ট্রিমিং! এমন পরিবর্তনের যুগ শতবছর পর আসে একটা সভ্যতায়। সে হিসেবে সায়েন্স ফিকশন লেখকদের জন্য এর চাইতে উত্তম সময়ে জন্ম আর কখন হতে পারে?

পরিবর্তনের এ ছোঁয়া 'ছায়াপথ'-এর লেখকদের লেখায় পাওয়া গেছে। এআই জ্বরে ভুগছে বিশ্ব, তাই এআই নিয়ে উঠে এসেছে কতগুলো গল্প। এখানে আছে সুপরিচিত লেখকদের লিখা ৩৭টি সাইফাই ছোটগল্প! এতগুলো গল্প যখন, সব গল্পে মন টানবেনা স্বাভাবিক। তবু যত্নের সাথে গল্পগুলো লেখা, সংগ্রহ ও সম্পাদনা হয়েছে বোঝা যায়। নির্দ্বিধায় বলার মতো রিচ একটি সংকলন। আরও বোঝা গিয়েছে এ ধরণের সংকলন কেন আরো প্রয়োজন।

বইটির সবচাইতে ভালো দিক হলো এখানে লেখকেরা তাদের নিজস্ব কমফোর্ট জোনে, নিজস্ব ভঙ্গিতেই গল্প লিখেছেন। যেমন মোহাম্মদ নাজিম উদ্দিন লিখেছেন সাইফাই থ্রিলার, জাহিদ হোসেন লিখেছেন পাগলাটে সায়েন্স ফ্যান্টাসি, আবরার আবীর লিখেছেন বৃহৎ স্কেলে ছোট একটা গল্প...এরকম।

দূর্বল দিক বললে, বেশিরভাগ গল্পেই পায়োনিয়ার লেখকদের ছাপ দেখা যায় বাক্যগঠন, সংলাপ, প্রযুক্তির ধারণা বা এক্সপোজিশনে। প্রান্ত ঘোষ দস্তিদারের লেখা- 'রুচিবদল' গল্পটা ছাড়া 'শো ডোন্ট টেল' ধরণের লেখার সাহস করতে কাওকে তেমন দেখলাম না। সাইফাই গল্পে ওয়ার্ল্ড বিল্ডিং বা টাইমলাইনের বর্ণণা দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটিকে বোরিং না করে গল্পের মাঝে ফুটিয়ে তোলাতেই কৃতিত্ব বলে মনে হয় আমার।

আবার গতানুগতিক ধাঁচের বাইরে নতুন আইডিয়া এক্সপ্লোর করে লেখা হয়েছে কয়েকটি গল্প। যেমন, রুশদী শামসের- উপপাদক, মাশুদুল হকের- পারফেক্ট কেক, কৌশিক মজুমদারের- রৌরবকাল, ওয়াসি আহমেদের- এখানে দুঃখ উৎপাদন করা হয়, আলী ওয়াহাব সৌহার্দের- উত্তম পুরুষ, সামসুল ইসলাম রুমি ও হাসান ইনামের- ভক্সওয়াগেন ১৯৬৯, অর্নব কবিরের- দর্পণবিভ্রম এই গল্প গুলোর প্লট চমৎকার। তানজীম রহমানের চ্যাটবক্সের আদলে স্যাটায়ারিক গল্পটার ধরণটাও মজার। তবে কৌশিক মজুমদার, নিয়াজ মেহেদি, হাসান ইনাম, কৌশিক জামান যেমন পরিচিত বা বাঙালী প্লটে গল্প লিখেছেন, অমন গল্প কমই ছিল। নিয়াজ মেহেদী বা মাশুদুল হকের গল্পদুটি আমার আগে পড়া হয়েছে।

সাইফাই কোনো সায়েন্স আর্টস কমার্সের স্পেসিফিক জনরা নয়। সকল শ্রেণীর পাঠক চাইলেই এর স্বাদ নিতে পারেন। হয়তো হার্ডকোর বা হাই সাইফাই প্রথম প্রথম কঠিন লাগবে। তবে বেশিরভাগ সাইফাই সহজ করেই পুরো ধারণা ভেঙে বুঝিয়ে লেখা হয় সবার জন্য। কারণ, বিজ্ঞান সবার। বরঞ্চ আমার মতে, যিনি একাডেমিক পড়াশোনায় বিজ্ঞান পড়েন নি, তিনি সাইফাইতে অন্যভাবে মজা পেতে পারেন, জন্ম দিতে পারেন অন্য দৃষ্টিভঙ্গির।

3.5★
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.