What do you think?
Rate this book


144 pages
Published February 1, 2024
ইমতিয়াজ আজাদ অনুবাদক পরিচয়ের বাইরে পা রাখলেন তাঁর বই 'বাইশ গজের মন্দির' দিয়ে। ক্রিকেটের ইতিহাসের ২২টি গল্প তিনি সাজিয়েছেন এই বইতে, যার বৈচিত্রে অংশ নিয়েছেন শার্লক হোমসের লেখক আর্থার কোনান ডয়েল, বাংলাদেশে সমাহিত এক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, পরপর দুই ওভার বল করা ইতিহাসের একমাত্র বোলার, একই দিনে দুইবার অল-আউট হওয়া ক্রিকেট দল। গল্পগুলোর বেশিরভাগের সাথে জড়িয়ে আছে টেস্ট ক্রিকেট। তবে "বোরিং বলে" আমার মতো যারা টেস্ট খেলা-কে নাকচ করে দেন, গল্পগুলো তাদেরও উপভোগ্য হতে পারে, লেখকের গল্পকথনের গুণে।