নানানভাবে মনোবল বৃদ্ধির চেষ্টা করেছেন লেখক। কিছুটা মজার ছলে তার কথা শেষ করেছেন। আল্লাহর ইবাদত যে মনে প্রশান্তি আনে এটা লেখক বারংবার বলেছেন। মানুষকে ভালোভাবে বাঁচার জন্য লেখক নানান ভাবে অনুপ্রাণিত করে গেছে পুরোটা বইতে, যার অনেক কিছুই পড়ে ভালো লাগে। তার মতো ভাবতেও ভালো লাগবে অনেক জায়গায়। কিছু লেখা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছে আরকি। তাও একবার পড়ে দেখা যায়।
কিন্তু আসল সমস্যা হলো “বানান”। এই বইতে প্রচুর বানান ভুল, যা পড়ার মধ্যে একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। জানিনা এই ভুলগুলো কী কম্পোসের সময় হয়েছে, নাকি লেখকের নিজের।