ছোটগল্প সংকলন 'কাঠগোলাপের দেশে' , বইটিতে রয়েছে এগারোটি ছোটগল্প ছাড়াও পাঁচটি অপ্রকাশিত গল্প। আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে কালের নিয়মে এমন কিছু পরিস্থিতি আসে, যা মানবমন মেনে নিতে বাধ্য হয়। না চাইলেও গ্রহণ করতে হয় জীবনের সর্বাধিক তিক্ত সময়গুলোকে। ক্ষতবিক্ষত হতে হয় অজস্র ঘাত-প্রতিঘাতে। ক্রমশ আমরা আত্মবিশ্বাস হারাতে থাকি। দৈনন্দিন পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করতে করতে আমরা ভুলে যাই জীবনের অর্থ কেবল তাৎক্ষণিক সুখ নয়, জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে বিচ্ছেদ, বিরহ। গোলাপের সুগন্ধ গ্রহণের স্বার্থে যেমন কাঁটার আঘাত সহ্য করতে হয়, ঠিক তেমনই জীবনের প্রকৃত মাধুর্য উপলব্ধি করতে হলে সহজভাবে মেনে নিতে হয় সুখ-দুঃখকে। এমনই কিছু সুখ-দুঃখমিশ্রিত জীবনের গল্প দুই মলাটের মধ্যে বন্দি হয়ে আছে ষোলটি ছোটগল্প সংকলন "কাঠগোলাপের দেশে"।