সুখ ও প্রাপ্তি ক্ষণস্থায়ী। এর বিপরীতে মানুষের জীবন নিরন্তর সংগ্রামের। এই বইয়ের গল্পগুলো যেন অতল সমুদ্রের মাঝখানে বিকল হওয়া একেকটা নৌকা। ঢেউয়ের তোড়ে ভেসেই চলেছে—উদ্দেশ্যহীন, কূলকিনারাহীন। এখানে প্রেম নেই, আশা নেই। আছে এক ঘোরলাগা গোলকধাঁধার ক্ষয়ে যাওয়া ধূসর জগত্। যে জগতে জীবন হোঁচট খায় পদে পদে। ভেঙে পড়ে চেতনার সব প্রাচীর। মানসিক টানাপোড়েন, অসহায়ত্ব, জীবনের অর্থহীনতা, নৈতিক স্খলন, অবক্ষয়, সংশয় ও মৃত্যুর মতো বিষয়গুলো আনিসুর রহমানের গল্পে উঠে এসেছে। এসব গল্পে সময় অলস, স্থবির। সিসিফাসের নিয়তি নিয়ে সবকিছু যেন ফিরে আসে একই জায়গায় বারবার।
মানুষের জীবনের একঘেয়েমি, নিরর্থকতা, কোনো কিছুর সাথে সংযোগ স্থাপনের আকাঙ্ক্ষা, রাষ্ট্রের কাছে ব্যক্তিমানুষের অসহায়ত্ব নিয়ে সাজানো হয়েছে বইয়ের গল্পগুলো। কয়েক জায়গায় খটোমটো মনে হলেও সার্বিক বিচারে আনিসুর রহমানের গদ্য স্বকীয় ও আকর্ষণীয়। কিছু গল্পের শুরু ভালো লাগলেও পরিণতি জোরালো নয়। যেমন - এপিটাফ, সিসিফাস শ্রম, অচেনা মানুষ ইত্যাদি। কয়েকটা গল্প দারুণ ; বিশেষ করে সেলিব্রেটিং সেঞ্চুরি উইথ আদুরি ও মাস্টারপিস গল্প দুটির জন্য লেখকের প্রতি প্রত্যাশা বেড়ে গেলো।
কয়েকটি গল্প ভালো লেগেছে যেমনঃ সেলিব্রেটিং সেন্চুরি উইথ আদুরি, ১৯৮০, ভ্রষ্ট গণক ও বিকলাংগ তাস। কয়েকটা গল্প ক্লন্তিকর হয়ে উঠতে গিয়ে হঠাৎ চমৎকার কিছু প্যারাগ্রাফের মুখোমুখি করে মুগ্ধ করেছে বেশ।