Jump to ratings and reviews
Rate this book

হঠাৎ শাওন

Rate this book
অপেক্ষা, আক্ষেপ, একাকীত্ব, খুনসুটি, প্রেম, ভালোবাসা, রোম্যান্স.... এমন অনেক টুকরো মুহূর্ত এবং অনুভূতির কোলাজ অক্ষরবন্দি করার চেষ্টা করেছি। তবে এই সবকিছুর ঊর্ধ্বে রয়েছে বৃষ্টি, শ্রাবণ। জীবনের কোনও এক পর্যায়ে নীরবে আমাদের মন ভিজে ওঠার মতো স্পর্শকাতর মুহূর্তের সাক্ষী আমরা সকলেই কমবেশি হয়েছি। উপন্যাসের বাঁকে অজস্র চরিত্র অনাদরে বেড়ে ওঠা বুনোফুল কিংবা মুক্তোর মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও, এই উপন্যাসের মুখ্য চরিত্র শ্রাবণ। যে প্রত্যেকটি চরিত্রকে বৃষ্টিভেজা জুঁইফুলের মতো এক সুতোয় বেঁধেছে।
সম্পূর্ণ অপ্রকাশিত নিখাদ প্রেমের উপন্যাস "হঠাৎ শাওন"

208 pages, Paperback

Published January 1, 2023

16 people want to read

About the author

Sathi Das

23 books63 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
3 (75%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Raka Bhattacharya.
25 reviews
November 2, 2025
অন্তরীণ, চিঠি পুড়িয়ে ফেলার আগে... "মনুষ্য চরিত্র সত্যিই বড় বিচিত্র। অধরা বস্তু ধরা দিলেই মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়ে। আর সহাবস্থানের পর তার মূল্য কানাকড়িও থাকেনা। প্রেম দুরত্বে সুন্দর। অপেক্ষায় মধুর। বিরহে জীবন্ত। একমাত্র দহনেই প্রেমের সুখী উপসংহার রচনা করা সম্ভব। ঘোরতর সংসারী মানুষের কেবল সংসার করা চলে। কিন্ত প্রেম? প্রেমের জন্যে নাহয় আরও একবার জন্ম নেবে অন্তরীণ।"... রাকাও তাইই। আরও একবার জন্মাতে চাই শুধু স্বপ্নের মতো একটা প্রেম করব বলে! একবার... একবার অন্তত সম্পূর্ণ রূপে নিজেকে প্রেমের চরণে সমর্পণ করতে চাই। বাঁধা পড়তে আমার যে চূড়ান্ত অনীহা আমার এই জন্মে... সেই সমস্ত টা ভুলিয়ে 'আগমনী'র মত ঘন বর্ষণে, চিরস্থায়ী প্লাবনে সিক্ত করব নিজেকে। দগ্ধ করব বিরহের আগুনে। নিজেও পুড়ে মরব হয়ত! তাও বাঁচব কোনভাবে। এই বইটি পড়ে নিজেকে দেখেছি শুকতারার প্রথম প্রেমে, আলাপণের কৈশোর ঔদ্ধত্যে, প্রত্যুষ-শঙ্খব্রতের বন্ধুত্বে, নদীর একপাক্ষীক প্রেমে, আগমনীর অপেক্ষায়, অন্তরীণের অনীহায়...। অন্তরীণের সাথে নিজের এত এত মিল পেয়েছি যে আমি নিজের জীবনের ফাঁক গুলো, খামতি গুলো কোথায় বুঝতে পারছি। কতটা মাটি ফেলতে হবে, ঢালাই করা যাবে কিনা, জলছাদের অবকাশ থাকে যদি..! কিন্ত আগমনী নিজেকে 'শাওন' বলল কেন? বারিধারা থামবার নয় বলেই কি? নাকি বিরহ-অনল নিভবে না তাই? নিশিগন্ধা আমাকে দাগ কাটতে পারেনি। শুকতারাকে বরং মায়া লেগেছে খুব। ও প্রকৃত অর্থেই একাকীনি। আলাপণ বুঝল না, অন্তরীণের অধিকার নেই, আর নিশিগন্ধা সময় পেল না। এই অভিমান নিয়ে ও কোথায় যাবে? এই একাকীত্ব কাকে দেখাবে? বইটা পড়ে আমি কিছুটা মৃত। ভালো হোক.. সব ভালো হোক।

-Raka Bhattacharya
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Bookaholic.Soul.
3 reviews
May 31, 2025
উপন্যাসের শুরু নিশিগন্ধা এবং সোহাগকে নিয়ে। সন্তানসম্ভবা স্ত্রী নিশিগন্ধাকে নিয়ে এক শীতের সন্ধ্যায় সোহাগের ঘুরতে যাওয়া আর তারপর এক দুর্ঘটনায় সোহাগকে চিরতরে হারিয়ে ফেলে নিশিগন্ধার এক ফুটফুটে মেয়ে শুকতারা কে জন্ম দেওয়া নিয়ে গল্প এগিয়ে চলে। পরবর্তীতে গল্পে আরো বেশ কিছু চরিত্রের আবির্ভাব ঘটে যেমন অন্তরীণ, আলাপন, আগমনী, নদী, পটাই, শঙ্খ। তবে এই গল্প শুধুই যে নিশিগন্ধা এবং শুকতারার তা কখনোই বলা যাবে না; এখানে কোন চরিত্রই মুখ্য নয়। আবার সব চরিত্রেরই সমান গুরুত্ব রয়েছে।

আগমনী আমার কাছে অত্যন্ত প্রিয় একটি চরিত্র। কিছু মানুষ থাকে যারা সারা জীবন ভালোবাসার কামনা করে যায় কিন্তু তাদের কপালে তা কখনই জোটে না। ভালোবাসা বারবার এসেও ধরা দেয় না তাদের কাছে। আগমনী তেমনি একটি চরিত্র। ছোট থেকে যে তার পরিবারের কাছে অনাকাঙ্ক্ষিত। বড় হওয়ার পর তার জীবনে যে ভালোবাসার মানুষটি আসে, হঠাৎ করে সেও কিছু না বলেই তাকে ছেড়ে চলে যায়। আসলে এই মানুষগুলো চিরদিনই ভালোবাসার কাঙ্গাল।

বয়ঃসন্ধিকালে মানুষের মধ্যে যে শারীরিক ও মানসিক পরিবর্তন আসে তার অত্যন্ত সুন্দর বর্ণনা রয়েছে এই উপন্যাসে। এই সময় বাবা-মায়ের উচিত ছেলেমেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। নিশিগন্ধাও ঠিক তেমনি একটি চরিত্র। যে তার মেয়ে শুকতারার বন্ধু হয়ে ওঠে। তবে সব বাবা-মা ছেলেমেয়ের বন্ধু হয়ে উঠতে পারে না; তারা কেবল বাবা-মা হয়েই রয়ে যায়। আলাপনের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে। উপন্যাসের অন্য একটি চরিত্র অন্তরীণ অর্থাৎ মাস্টারদা এই বয়ঃসন্ধিকালে উপনীত ছেলেমেয়েদের ভালোভাবে বুঝলেও তাদের মনের খবর রাখলেও অন্তরীণ নিজের মনের খবর রাখতে জানে না। ছেলেবেলায় হারিয়ে যাওয়া প্রেমের ক্ষত মনে রেখে অন্তরীণ কি এখন আসা ভালবাসাকে ফিরিয়ে দেবে নাকি গ্রহণ করবে? অন্তরীণের মতে ❝হঠাৎ পেয়ে যাওয়া কোন অবর্ণনীয় মুহূর্তের চেয়ে ভালো একটু দূরত্ব। যে দূরত্ব জুড়ে থাকবে তাদের একটা নিজস্ব সন্ধ্যা, বাতাস আর শান্ত দীঘি...❞

শুকতারা এবং তার ভালোবাসার মানুষ আলাপন বয়ঃসন্ধিকালে উপনীত হয়ে তাদের মধ্যে ঘটে যাওয়া ছোট্টো ভুল বোঝাবুঝির ফলে তারা কি চিরদিনের জন্য হারিয়ে ফেলবে একে অপরকে? নাকি এভাবেই হাত ধরে পাশাপাশি হেঁটে যাবে বাকি জীবন?

উপন্যাসের নামকরণ ❝হঠাৎ শাওন❞ যথার্থ। হঠাৎ বৃষ্টি যেভাবে দুটি মানুষকে কাছাকাছি নিয়ে আসতে পারে তেমনি মনে করিয়ে দিতে পারে প্রাক্তনের দিয়ে যাওয়া দগদগে ক্ষতের কথা।
19 reviews
November 3, 2025
শাওন, এই শব্দের সাথে জড়িয়ে আছে সকল মানুষের নানাবিধ অনুভূতি। কিছু অনুভূতি এক শ্রাবণ সন্ধ্যায় কাটানো চরম সুখের, আবার কিছু অনুভূতির ওপর বিছিয়ে আছে বিষাদের আস্তরণ। শ্রাবণের বারিধারায় ভেসে গেছে কত না জানা কাহিনী, কত সম্পর্ক হয়তো মেঘাচ্ছন্ন ধুসরতার শিকার হয়েছে। এমনই কিছু চরিত্রর নিজেদের সম্পর্ক নিয়ে টানা পোড়েন এর কাহিনী ধরা পড়েছে এই বইটির মধ্যে। এখানে প্রধানত স্থান পেয়েছে দুটি প্রধান চরিত্র আলাপন আর শুকতারার প্রথম প্রেমে পড়ার কাহিনী। তার সাথে সাথে গড়ে উঠেছে তাদের কেন্দ্র করে বেশ কিছু চরিত্র যেমন নিশিগন্ধা, অন্তরীণ, আগমনী প্রমুখ। আর তার সাথে প্রধান চরিত্র হিসেবে রয়েছে শ্রাবণের বারিধারা। আলাপন শুকতারার মিষ্টি বাল্যকালের সম্পর্ক, আগমনীর অন্তরীণ এর প্রতি প্রবল আকর্ষণ, আর অপর দিকে অন্তরীণ এর উদাসীনতা, আর স্বামীহারা নিশিগন্ধার তার কন্যা শুকতারার সবথেকে কাছের বন্ধু হওয়ার প্রচেষ্টার মধ্যে দিয়ে কাহিনী এগিয়ে গেছে পাঠক মন কে নানান অনুভূতির স্রোতে ভাসিয়ে। কিন্তু কোথাও একটা গিয়ে কালের নিয়মে অবশেষে সকল মধুরতা উপনীত হয়েছে এক অন্তিম বিষন্নতায়।

এবার আসি কাহিনীর লেখার বিশ্লেষণে। এটি আমার লেখিকার পড়া প্রথম উপন্যাস। এই উপন্যাসের প্রতিটা পৃষ্টায় তার ভাষার ওপর দক্ষতা, এবং প্রাকৃতিক বর্ণনাকে অতি নিপুণ ভাবে চরিত্রদের মনের মধ্যে চলা নানাবিধ অনুভূতির সাথে যেভাবে লেখিকা মিশিয়ে দিয়েছেন তা এক কথায় অনন্য। মানুষের মনের জটিলতার প্রতিবিম্ব যেন ফুটে উঠেছে প্রকৃতির নানা উপাদানে। সাহিত্য এবং চিত্রাঙ্কনের দিক থেকে এত সুন্দর লেখা বর্তমানের সকল সাহিত্যিক দের মধ্যে লেখিকা কে সর্বোচ্চ স্থানে বসাতে আমার কোনো দ্বিধা নেই।

লেখিকার কাছে শুধু একটি জিনিসেরই অভিযোগ রইলো, কিছু কিছু সময় অনুভূতির বিশ্লেষণ অত্যধিক ব্যক্ত হওয়ার ফলে, কাহিনীটির গতি প্রচণ্ড মন্থর হয়েছে, সেখানে গিয়ে গল্পের সেই টান কোথাও যেন হারিয়ে ফেলেছি মাঝে মাঝে। এই জিনিস টা বাদে এটি আমার পড়া এই বছরের সর্বশ্রেষ্ঠ উপন্যাস গুলির মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। সবাইকে অনুরোধ রইলো এই উপন্যাসটি একটিবার পড়ার জন্য।
Profile Image for   Shrabani Paul.
397 reviews24 followers
May 17, 2025
🍁বইয়ের নাম - হঠাৎ শাওন🍁
✍🏻লেখিকা - সাথী দাস
🖨️প্���কাশক - লালমাটি প্রকাশনী
💰মূল্য - ₹৩৫০

হঠাৎ শাওন-এর শুরুটা হঠাৎ করেই যেমন হয়েছিলো, হঠাৎ করেই সব কেমন মিলিয়ে গেলো........
কিছু চরিত্র বড্ড প্রিয় হয়ে উঠলো। কিন্তু তাদের কষ্ট আমি সহ্য করতে পারলাম না। লেখিকা প্রতিবারের মতো এবারও আমার প্রিয় চরিত্রদের ভীষণ কষ্ট দিয়েছেন, অপূর্ন করে রেখেছে তাদের। হঠাৎ সাওন পড়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো, যার রেশ কাটাতে সময় লাগবে। উপন্যাস শেষ করেই মনে হলো- ‘আমার প্রিয় চরিত্রদের জীবন কোন দিকে বয়ে চলবে সেটা আর জানা হলো না'......
উপন্যাস সম্পর্কে কিছুই বলবো না। এতোটুকুই থাক!

সময় এগিয়ে চলে নিজের ছন্দে। গতিময় জীবনে কেবল স্মৃতিরা পড়ে থাকে। লেখিকার লেখার প্রশংসা না করলেই নয়। এতো সুন্দর বিবরণ, তার উপর শব্দ নিয়ে খেলা উফ্ বরাবরের মতো এবারও আমি মুগ্ধ। কতো কিছুই শিখলাম, তা মনের মনিকোঠায় তুলে রাখলাম। অনেক ধন্যবাদ আপনাকে....
আপনার লেখার দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন........

📌🗒️2024 Book Review ~ 19
আবারো দেখা হবে পরের রিভিউতে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর অনেক অনেক বই পড়ুন।
ধন্যবাদ 🙂🙏

🌟🌟🌟🌟🫡

#হঠাৎ_সাওন #সাথী_দাস #লালমাটি_প্রকাশনী
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.