What do you think?
Rate this book


224 pages, Hardcover
Published February 1, 2024
ভবিষ্যত থেকে একটা বার্তা পৌঁছেছে। প্রেরক জানেন না কোন সময়ে গিয়ে পৌঁছুবে সেটা, কার হাতে পড়বে। গ্রহীতা যদি প্রেরক নিজেই হয়, তো ভাল। নয়তো গ্রহীতার প্রতি তার অনুরোধ, বার্তাটুকু সংরক্ষণ করা হোক পরবর্তী সময়ের মানুষের জন্য। কাগজে বা ডিজিটালি না, পাথরে খোদাই করে রাখলে সবথেকে ভাল। কারণ এই বার্তায় আছে মানব সভ্যতার পরিণতির উপাখ্যান, এবং ক্রমে সেই ভবিষ্যতের দিকে উৎকর্ষের বর্ণনা।