"পুজোসংখ্যার অনুরাগী হওয়ার জন্য খুব যে দেবদ্বিজে ভক্তি থাকার দরকার পড়ে এমন তো নয়। বাঙালি হওয়ার দরকার পড়ে।"
পুজোসংখ্যা হাতে নিয়ে কিন্তু আমি প্রথমে পড়তে শুরু করতাম না। আগে দেখতাম অলংকরণ। শীর্ষেন্দুর অদ্ভুতুড়ে পড়বো কিন্তু সাথে দেবাশিস দেবের ছবি থাকবে না, এমনটা ভাবাই যেতো না। যেমনটা কাকাবাবুকে সুব্রত গঙ্গোপাধ্যায়ের অলংকরণ ব্যতীত ভাবা যায় না। লেখক এই ছোট্ট বইটিতে পুজোসংখ্যার অতীত বর্তমান নিয়ে আলোচনা করেছেন।লেখার চাইতে পুজোসংখ্যার ছবিগুলো বেশি আকর্ষণীয়। ধীরেন বল, সুবোধ দাশগুপ্ত, সুধীর মৈত্র, শৈল চক্রবর্তী, সত্যজিৎ রায়,যুধাজিৎ সেনগুপ্ত, কৃষ্ণেন্দু চাকী, দেবব্রত ঘোষ, সমীর সরকার,সুব্রত গঙ্গোপাধ্যায়ের কিছু অনন্য অলংকরণ দেখলাম। কালীকিঙ্কর ঘোষ দস্তিদারের করা "তেলেনাপোতা আবিষ্কার" এর অলংকরণের কথা তো বহুদিন মনে থাকবে। জঙ্গুলে পথ, গরুর গাড়ি, ছায়া ছায়া বিষণ্ণ আরোহীর দল - কী যে অদ্ভুত সুন্দর একটা ছবি!